ETV Bharat / state

Droupadi Murmu in Santiniketan: বিশ্বকবির শিক্ষা ভাবনার সঙ্গে মিল রয়েছে কেন্দ্রীয় শিক্ষানীতির, মত রাষ্ট্রপতির - সমাবর্তন অনুষ্ঠান

কেন্দ্রের নয়া শিক্ষানীতির সঙ্গে মিল রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার ৷ মঙ্গলবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে (Visva Bharati University Convocation 2023) এসে একথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu in Santiniketan) ৷

President Droupadi Murmu finds similarities between Education System of Rabindranath Tagore and National Education Policy 2022
সভামঞ্চে রাষ্ট্রপতি ও রাজ্যপাল
author img

By

Published : Mar 28, 2023, 6:23 PM IST

Updated : Mar 28, 2023, 6:30 PM IST

মঙ্গলবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি

বোলপুর, 28 মার্চ: শিক্ষা সম্পর্কে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা-চিন্তা ছিল, তার সঙ্গে বর্তমান কেন্দ্রীয় শিক্ষানীতির মিল রয়েছে ৷ শান্তিনিকেতন এসে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে (Visva Bharati University Convocation 2023) একথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu in Santiniketan) ৷ একইসঙ্গে, বিশ্বভারতীতে ছাত্র ও ছাত্রীদের সমানুপাত তুলে ধরে দেশের উন্নয়নে নারীশিক্ষা ও সামগ্রিকভাবে নারীর অবদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন তিনি ৷

দু'দিনের সফরে সোমবার রাজ্যে আসেন দ্রৌপদী ৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার পৌঁছন শান্তিনিকেতন ৷ এখানে আসার পর প্রথমেই 'রবীন্দ্র ভবন' সংগ্রহশালায় যান তিনি ৷ সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতের প্রথম নাগরিক ৷ এই সংগ্রহশালায় কবিগুরুর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, তাঁর হাতে লেখা পাণ্ডুলিপি, আঁকা ছবি প্রভৃতি ঘুরে দেখেন ৷ 'ভিজিটর'স বুক'-এর নিজের মতামতও লেখেন রাষ্ট্রপতি ৷ এরপর যান কলাভবন ৷ কলাভবনে খোলা আকাশের নীচে নির্মিত ভাস্কর্যগুলি দেখেন তিনি ৷ সেখান থেকে ছাতিমতলায় এসে আবার কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করেন ৷ এসবের পর যোগ দেন আম্রকুঞ্জের জহর বেদীতে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে ৷ তাঁর সঙ্গে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও ৷

প্রথা অনুযায়ী, অনুষ্ঠান মঞ্চ থেকেই বিভিন্ন ভবনের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের হাতে সপ্তপর্ণী (ছাতিম পাতা) তুলে দেওয়া হয় ৷ রাষ্ট্রপতি এবং উপচার্য, দু'জনকেই এই ভূমিকায় দেখা যায় ৷ বিশ্বভারতীর তরফ থেকে রাষ্ট্রপতিকে কবিগুরুর একটি প্রতিকৃতি উপহার দেন উপাচার্য ৷

সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ে যে ভাবনা, ঐতিহ্যকে আঁকড়ে থেকেও আধুনিক হওয়ার ভাবনা, উচ্চ ও উন্নততর শিক্ষার ভাবনা, তার সঙ্গে 2022 সালের কেন্দ্রীয় শিক্ষানীতির অনেক মিল রয়েছে ৷"

আরও পড়ুন: দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে এসে আপ্লুত, বিশ্বভারতীতে বললেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আরও বলেন, "বিশ্বভারতীতে এসে আমি দেখলাম, এখানে যতজন ছাত্র আছেন, ততজন ছাত্রীও আছেন ৷ ছাত্র ও ছাত্রীর এই সমানুপাতিক অবস্থান দেখে আমার খুব ভালো লেগেছে ৷ আমাদের দেশের প্রায় 50 শতাংশ নাগরিক নারী ৷ আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হলে নারীশিক্ষার প্রসার, তার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা অত্যন্ত জরুরি ৷ আমি দেশের প্রত্যেক নারীর শিক্ষালাভে জোর দেওয়ার পক্ষে আমার আবেদন রাখছি ৷"

মঙ্গলবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি

বোলপুর, 28 মার্চ: শিক্ষা সম্পর্কে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা-চিন্তা ছিল, তার সঙ্গে বর্তমান কেন্দ্রীয় শিক্ষানীতির মিল রয়েছে ৷ শান্তিনিকেতন এসে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে (Visva Bharati University Convocation 2023) একথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu in Santiniketan) ৷ একইসঙ্গে, বিশ্বভারতীতে ছাত্র ও ছাত্রীদের সমানুপাত তুলে ধরে দেশের উন্নয়নে নারীশিক্ষা ও সামগ্রিকভাবে নারীর অবদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন তিনি ৷

দু'দিনের সফরে সোমবার রাজ্যে আসেন দ্রৌপদী ৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার পৌঁছন শান্তিনিকেতন ৷ এখানে আসার পর প্রথমেই 'রবীন্দ্র ভবন' সংগ্রহশালায় যান তিনি ৷ সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতের প্রথম নাগরিক ৷ এই সংগ্রহশালায় কবিগুরুর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, তাঁর হাতে লেখা পাণ্ডুলিপি, আঁকা ছবি প্রভৃতি ঘুরে দেখেন ৷ 'ভিজিটর'স বুক'-এর নিজের মতামতও লেখেন রাষ্ট্রপতি ৷ এরপর যান কলাভবন ৷ কলাভবনে খোলা আকাশের নীচে নির্মিত ভাস্কর্যগুলি দেখেন তিনি ৷ সেখান থেকে ছাতিমতলায় এসে আবার কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করেন ৷ এসবের পর যোগ দেন আম্রকুঞ্জের জহর বেদীতে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে ৷ তাঁর সঙ্গে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও ৷

প্রথা অনুযায়ী, অনুষ্ঠান মঞ্চ থেকেই বিভিন্ন ভবনের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের হাতে সপ্তপর্ণী (ছাতিম পাতা) তুলে দেওয়া হয় ৷ রাষ্ট্রপতি এবং উপচার্য, দু'জনকেই এই ভূমিকায় দেখা যায় ৷ বিশ্বভারতীর তরফ থেকে রাষ্ট্রপতিকে কবিগুরুর একটি প্রতিকৃতি উপহার দেন উপাচার্য ৷

সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ে যে ভাবনা, ঐতিহ্যকে আঁকড়ে থেকেও আধুনিক হওয়ার ভাবনা, উচ্চ ও উন্নততর শিক্ষার ভাবনা, তার সঙ্গে 2022 সালের কেন্দ্রীয় শিক্ষানীতির অনেক মিল রয়েছে ৷"

আরও পড়ুন: দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে এসে আপ্লুত, বিশ্বভারতীতে বললেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আরও বলেন, "বিশ্বভারতীতে এসে আমি দেখলাম, এখানে যতজন ছাত্র আছেন, ততজন ছাত্রীও আছেন ৷ ছাত্র ও ছাত্রীর এই সমানুপাতিক অবস্থান দেখে আমার খুব ভালো লেগেছে ৷ আমাদের দেশের প্রায় 50 শতাংশ নাগরিক নারী ৷ আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হলে নারীশিক্ষার প্রসার, তার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা অত্যন্ত জরুরি ৷ আমি দেশের প্রত্যেক নারীর শিক্ষালাভে জোর দেওয়ার পক্ষে আমার আবেদন রাখছি ৷"

Last Updated : Mar 28, 2023, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.