বোলপুর, 3 সেপ্টেম্বর : আদালতের নির্দেশে বিশ্বভারতীর উপাচার্যের সামনে থেকে সরল অবস্থান ৷ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মানথা নির্দেশ দেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের 50 মিটারের মধ্যে কোনও বিক্ষোভ করা যাবে না । আদালতের নির্দেশ অনুযায়ী, বোলপুরের এসডিও ও এসডিপিও-র নেতৃত্বে পুলিশ উপাচার্যের বাসভবনের সামনে আসে । তাঁর বাসভবনে তালা ভেঙে দেওয়া হয় । পাশাপাশি অবস্থান মঞ্চ বিশ্বভারতীর চত্বর থেকে 50 মিটার দূরে সরিয়ে দেওয়া হয় ৷ এছাড়া, সিসিটিভি ক্যামেরাগুলি সচল করার জন্য বলা হয় পুলিশের তরফে । বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক ও জনসংযোগ আধিকারিকও ছিলেন পুলিশ প্রশাসনের সঙ্গে ।
বিশ্বভারতীর 3 পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে । এছাড়া এক বছর ধরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে । পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো সহ অধ্যাপক-অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে গত 27 আগস্ট থেকে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা । সাতদিন ধরে নিজের বাসভবনেই ঘেরাও হয়ে রয়েছেন উপাচার্য । এরই মাঝে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনের অবস্থান সরানোর জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । আজ এই মামলার অন্তর্বর্তীকালীন বেশ কয়েকটি নির্দেশ দেয় আদালত । নির্দেশে বলা হয়, বিশ্বভারতীর কোনও ভবনের 50 মিটারের মধ্যে অবস্থান মঞ্চ তৈরি করা যাবে না । এমনকি, মাইক ব্যবহার করা যাবে না । সেইমতো আজ বোলপুরের এসডিও অয়ন নাথ ও বোলপুরের এসডিপিও অভিষেক রায়ের নেতৃত্বে পুলিশ এসে উপাচার্যের বাড়ির গেটের তালা ভেঙে দেয় । বাড়ির দেওয়ালে লাগানো সমস্ত ব্যানার পোস্টার খুলে দেওয়া হয় ।
উপাচার্যের বাড়ির সামনে সাতদিন ধরে যে অবস্থান মঞ্চ ছিল তা সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে । বিশ্বভারতী চত্বর ঘুরে কোনওরকম বিশৃঙ্খলা রয়েছে কিনা তা খতিয়ে দেখে পুলিশ । এছাড়াও, আদালতের নির্দেশ মতো তিনজন সশস্ত্র পুলিশ কর্মী উপাচার্যের নিরাপত্তায় তাঁর বাসভবনে মোতায়েন করা হয়েছে । যদিও আন্দোলন শুরু হওয়ার পরপরই জেলা পুলিশের তরফে একজন অফিসার ও চারজন কনস্টেবল উপাচার্যের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল । তবে প্রথম থেকেই উপাচার্যের বাড়ির সামনে ছিল বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা । আদালতের নির্দেশ মতো কাজ হয়েছে কিনা তা 8 সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে আদালত ।
আরও পড়ুন : Visva-Bharati Agitation : আইনজীবীর পরামর্শে পরবর্তী আন্দোলন, জানালেন বিক্ষোভরত পড়ুয়ারা
এই বিষয়ে বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, "আদালতের নির্দেশ মতো আমরা উপাচার্যের বাড়ির তালা ভেঙে দিয়েছি । অবস্থান মঞ্চ সরিয়ে ফেলা হচ্ছে । বিশ্বভারতীর আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা এই কাজ করেছি ।" যদিও আদালতের নির্দেশ মেনে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন পড়ুয়ারা ৷ পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ ও রুপা চক্রবর্তী বলেন, "আদালতের নির্দেশ মেনে আমরা আন্দোলন চালিয়ে যাব । দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ।"
আরও পড়ুন : Visva-Bharati : পুলিশের আনা চিকিৎসকদের ফিরিয়ে দিলেন অসুস্থ উপাচার্য