ETV Bharat / state

পড়ুয়াদের ইউনিফর্ম খুলে নেওয়ার জেরে অপসারিত অধ্যক্ষ - news on school uniform story of Birbhum

পড়ুয়াদের ইউনিফর্ম খুলে নেওয়ার ঘটনায় সরিয়ে দেওয়া হল শান্তিনিকেতনের এক বেসরকারি স্কুলের অধ্যক্ষ সিস্টার অর্চনা ফার্নান্ডেজকে ।  সঠিক ইউনিফর্ম না পরায় তা খুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ । 18 নভেম্বর সেই অভিযোগ উঠেছিল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

পড়ুয়াদের ইউনিফর্ম খুলে নেওয়ার জের
author img

By

Published : Nov 25, 2019, 5:24 PM IST

Updated : Nov 25, 2019, 5:30 PM IST

শান্তিনিকেতন, 25 নভেম্বর : পড়ুয়াদের ইউনিফর্ম খুলে নেওয়ার ঘটনায় সরিয়ে দেওয়া হল শান্তিনিকেতনের এক বেসরকারি স্কুলের অধ্যক্ষ সিস্টার অর্চনা ফার্নান্ডেজকে । সঠিক ইউনিফর্ম না পরায় তা খুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ । 18 নভেম্বর সেই অভিযোগ উঠেছিল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ এরপর ঘটনার তদন্তে স্কুলে যায় জেলা প্রশাসনের একটি দল ৷ অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷ এরপরই আজ সরিয়ে দেওয়া হল অধ্যক্ষকে ৷

শান্তিনিকেতনের মকরমপুরের ওই বেসরকারি স্কুলের নিয়ম, প্রত্যেক দিন আলাদা আলাদা রঙের ইউনিফর্ম পরতে হয় । এই নিয়ম অনুযায়ী 18 নভেম্বর যে রঙের ইউনিফর্ম পরার কথা তা পরেনি ক্লাস ওয়ানের কয়েকজন ছাত্রী । অভিযোগ, সেই কারণে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীদের লেগিন্স খুলে নেয় । শুধু তাই নয়, ওই অবস্থাতেই ছাত্রীদের ক্লাস করতে হয় । ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় দু'টি অভিযোগও দায়ের করা হয় ৷ ঘটনার জেরে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন : অন্যদিনের ইউনিফর্ম পরায় খুলে নিল স্কুল কর্তৃপক্ষ, অভিযোগে বিক্ষোভ

ঘটনার তদন্তে জেলাশাসক মৌমিতা গোদারা বসুর নির্দেশে বিশেষ কমিটি গঠিত হয় ৷ রিপোর্ট জমা দেয় কমিটি ৷ এরপরেই 22 নভেম্বর বোলপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে বৈঠক বসেন । সেই বৈঠকেও স্কুলের অধ্যক্ষকে অপসারণের দাবি করেন অভিবাবকরা । এরপর আজ অপসারণ করা হল ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ৷

শান্তিনিকেতন, 25 নভেম্বর : পড়ুয়াদের ইউনিফর্ম খুলে নেওয়ার ঘটনায় সরিয়ে দেওয়া হল শান্তিনিকেতনের এক বেসরকারি স্কুলের অধ্যক্ষ সিস্টার অর্চনা ফার্নান্ডেজকে । সঠিক ইউনিফর্ম না পরায় তা খুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ । 18 নভেম্বর সেই অভিযোগ উঠেছিল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ এরপর ঘটনার তদন্তে স্কুলে যায় জেলা প্রশাসনের একটি দল ৷ অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷ এরপরই আজ সরিয়ে দেওয়া হল অধ্যক্ষকে ৷

শান্তিনিকেতনের মকরমপুরের ওই বেসরকারি স্কুলের নিয়ম, প্রত্যেক দিন আলাদা আলাদা রঙের ইউনিফর্ম পরতে হয় । এই নিয়ম অনুযায়ী 18 নভেম্বর যে রঙের ইউনিফর্ম পরার কথা তা পরেনি ক্লাস ওয়ানের কয়েকজন ছাত্রী । অভিযোগ, সেই কারণে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীদের লেগিন্স খুলে নেয় । শুধু তাই নয়, ওই অবস্থাতেই ছাত্রীদের ক্লাস করতে হয় । ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় দু'টি অভিযোগও দায়ের করা হয় ৷ ঘটনার জেরে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন : অন্যদিনের ইউনিফর্ম পরায় খুলে নিল স্কুল কর্তৃপক্ষ, অভিযোগে বিক্ষোভ

ঘটনার তদন্তে জেলাশাসক মৌমিতা গোদারা বসুর নির্দেশে বিশেষ কমিটি গঠিত হয় ৷ রিপোর্ট জমা দেয় কমিটি ৷ এরপরেই 22 নভেম্বর বোলপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে বৈঠক বসেন । সেই বৈঠকেও স্কুলের অধ্যক্ষকে অপসারণের দাবি করেন অভিবাবকরা । এরপর আজ অপসারণ করা হল ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ৷

Intro:WB_BHRM_25NOV_SCHOOL_PRINCIPLE_REMOVE_AVISHEK_7203424Body:শান্তিনিকেতন, ২৫ নভেম্বরঃ পড়ুয়াদের ইউনিফর্ম খুলে নেওয়ার ঘটনায় শান্তিনিকেতনের স্কুলের অধ্যক্ষকে অপসারণ করা হল। প্রশাসনের হস্তক্ষেপেও মিটছিল না সমস্যা। লাগাতার অধ্যক্ষ অপসারণের দাবিতে বিক্ষোভ করছিল অভিবাবকেরা। এদিন অধ্যক্ষকে সরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

১৮ নভেম্বর শান্তিনিকেতন থানার অন্তর্গত সেন্ট টেরেজা স্কুলের প্রায় ২৫-৩০ জন পড়ুয়ার নিন্মাঙ্গের পোষাক খুলে নেওয়ার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। সঠিক রঙের ইউনিফর্ম পড়ে না আসায় খুলে নেওয়া হয়। ওই অবস্থায় দিনভর ক্লাস করে পড়ুয়ারা। এই ঘটনা জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিবাবকেরা। এই মর্মে শান্তিনিকেতন থানায় দুটি অভিযোগ দায়ের হয়। ঘটনার জেরে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলা শাসক মৌমিতা গোদারা বসু নির্দেশে একটি কমিটি গঠিত হয়। সেই কমিটি তদন্ত করে একটি রিপোর্ট জমা দেন। এরপরেই বোলপুর মহকুমা শাসক অভ্র অধিকারী স্কুল কর্তৃপক্ষ ও অভিবাবকেরা নিয়ে বৈঠক করেন। বৈঠকেও স্কুলের অধ্যক্ষকে অপসারণের দাবি করেন অভিবাবকেরা।
এদিন, স্কুলের অধ্যক্ষ সিস্টার অর্চনা ফার্ণাণ্ডেজকে অপসারণ করা হয়।
অধ্যক্ষ অপসারণের ঘটনায় খুশি বিক্ষোভকারী অভিবাবকেরা।Conclusion:
Last Updated : Nov 25, 2019, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.