নানুর, 3 অক্টোবর : বীরভূমের লাভপুর থানার নানুরের মিরাটি গ্রাম ৷ এখানেই ছোটো থেকে বেড়ে ওঠা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৷ এক সময় কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল মুখোপাধ্যায় বাড়ির এই দুর্গাপুজো ৷ এই বছর সেই পুজোর 122 বছরের পূর্তি ৷
সারা বছর প্রণব মুখোপাধ্যায় যেখানেই থাকুন, পুজোর সময় তিনি বাধ্যতামূলক উপস্থিত থাকেন আদি বাড়ির এই পুজোয় ৷ আর এই বছরও অন্যথা হয়নি তার ৷ প্রতিবারের মত এবারও পুজোয় আসছেন তিনি ৷ আগামীকাল অর্থাৎ ষষ্ঠীর দিন বাড়ির পুজোয় যোগ দেবেন প্রণববাবু ৷
প্রথমে পরটা গ্রামে দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাবেন ৷ পৌঁছাবেন নিজের আদি বাড়িতে ৷ সেখানেই ঘট ভরা থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুতেই অংশ নেবেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷ পুজোর চারটে দিনই কাটাবেন গ্রামের বাড়িতে ৷ এরপর দশমীর দিন পুজো শেষ করে কলকাতার উদ্দেশে রওনা দেবেন ৷ অন্যদিকে তাঁর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।