ETV Bharat / state

রবীন্দ্রনাথের ছবির মুখোশ, পাঞ্জাবি পরে আন্দোলন পৌষমেলার মাঠ বাঁচাও কমিটির - বিশ্বভারতীতে পাঁচিল বিতর্ক

শুক্রবার সকাল থেকে শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় বিশ্বভারতীর পাঁচিলের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন প্রবীণ আশ্রমিক থেকে শুরু করে পড়ুয়াদের একাংশ ।

poushmela-math-bachao-committee-agitation
poushmela-math-bachao-committee-agitation
author img

By

Published : Oct 2, 2020, 5:20 PM IST

শান্তিনিকেতন, 2 অক্টোবর : পৌষমেলার মাঠে পাঁচিল বিরোধী আন্দোলন অব্যাহত । আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির মুখোশ ও সাদা পাঞ্জাবি পরে মিছিল করলেন বোলপুর শান্তিনিকেতনের বহু মানুষ । অন্যদিকে, রতনপল্লিতে পাঁচিলের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন আশ্রমিক পড়ুয়াদের একাংশ । তিনদিন ধরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌষমেলার মাঠে পাঁচিল বিরোধী আন্দোলন ।

17 আগস্ট পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে । তাণ্ডব চলে বিশ্বভারতীজুড়ে । নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল স্থানীয় তৃণমূল বিধায়ক কাউন্সিলরদের । শান্তিনিকেতন থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশকে দেখা যায়নি বলেও অভিযোগ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । এরপর বিশ্বভারতীর ঐতিহ্য রক্ষার্থে স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হয় দুই বিচারপতিকে নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি । সেই তদন্ত কমিটির নির্দেশেই শুরু হয় পৌষমেলার মাঠ ঘেরার কাজ । যার স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । যদিও হাইকোর্ট তা খারিজ করে দেয় । তদন্ত কমিটির নির্দেশে একদিকে যখন জোরকদমে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়ার কাজ চলছে । অন্যদিকে দিনভর আন্দোলন চালিয়ে যাচ্ছেন পৌষমেলার মাঠ বাঁচাও কমিটির সদস্যরা । গত তিনদিন ধরে চলছে পৌষমেলার মাঠের পাঁচিল বিরোধী আন্দোলন ।

পৌষমেলার মাঠ বাঁচাও কমিটির বিক্ষোভ আন্দোলন শান্তিনিকেতনে ৷

শুক্রবার সকাল থেকে শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় বিশ্বভারতীর দেওয়া নতুন পাঁচিলের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন প্রবীণ আশ্রমিক থেকে শুরু করে পড়ুয়াদের একাংশ । ব্যানার, পোস্টার নিয়ে গানের মধ্য দিয়ে চলতে থাকে আন্দোলন । পৌষমেলা মাঠ বাঁচাও কমিটির পক্ষ থেকে এদিন সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির মুখোশ ও সাদা পাঞ্জাবি পরে মিছিল করেন শতাধিক মানুষ । চিত্রা মোড়ের গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল হয় ।

শান্তিনিকেতন, 2 অক্টোবর : পৌষমেলার মাঠে পাঁচিল বিরোধী আন্দোলন অব্যাহত । আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির মুখোশ ও সাদা পাঞ্জাবি পরে মিছিল করলেন বোলপুর শান্তিনিকেতনের বহু মানুষ । অন্যদিকে, রতনপল্লিতে পাঁচিলের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন আশ্রমিক পড়ুয়াদের একাংশ । তিনদিন ধরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌষমেলার মাঠে পাঁচিল বিরোধী আন্দোলন ।

17 আগস্ট পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে । তাণ্ডব চলে বিশ্বভারতীজুড়ে । নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল স্থানীয় তৃণমূল বিধায়ক কাউন্সিলরদের । শান্তিনিকেতন থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশকে দেখা যায়নি বলেও অভিযোগ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । এরপর বিশ্বভারতীর ঐতিহ্য রক্ষার্থে স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হয় দুই বিচারপতিকে নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি । সেই তদন্ত কমিটির নির্দেশেই শুরু হয় পৌষমেলার মাঠ ঘেরার কাজ । যার স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । যদিও হাইকোর্ট তা খারিজ করে দেয় । তদন্ত কমিটির নির্দেশে একদিকে যখন জোরকদমে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়ার কাজ চলছে । অন্যদিকে দিনভর আন্দোলন চালিয়ে যাচ্ছেন পৌষমেলার মাঠ বাঁচাও কমিটির সদস্যরা । গত তিনদিন ধরে চলছে পৌষমেলার মাঠের পাঁচিল বিরোধী আন্দোলন ।

পৌষমেলার মাঠ বাঁচাও কমিটির বিক্ষোভ আন্দোলন শান্তিনিকেতনে ৷

শুক্রবার সকাল থেকে শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় বিশ্বভারতীর দেওয়া নতুন পাঁচিলের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন প্রবীণ আশ্রমিক থেকে শুরু করে পড়ুয়াদের একাংশ । ব্যানার, পোস্টার নিয়ে গানের মধ্য দিয়ে চলতে থাকে আন্দোলন । পৌষমেলা মাঠ বাঁচাও কমিটির পক্ষ থেকে এদিন সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির মুখোশ ও সাদা পাঞ্জাবি পরে মিছিল করেন শতাধিক মানুষ । চিত্রা মোড়ের গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.