ETV Bharat / state

ষষ্ঠীতেই দেশের বাড়ি আসছেন প্রণব মুখোপাধ্যায় - ex president

এই বছর মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর 122 বছরের পূর্তি ৷ সেই কারণে আগামীকাল মহাষষ্ঠীতে নানুরের মিরাটি গ্রামে আদি বাড়ির পুজোয় আসছেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷

প্রণব মুখার্জী
author img

By

Published : Oct 3, 2019, 5:57 PM IST

নানুর, 3 অক্টোবর : বীরভূমের লাভপুর থানার নানুরের মিরাটি গ্রাম ৷ এখানেই ছোটো থেকে বেড়ে ওঠা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৷ এক সময় কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল মুখোপাধ্যায় বাড়ির এই দুর্গাপুজো ৷ এই বছর সেই পুজোর 122 বছরের পূর্তি ৷

সারা বছর প্রণব মুখোপাধ্যায় যেখানেই থাকুন, পুজোর সময় তিনি বাধ্যতামূলক উপস্থিত থাকেন আদি বাড়ির এই পুজোয় ৷ আর এই বছরও অন্যথা হয়নি তার ৷ প্রতিবারের মত এবারও পুজোয় আসছেন তিনি ৷ আগামীকাল অর্থাৎ ষষ্ঠীর দিন বাড়ির পুজোয় যোগ দেবেন প্রণববাবু ৷

প্রথমে পরটা গ্রামে দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবেন ৷ পৌঁছাবেন নিজের আদি বাড়িতে ৷ সেখানেই ঘট ভরা থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুতেই অংশ নেবেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷ পুজোর চারটে দিনই কাটাবেন গ্রামের বাড়িতে ৷ এরপর দশমীর দিন পুজো শেষ করে কলকাতার উদ্দেশে রওনা দেবেন ৷ অন্যদিকে তাঁর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

নানুর, 3 অক্টোবর : বীরভূমের লাভপুর থানার নানুরের মিরাটি গ্রাম ৷ এখানেই ছোটো থেকে বেড়ে ওঠা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৷ এক সময় কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল মুখোপাধ্যায় বাড়ির এই দুর্গাপুজো ৷ এই বছর সেই পুজোর 122 বছরের পূর্তি ৷

সারা বছর প্রণব মুখোপাধ্যায় যেখানেই থাকুন, পুজোর সময় তিনি বাধ্যতামূলক উপস্থিত থাকেন আদি বাড়ির এই পুজোয় ৷ আর এই বছরও অন্যথা হয়নি তার ৷ প্রতিবারের মত এবারও পুজোয় আসছেন তিনি ৷ আগামীকাল অর্থাৎ ষষ্ঠীর দিন বাড়ির পুজোয় যোগ দেবেন প্রণববাবু ৷

প্রথমে পরটা গ্রামে দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবেন ৷ পৌঁছাবেন নিজের আদি বাড়িতে ৷ সেখানেই ঘট ভরা থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুতেই অংশ নেবেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷ পুজোর চারটে দিনই কাটাবেন গ্রামের বাড়িতে ৷ এরপর দশমীর দিন পুজো শেষ করে কলকাতার উদ্দেশে রওনা দেবেন ৷ অন্যদিকে তাঁর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।

Intro:নানুর, ৩ অক্টোবরঃ প্রতি বছরের মত এবার পুজোতেও নানুরের মিরাটী গ্রামে নিজের বাড়িতে আসছেন প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। ষষ্ঠীর দিন নিজের বাড়ির পুজোয় যোগ দেবেন তিনি।Body:নানুর, ৩ অক্টোবরঃ প্রতি বছরের মত এবার পুজোতেও নানুরের মিরাটী গ্রামে নিজের বাড়িতে আসছেন প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। ষষ্ঠীর দিন নিজের বাড়ির পুজোয় যোগ দেবেন তিনি।

বীরভূমের নানুর থানার মিরাটী গ্রামে বাড়ি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। প্রতি বছর নিজের বাড়ির দূর্গা পুজোয় যোগ দিতে আসেন তিনি। সেই মত এবারও মহাষষ্ঠীর দিন আসছেন তিনি। প্রথমে পরটা গ্রামে দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবেন। পরে পাশের গ্রামে নিজের বাড়ি যাবেন তিনি। ঘট ভরা থেকে চণ্ডীপাঠ সব কিছুতেই অংশ নেবেন প্রণব মুখোপাধ্যায়। পুজোর চার দিন গ্রামের বাড়িতেই কাটাবেন তিনি।
দশমীর দিন পুজো শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি।
তাঁর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.