ETV Bharat / state

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বীরভূমে অবরোধ ও বিক্ষোভ - নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019  এর প্রতিবাদে বিক্ষোভ

নলহাটি বাসস্ট্যান্ডের কাছে পানাগড় - মোরগ্রাম এলাকায় 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ টায়ার জ্বালিয়ে পুলিশের সামনেই দীর্ঘক্ষণ অবরোধ চলে । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।

image
উত্তপ্ত বীরভূম
author img

By

Published : Dec 13, 2019, 7:41 PM IST

Updated : Dec 13, 2019, 7:55 PM IST

বীরভূম, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর প্রতিবাদে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় আজ বিক্ষোভ হয় ৷ একাধিক জায়গায় পথ অবরোধ ও মিছিল হয়েছে । নলহাটিতে 60 নম্বর জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায় মানুষ ।

মহম্মদবাজারে কয়েক হাজার লোক জড়ো হয়ে আজ পথসভা ও মিছিল করে । ইলামবাজারেও ব্যানার, পোস্টার নিয়ে মিছিল হয় । নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019 পাশ হয়ে যাওয়ায় তুমুল প্রতিবাদ শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ৷ আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষোভ শুরু হয়েছে । শুক্রবার নলহাটি বাসস্ট্যান্ডের কাছে পানাগড় - মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ টায়ার জ্বালিয়ে পুলিশের সামনেই দীর্ঘক্ষণ অবরোধ চলে । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।

নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল বীরভূম

মহম্মদবাজারের সোঁতশাল এলাকায় প্রায় 5 হাজার লোক আজ বিক্ষোভ দেখায় । তারা স্লোগান দেয়, "সাম্প্রদায়িক এই বিল মানছি না ।" মিছিলও করে তারা । ইলামবাজারেও এই আইনের প্রতিবাদে ব্যানার, পোস্টার নিয়ে মিছিল হয় ৷ ইলামবাজার শহর পরিক্রমা করে এই মিছিল ।

বীরভূম, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 এর প্রতিবাদে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় আজ বিক্ষোভ হয় ৷ একাধিক জায়গায় পথ অবরোধ ও মিছিল হয়েছে । নলহাটিতে 60 নম্বর জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায় মানুষ ।

মহম্মদবাজারে কয়েক হাজার লোক জড়ো হয়ে আজ পথসভা ও মিছিল করে । ইলামবাজারেও ব্যানার, পোস্টার নিয়ে মিছিল হয় । নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019 পাশ হয়ে যাওয়ায় তুমুল প্রতিবাদ শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ৷ আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষোভ শুরু হয়েছে । শুক্রবার নলহাটি বাসস্ট্যান্ডের কাছে পানাগড় - মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ টায়ার জ্বালিয়ে পুলিশের সামনেই দীর্ঘক্ষণ অবরোধ চলে । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।

নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল বীরভূম

মহম্মদবাজারের সোঁতশাল এলাকায় প্রায় 5 হাজার লোক আজ বিক্ষোভ দেখায় । তারা স্লোগান দেয়, "সাম্প্রদায়িক এই বিল মানছি না ।" মিছিলও করে তারা । ইলামবাজারেও এই আইনের প্রতিবাদে ব্যানার, পোস্টার নিয়ে মিছিল হয় ৷ ইলামবাজার শহর পরিক্রমা করে এই মিছিল ।

Intro:বীরভূম, ১৩ ডিসেম্বরঃ CAB এর প্রতিবাদে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, পথ অবরোধ, মিছিল। নলহাটিতে ৬০ নম্বর জাতীয় সড়ক আটকে বিক্ষোভ মুসলমান ধর্মাবলম্বীদের। অন্যদিকে, মহম্মদবাজারে কয়েক হাজার মানুষজন জমায়েত হয়ে পথসভা, মিছিল করে। ইলামবাজারেও হাতে ব্যানার পোস্টার নিয়ে বিশাল মিছিল হয়।Body:বীরভূম, ১৩ ডিসেম্বরঃ CAB এর প্রতিবাদে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, পথ অবরোধ, মিছিল। নলহাটিতে ৬০ নম্বর জাতীয় সড়ক আটকে বিক্ষোভ মুসলমান ধর্মাবলম্বীদের। অন্যদিকে, মহম্মদবাজারে কয়েক হাজার মানুষজন জমায়েত হয়ে পথসভা, মিছিল করে। ইলামবাজারেও হাতে ব্যানার পোস্টার নিয়ে বিশাল মিছিল হয়।

CAB আইন পাশ হয়ে যাওয়ায় দেশ জুড়ে প্রতিবাদের আঁচ বীরভূম জেলাতেও। এদিন, নলহাটি বাসস্ট্যান্ডে কাছে পানাগড় - মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে মুসলমান ধর্মাবলম্বী মানুষজন। টায়ার জ্বালিয়ে পুলিশের সামনেই চলে দীর্ঘক্ষণ অবরোধ। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
অন্যদিকে, মহম্মদবাজারের সোঁতশাল এলাকায় প্রায় ৫ হাজার মুসলমান ধর্মাবলম্বী মানুষজন জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি, সাম্প্রদায়িক এই বিল মানছিনা। পরে মিছিল করেন তারা। একই ভাবে ইলামবাজারে হাতে ব্যানার পোস্টার নিয়ে শহর জুড়ে পুরুষ মহিলা এক যোগে মিছিল করেন। শহর পরিক্রামা করে বিশাল প্রতিবাদ মিছিল।Conclusion:
Last Updated : Dec 13, 2019, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.