রামপুরহাট, 16 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী কেক খাইয়ে দিচ্ছেন এক শীর্ষ পুলিশ কর্তাকে । পরক্ষণেই উর্দি পরে থাকা সেই পুলিশ কর্তা মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন । উর্দিধারী সেই পুলিশ কর্তা ছিলেন রাজ্যের IG রাজীব মিশ্র । এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিতর্কে জড়িয়েছিল পুলিশ । এবার সেই একই বিতর্ক উসকে দিলেন বীরভূমের রামপুরহাট থানার ASI রঞ্জন দত্ত । তিনি আজ একটি অনুষ্ঠান মঞ্চে উর্দি পরে কর্তব্যরত অবস্থায় রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন ।
বয়স্ক নাগরিকদের সাহায্য ও সংবর্ধনা জ্ঞাপন প্রকল্পের সূচনা করে বীরভূম জেলা পুলিশ । রামপুরহাট থানা চত্বরে এই প্রকল্পেরই একটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, SDPO (রামপুরহাট) সৌমজিৎ বড়ুয়া, রামপুরহাট থানার IC সন্দীপন চট্টোপাধ্যায় প্রমুখ । এই অনুষ্ঠানে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট থানার ASI রঞ্জন দত্তের হাতে স্মারক তুলে দেন । এরপরই উর্দি পরে থাকা ওই পুলিশ অফিসারকে মন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় । যার জেরে শুরু হয়েছে বিতর্ক ।
গত বছরের 28 অগাস্ট একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, সমুদ্র সৈকতে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাঁকে ঘিরে রয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব । সেখানেই পুলিশের উর্দিতে উপস্থিত রয়েছেন রাজ্যের IG(পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র । নিজের বাঁ দিকে থাকা কেকের বাক্স থেকে এক টুকরো কেক নিয়ে প্রথমে তা ডিরেক্টর সিকিউরিটিজ় বিনীত গোয়েলকে খাওয়ান মুখ্যমন্ত্রী । পরে রাজীব মিশ্রকে খাইয়ে দেন । তখনই কেক মুখে নিয়ে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন রাজীব ।
এই সংক্রান্ত আরও খবর : কেক মুখে নিয়ে উর্দি পরে প্রণাম মমতাকে, বিতর্কে IG রাজীব মিশ্র
এই ঘটনাকে কেন্দ্র করে সেসময় বহু জলঘোলা হয়েছে । রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তোলে, একজন শীর্ষ পুলিশকর্তা কীভাবে কর্তব্যরত অবস্থায় রাজনৈতিক ব্যক্তিত্বের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন ?
রামপুরহাটের ঘটনায় সেই একই প্রশ্ন উঠতে শুরু করেছে । ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল । তিনি বলেন, "পুলিশ দলদাস এই অভিযোগ আমরা আগেই করেছি । সেটাই ফের প্রমাণিত হল ।"