বোলপুর, 15 ডিসেম্বর : CAA-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনার মধ্যেই শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ রবীন্দ্রসংগীত গেয়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ জানাল বিশ্বভারতীর পড়ুয়ারা । পাশাপাশি বীরভূমের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলে সামিল হয় জেলা তৃণমূল কংগ্রেস । নলহাটির মুরারই এলাকায় যাত্রীবাহী বাসের গায়ে 'নো CAB', 'নো NRC' লেখা পোস্টার লাগানো হয় ।
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 (CAA), জাতীয় নাগরিকপঞ্জির (NRC) প্রতিবাদে আজও বীরভূম উত্তপ্ত । নলহাটিতে পথ অবরোধ করে বিক্ষোভ চালায় উত্তেজিত জনতা ৷ মুরারইয়ে ফের রাস্তায় আগুন জ্বালিয়ে চলতে থাকে প্রতিবাদ । সকালের দিকে কিছুক্ষণ আহমেদপুর স্টেশনে রেল অবরোধ করে এক গোষ্ঠী । এই সবের মাঝেই গানের সুরে CAA-র বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েরর পড়ুয়ারা ৷ তাদের সঙ্গে এসে যোগ দেয় বহু সাধারণ মানুষ । বিশ্বভারতীর দেওয়াল জুড়েও এই আইনের প্রতিবাদে পোস্টার লাগায় পড়ুয়ারা ।
আরও পড়ুন : টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করণদিঘিতে, গাড়ি ভাঙচুর
বোলপুরের রেল ময়দান থেকে আজ CAA-র বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করেন স্থানীয় তৃণমূলের নেতা ও কর্মীরা । একই ভাবে সিউড়ি, রামপুরহাটেও চলে তৃণমূলের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল । প্রতিবাদে সামিল হয় বাম দলগুলিও ৷ দলীয় পতাকা হাতে নিয়ে বোলপুর শহরজুড়ে সাইকেল মিছিল করতে দেখা যায় স্থানীয় বাম নেতা ও কর্মীদেরও।