বোলপুর, 24 ডিসেম্বর: পূর্বপল্লির মাঠে শুরু হল 180তম পৌষ উৎসব ও পৌষমেলা ৷ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ ও অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানিয়ে রবিবার ভার্চুয়ালি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী বলেন, "এই পৌষমেলার একটি বিশেষ ঐতিহ্য আছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ, তাঁর গানকে স্মরণ করি ৷ অমর্ত্য সেন আমাদের শ্রদ্ধার মানুষ । তিনি ভারতে থাকলে হয় তো আসতেন । দু'বার বিতর্কের জন্য পৌষমেলা হয়নি ৷ এবার ধন্যবাদ জানাই জেলার সকল আধিকারিক ও বিশ্বভারতীকে মেলার আয়োজন করায় ৷ বিশ্বভারতীর সবাইকে নিয়ে চলত বলবে ৷ পড়ুয়া, সম্মানীয় ব্যক্তি ও আশ্রমিকদের সম্মান করে তাদের নিয়ে চলুন ।"
সকাল থেকে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, ছাতিম তলায় ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে বিশ্বভারতীতে সূচনা হল পৌষ উৎসবের । 7 পৌষ ব্রহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ৷ সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর পৌষ উৎসব হয় । প্রথা অনুযায়ী এবারও শুরু হল 180তম পৌষ উৎসব । এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক-সহ আশ্রমিক, পড়ুয়া ও প্রাক্তনীরা । তিনদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই প্রকাশের মধ্যদিয়ে চলবে পৌষ উৎসব ।
অন্যদিকে পূর্বপল্লির মাঠে এবারে ফিরেছে পৌষমেলা । 2019 সালে এই মাঠে শেষবার হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা হয় । যদিও এবার পৌষমেলা বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট করছে না ৷ পূর্বপল্লির মাঠ ভাড়া নিয়ে রাজ্য সরকার মেলা করছে ৷ সেই মেলার সূচনা হল এ দিন ৷ পাঁচদিন ধরে চলবে এই মেলা ৷ আজকের উৎসবে অংশ নিতে পেরে খুশি বর্তমান থেকে বিশ্বভারতীয় প্রাক্তনীরা ৷ বর্তমান পড়ুয়া কোয়েল মুখোপাধ্যায় বলেন, "খুব ভালো লাগছে ৷ আজকে আমাদের উৎসবের দিন ৷ সকালে ছাতিমতলায় উপাসনা করেছি ৷ মেলার মাঠে যাব ৷ পৌষমেলা পেয়ে খুব আনন্দ হচ্ছে ৷"
বিশ্বভারতীর প্রাক্তনী প্রেরণা মুখোপাধ্যায়ের কথায়, "তিনবছর পর পৌষমেলা হচ্ছে খুব আনন্দের এটা ৷ তার থেকে বেশি আনন্দ পুরনোভাবে আমরা সবটা ফিরে পাচ্ছি ৷ আগে বিশ্বভারতীতে ঢুকতে গেলে যে বারণটা ছিল সেটা এখন আর নেই ৷ আগের মতো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে ৷ সকলে মিলে আনন্দ করছি ৷ এই খোলামেলা পরিবেশে খুবই ভালো লাগছে ৷" ঐতিহ্যবাহী পৌষমেলা না হলেও পূর্বপল্লির মাঠে মেলা ফেরায় খুশির হাওয়া শান্তিনিকেতনে ।
আরও পড়ুন: