ETV Bharat / state

অন্যান্য জেলায় ভোট পরবর্তী হিংসা হলেও বীরভূমে হয়নি: আইজি ভরতলাল মিনা - বীরভূম

অন্যান্য জেলায় ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) হলেও বীরভূম (Birbhum) ভালোই ছিল ৷ নানুরে এ কথা বললেন বর্ধমান রেঞ্জের আইজিপি ভরতলাল মিনা (Bharat Lal Meena)। ওই অনুষ্ঠানে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও (Anubrata Mondal)৷

post poll violence didn't happen at Birbhum, says IG Bharat Lal Meena
অন্যান্য জেলায় ভোট পরবর্তী হিংসা হলেও বীরভূমে হয়নি: আইজি ভরতলাল মিনা
author img

By

Published : Jul 16, 2021, 4:00 PM IST

নানুর, 16 জুলাই: অন্যান্য জেলায় ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) হলেও বীরভূমে (Birbhum) কিছু হয়নি ৷ নানুরে একটি অনুষ্ঠানে গিয়ে এ কথা বললেন বর্ধমান রেঞ্জের আইজিপি ভরতলাল মিনা (Bharat Lal Meena)। অর্থাৎ তিনি একপ্রকার মেনে নিলেন যে, রাজ্যে অন্যত্র হিংসার ঘটনা ঘটেছে ৷ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে দাঁড়িয়েই এ কথা বলেন বর্ধমান রেঞ্জের আইজিপি । অনুব্রতর হাটসেরান্দি গ্রামে 'আপনার থানা আপনার পাড়ায়' অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা পুলিশ ।

কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী হিংসার জন্য সিবিআই তদন্ত দাবি করেছে মানবাধিকার কমিশন । রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বীরভূমের নানুরেও গিয়েছিলেন কমিশনের কর্তাব্যক্তিরা । সেই নানুরেরই হাটসেরান্দি গ্রামে পুলিশ প্রশাসনের তরফে 'আপনার থানা আপনার পাড়ায়' অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অন্যান্য জায়গায় ভোট পরবর্তী হিংসার কথা কার্যত স্বীকার করে নেন রাজ্য পুলিশের বর্ধমান রেঞ্জের আইজিপি ভরতলাল মিনা ।

আরও পড়ুন: গেরুয়া গড়ে ঘাসফুল, বামনগোলা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে

তিনি বলেন, "আমি একটা কথা বলতে পারি, রাজ্যের অন্যান্য জেলায় হিংসা হলেও বীরভূম অনেক ভাল ছিল । আগে নানুর-লাভপুর বলতেই বোমা, গুলি, মারামারি এ সব ধারণা ছিল । এখন সেই নানুর অনেক বদলে গিয়েছে । পুলিশ খুব ভালো কাজ করছে এখানে । অনেক সহযোগিতা পেয়েছি অনুব্রত মণ্ডল ও অভিজিৎ সিংহের কাছ থেকে ।"

post poll violence didn't happen at Birbhum, says IG Bharat Lal Meena
আপনার থানা আপনার পাড়ায় অনুষ্ঠানে

আরও পড়ুন : সংসদের বাদল অধিবেশনে এবার "দিদি ও দিদি"-র পাল্টা জবাব দেবে তৃণমূল

ভরতলাল মিনা ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে, বোলপুরের এসডিপিও অভিষেক রায়, নানুর ও লাভপুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও অভিজিৎ সিংহ এবং অন্যান্যরা ।

আরও পড়ুন: বঙ্গে রাজ্যসভার উপনির্বাচন ঘোষণা করল কমিশন, ভোট 9 অগস্ট

জানা গিয়েছে, পুলিশের তরফে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে । যেখানে গ্রামের মানুষজন এসে যে কোনও ধরনের অভিযোগ দায়ের করতে পারবেন । অভিযোগ লিখে একটি বাক্সে ফেলে দিতে পারবেন গ্রামের মানুষজন । পুলিশের তরফে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

নানুর, 16 জুলাই: অন্যান্য জেলায় ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) হলেও বীরভূমে (Birbhum) কিছু হয়নি ৷ নানুরে একটি অনুষ্ঠানে গিয়ে এ কথা বললেন বর্ধমান রেঞ্জের আইজিপি ভরতলাল মিনা (Bharat Lal Meena)। অর্থাৎ তিনি একপ্রকার মেনে নিলেন যে, রাজ্যে অন্যত্র হিংসার ঘটনা ঘটেছে ৷ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে দাঁড়িয়েই এ কথা বলেন বর্ধমান রেঞ্জের আইজিপি । অনুব্রতর হাটসেরান্দি গ্রামে 'আপনার থানা আপনার পাড়ায়' অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা পুলিশ ।

কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী হিংসার জন্য সিবিআই তদন্ত দাবি করেছে মানবাধিকার কমিশন । রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বীরভূমের নানুরেও গিয়েছিলেন কমিশনের কর্তাব্যক্তিরা । সেই নানুরেরই হাটসেরান্দি গ্রামে পুলিশ প্রশাসনের তরফে 'আপনার থানা আপনার পাড়ায়' অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অন্যান্য জায়গায় ভোট পরবর্তী হিংসার কথা কার্যত স্বীকার করে নেন রাজ্য পুলিশের বর্ধমান রেঞ্জের আইজিপি ভরতলাল মিনা ।

আরও পড়ুন: গেরুয়া গড়ে ঘাসফুল, বামনগোলা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে

তিনি বলেন, "আমি একটা কথা বলতে পারি, রাজ্যের অন্যান্য জেলায় হিংসা হলেও বীরভূম অনেক ভাল ছিল । আগে নানুর-লাভপুর বলতেই বোমা, গুলি, মারামারি এ সব ধারণা ছিল । এখন সেই নানুর অনেক বদলে গিয়েছে । পুলিশ খুব ভালো কাজ করছে এখানে । অনেক সহযোগিতা পেয়েছি অনুব্রত মণ্ডল ও অভিজিৎ সিংহের কাছ থেকে ।"

post poll violence didn't happen at Birbhum, says IG Bharat Lal Meena
আপনার থানা আপনার পাড়ায় অনুষ্ঠানে

আরও পড়ুন : সংসদের বাদল অধিবেশনে এবার "দিদি ও দিদি"-র পাল্টা জবাব দেবে তৃণমূল

ভরতলাল মিনা ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে, বোলপুরের এসডিপিও অভিষেক রায়, নানুর ও লাভপুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও অভিজিৎ সিংহ এবং অন্যান্যরা ।

আরও পড়ুন: বঙ্গে রাজ্যসভার উপনির্বাচন ঘোষণা করল কমিশন, ভোট 9 অগস্ট

জানা গিয়েছে, পুলিশের তরফে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে । যেখানে গ্রামের মানুষজন এসে যে কোনও ধরনের অভিযোগ দায়ের করতে পারবেন । অভিযোগ লিখে একটি বাক্সে ফেলে দিতে পারবেন গ্রামের মানুষজন । পুলিশের তরফে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.