শান্তিনিকেতন, 13 ফেব্রুয়ারি : বিশ্বভারতীর সংগীত ভবন থেকে খোওয়া গেল প্রশ্নপত্র । ফলে বন্ধ রাখতে হয় রবীন্দ্র সংগীত, রবীন্দ্র নৃত্য ও নাটক বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা । 11, 12 এবং 13 ফেব্রুয়ারি উল্লেখ্য পরীক্ষা হওয়ার কথা ছিল । এদিন সাংবাদিক বৈঠক করে পরীক্ষা বাতিলের কথা জানান সংগীত ভবনের অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ । বিশ্বভারতীর তরফে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হবে, বলেও জানানো হয় ।
বিশ্বভারতীর ঐতিহ্যবাহী সংগীত ভবন থেকে এবার খোয়া গেল পরীক্ষার রবীন্দ্র সংগীত, রবীন্দ্র নৃত্য ও নাটক বিভাগের পরীক্ষার প্রশ্নপত্র । পরীক্ষা হওয়ার কথা ছিল চলতি মাসের 11,12 এবং 13 তারিখে । কিন্তু 10 ফেব্রুয়ারি, রবীন্দ্র নৃত্যের বিভাগীয় প্রধান অধ্যাপিকা সুনিতা দেবীর ঘর থেকে খোয়া যায় পরীক্ষার প্রশ্নপত্র । বিষয়টি জানাজানি হতেই এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে সেই সংক্রান্ত একটি বৈঠক করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ । বৈঠক শেষে, এদিন সাংবাদিক বৈঠক করে বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ জানান, প্রশ্নপত্র খোয়া যাওয়ায় উক্ত তিন বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা বাতিল করতে হয়েছে । পরবর্তীকালে এই পরীক্ষাগুলি পুনরায় নেওয়া হবে । তবে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র খোয়া যাওয়ার জন্য শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হবে, এমনটাই জানান তিনি । এছাড়া, বিশ্বভারতীর তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।
আরও পড়ুন : 10 দিনের মধ্যে বিশ্বভারতীর সঙ্গে বৈঠক জেলাশাসকের
সংগীত ভবনের অধ্যক্ষ বলেন, "এর আগে কখনও এই রকম ঘটনা সংগীত ভবনে ঘটেনি । প্রশ্নপত্র পাওয়া না যাওয়ায় পরীক্ষা বাতিল করতে হয়েছে ।" অন্যদিকে, সঙ্গীত ভবনের অধ্যাপিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা রুজু করেছেন । সেই মামলা চলাকালীন সমস্ত সুরক্ষার কথা মাথায় রেখে সংগীত ভবনে তাঁর ঘর সিল করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ।