ETV Bharat / state

Visva Bharati VC on Poush Mela : স্বাস্থ্য দফতরের সাড়া না পেয়ে পৌষমেলা করিনি, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য - পৌষ উৎসব 2021

স্বাস্থ্য দফতরের সাড়া না পেয়ে এ বছর পৌষমেলা (poush mela 2021) করিনি ৷ পৌষ উৎসবের (poush utsav 2021) সূচনায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati University VC Bidyut Chakrabarty)।

poush mela cannot be organised as bengal govt does not respond: Visva Bharati University VC Bidyut Chakrabarty
স্বাস্থ্য দফতরের সাড়া না পেয়ে পৌষমেলা করিনি, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য
author img

By

Published : Dec 23, 2021, 10:04 AM IST

Updated : Dec 23, 2021, 11:16 AM IST

শান্তিনিকেতন, 23 ডিসেম্বর : রাজ্য স্বাস্থ্য দফতরকে একাধিকবার চিঠি দিয়েও সাড়া মেলেনি ৷ তাই এ বছর পৌষমেলা (poush mela 2021) করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ । পৌষ উৎসবে ছাতিমতলা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati University VC Bidyut Chakrabarty)। এ বছরও হচ্ছে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা (Visva Bharati VC on Poush Mela)। তবে প্রথা মেনে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয়েছে পৌষ উৎসব ।

2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা । এ বার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সকলেই মনে করেছিলেন ছোট করে হলেও পৌষমেলা হবে ৷ পৌষমেলা করার দাবিতে বোলপুর পৌরসভা-সহ ব্যবসায়ী সমিতি, শান্তিনিকেতন ট্রাস্ট সকলেই চিঠি দিয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ কিন্তু কোনও উত্তর মেলেনি বিশ্বভারতীর তরফ থেকে ।

আরও পড়ুন: Poush Mela 2021 Cancel : এবারেও বাতিল পৌষমেলা, জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

এ দিন পৌষমেলা না করার কারণ বলতে গিয়ে রাজ্য সরকারের ঘাড়েই দোষ চাপালেন উপাচার্য । পৌষ উৎসবে (poush utsav 2021) ছাতিমতলার মঞ্চ থেকে তিনি বলেন, "পৌষমেলা না হওয়ায় সবার মন খারাপ, আমারও মন খারাপ । আজ যখন ফাঁকা মাঠের পাশ দিয়ে আসছিলাম, মনটা খারাপ হয়ে গেল ৷ কিন্তু, বিশ্বাস করুন আমরা অক্টোবর মাসে রাজ্যের স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে জানতে চেয়েছি কী করা উচিত । কিন্তু তিন বার চিঠি দিয়েও কোনও উত্তর পাইনি ৷ তাই পৌষমেলা করা সম্ভব হয়নি ৷"

স্বাস্থ্য দফতরের সাড়া না পেয়ে পৌষমেলা করিনি, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

আরও পড়ুন : প্রায় 74 বছর পর ফের বন্ধ ঐতিহ্যবাহী পৌষমেলা, বিষণ্ণতা শান্তিনিকেতনজুড়ে

তবে সকাল থেকে শুরু হয়েছে পৌষ উৎসব ৷ অংশ নিয়েছেন উপাচার্য-সহ পড়ুয়া, আশ্রমিক, অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিকেরা । তিন দিন ধরে চলবে এই পৌষ উৎসব, বই প্রকাশ ও নানা অনুষ্ঠান । তবে পৌষমেলা না হওয়ায় মন খারাপ পড়ুয়াদের ৷ তারা বলছেন, "এ বার হয় তো পৌষমেলা হবে ভেবেছিলাম । না হওয়ার খুবই মন খারাপ ৷ এই মেলাই আমাদের আনন্দের জায়গা ।"

আরও পড়ুন : কোরোনা প্রকোপে বন্ধ পৌষমেলা , জানেন কী ক্ষতির পরিমাণ কত

শান্তিনিকেতন, 23 ডিসেম্বর : রাজ্য স্বাস্থ্য দফতরকে একাধিকবার চিঠি দিয়েও সাড়া মেলেনি ৷ তাই এ বছর পৌষমেলা (poush mela 2021) করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ । পৌষ উৎসবে ছাতিমতলা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati University VC Bidyut Chakrabarty)। এ বছরও হচ্ছে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা (Visva Bharati VC on Poush Mela)। তবে প্রথা মেনে বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয়েছে পৌষ উৎসব ।

2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা । এ বার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সকলেই মনে করেছিলেন ছোট করে হলেও পৌষমেলা হবে ৷ পৌষমেলা করার দাবিতে বোলপুর পৌরসভা-সহ ব্যবসায়ী সমিতি, শান্তিনিকেতন ট্রাস্ট সকলেই চিঠি দিয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ কিন্তু কোনও উত্তর মেলেনি বিশ্বভারতীর তরফ থেকে ।

আরও পড়ুন: Poush Mela 2021 Cancel : এবারেও বাতিল পৌষমেলা, জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

এ দিন পৌষমেলা না করার কারণ বলতে গিয়ে রাজ্য সরকারের ঘাড়েই দোষ চাপালেন উপাচার্য । পৌষ উৎসবে (poush utsav 2021) ছাতিমতলার মঞ্চ থেকে তিনি বলেন, "পৌষমেলা না হওয়ায় সবার মন খারাপ, আমারও মন খারাপ । আজ যখন ফাঁকা মাঠের পাশ দিয়ে আসছিলাম, মনটা খারাপ হয়ে গেল ৷ কিন্তু, বিশ্বাস করুন আমরা অক্টোবর মাসে রাজ্যের স্বাস্থ্য দফতরে চিঠি দিয়ে জানতে চেয়েছি কী করা উচিত । কিন্তু তিন বার চিঠি দিয়েও কোনও উত্তর পাইনি ৷ তাই পৌষমেলা করা সম্ভব হয়নি ৷"

স্বাস্থ্য দফতরের সাড়া না পেয়ে পৌষমেলা করিনি, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

আরও পড়ুন : প্রায় 74 বছর পর ফের বন্ধ ঐতিহ্যবাহী পৌষমেলা, বিষণ্ণতা শান্তিনিকেতনজুড়ে

তবে সকাল থেকে শুরু হয়েছে পৌষ উৎসব ৷ অংশ নিয়েছেন উপাচার্য-সহ পড়ুয়া, আশ্রমিক, অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিকেরা । তিন দিন ধরে চলবে এই পৌষ উৎসব, বই প্রকাশ ও নানা অনুষ্ঠান । তবে পৌষমেলা না হওয়ায় মন খারাপ পড়ুয়াদের ৷ তারা বলছেন, "এ বার হয় তো পৌষমেলা হবে ভেবেছিলাম । না হওয়ার খুবই মন খারাপ ৷ এই মেলাই আমাদের আনন্দের জায়গা ।"

আরও পড়ুন : কোরোনা প্রকোপে বন্ধ পৌষমেলা , জানেন কী ক্ষতির পরিমাণ কত

Last Updated : Dec 23, 2021, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.