ETV Bharat / state

যুবসমাজ পিছিয়ে যাচ্ছে বলেই অভিষেকের "যুবশক্তি" কর্মসূচি, মন্তব্য অনুব্রতর - Abhishek Banerjee

বাংলার যুবশক্তি কর্মসূচি করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন অনুব্রত মণ্ডল ৷ পাশাপাশি, BJP-কে কটাক্ষও করলেন তিনি ৷

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Jul 2, 2020, 10:29 PM IST

বোলপুর, 2 জুলাই : যুবসমাজ পিছিয়ে যাচ্ছে বলেই অভিষেক যুবশক্তি কর্মসূচি করছে ৷ ভালো কাজ ৷ আজ এভাবেই তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন অনুব্রত মণ্ডল ৷

কোরোনা মোকাবিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নতুন কর্মসূচি নিয়েছেন ৷ "বাংলার যুবশক্তি" নামে এই কর্মসূচি 11 জুন থেকে শুরু হয়েছে ৷ চলবে 11 জুলাই পর্যন্ত ৷ মানুষকে কোরোনা প্রসঙ্গে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করার লক্ষেই এই কর্মসূচি ৷ এই বিষয়ে আজ একটি বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ ৷ বীরভূমেও এই কর্মসূচি রূপায়নের বিষয়ে দীর্ঘ আলোচনা হয় ৷

যুবসমাজ পিছিয়ে যাচ্ছে বলেই অভিষেকের "যুবশক্তি" কর্মসূচি, বললেন অনুব্রত মণ্ডল

বৈঠক শেষে অনুব্রত মণ্ডল বলেন, "অভিষেক এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ৷ সেই নিয়ে আলোচনা হল ৷ যুবসমাজ পিছিয়ে যাচ্ছে বলেই অভিষেক যুবশক্তি করে ৷ ভালো কাজ ৷" অন্যদিকে আজ BJP-কে কটাক্ষ করে তিনি বলেন, "মোদি নমস্তে ট্রাম্প করে কোরোনা ছড়িয়েছে ভারতে ৷ ভালো শিক্ষা তো নেই ৷"

বোলপুর, 2 জুলাই : যুবসমাজ পিছিয়ে যাচ্ছে বলেই অভিষেক যুবশক্তি কর্মসূচি করছে ৷ ভালো কাজ ৷ আজ এভাবেই তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন অনুব্রত মণ্ডল ৷

কোরোনা মোকাবিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নতুন কর্মসূচি নিয়েছেন ৷ "বাংলার যুবশক্তি" নামে এই কর্মসূচি 11 জুন থেকে শুরু হয়েছে ৷ চলবে 11 জুলাই পর্যন্ত ৷ মানুষকে কোরোনা প্রসঙ্গে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করার লক্ষেই এই কর্মসূচি ৷ এই বিষয়ে আজ একটি বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ ৷ বীরভূমেও এই কর্মসূচি রূপায়নের বিষয়ে দীর্ঘ আলোচনা হয় ৷

যুবসমাজ পিছিয়ে যাচ্ছে বলেই অভিষেকের "যুবশক্তি" কর্মসূচি, বললেন অনুব্রত মণ্ডল

বৈঠক শেষে অনুব্রত মণ্ডল বলেন, "অভিষেক এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ৷ সেই নিয়ে আলোচনা হল ৷ যুবসমাজ পিছিয়ে যাচ্ছে বলেই অভিষেক যুবশক্তি করে ৷ ভালো কাজ ৷" অন্যদিকে আজ BJP-কে কটাক্ষ করে তিনি বলেন, "মোদি নমস্তে ট্রাম্প করে কোরোনা ছড়িয়েছে ভারতে ৷ ভালো শিক্ষা তো নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.