ETV Bharat / state

Man Pushed from Train: কটকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা এক যাত্রীকে, রামপুরহাটে গ্রেফতার 2 - Birbhum Train Incident

বচসার জেরে এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল (Man Pushed from Train) ৷ কটকে ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনায় বীরভূমের রামপুরহাটে আক্রান্ত ব্যক্তির শ্যালকের অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করেছে জিআরপি ৷

Man Pushed from Train ETV BHARAT
Man Pushed from Train
author img

By

Published : Jan 21, 2023, 8:50 PM IST

চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা দেওয়ার ঘটনায় গ্রেফতার 2

রামপুরহাট, 21 জানুয়ারি: বীরভূম রামপুরহাটের বাসিন্দা এক ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটল (Passenger Pushes from Train in Cuttack ) ৷ রামপুরহাট থানার দাদপুর গ্রামের বাসিন্দা ঈদেল শেখ চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন ৷ ট্রেনে বাড়ি ফিরছিলেন তিনি ৷ সঙ্গে ছিলেন তাঁর শ্যালক নেকবার শেখ ৷ জানা গিয়েছে, ঈদেল শেখকে কটকে রেললাইনের ধার থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ কটক রেল পুলিশের তরফে পরিজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ এই ঘটনা 2 জনকে রামপুরহাট জিআরপি গ্রেফতার করেছে ৷

রেল পুলিশের তরফে জানানো হয়েছে, ওড়িশার কটকের কাছে কয়েকজন যাত্রীর সঙ্গে ঈদেল শেখের বচসা হয় ৷ সেই সময় ঈদেল শেখকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁর শ্যালক নেকবার শেখ ৷ এদিন দুপুরে ট্রেন রামপুরহাটে ঢুকলে নেকবার শেখ রেল পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ পেশায় রাজমিস্ত্রি ঈদেল শেখ রামপুরহাট 1 ব্লকের আয়াস পঞ্চায়েতের দাদপুর গ্রামের বাসিন্দা ৷ তিনি এবং তাঁর শ্যালক আপ গুয়াহাটি-তিনসুকিয়া এক্সপ্রেসে রামপুরহাটে ফিরছিলেন ৷

জানা গিয়েছে, কামরায় অসমের কয়েকজন ব্যক্তি ছিলেন ৷ নেকবার শেখের অভিযোগ, তাঁরা ট্রেনে বসে মদ্যপান করছিলেন ৷ পাশে তাঁদের খাবার রাখা ছিল ৷ ঈদেল শেখ শৌচালয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে সেগুলি পড়ে যায় ৷ যে ঘটনায় ঈদেল শেখের থেকে 1000 টাকা চায় ওই মদ্যপরা ৷ তিনি টাকা দিয়েও দেন ৷ কিন্তু, তারপর তাঁকে মারধর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্তরা ৷ এই ঘটনা 2 জনকে রামপুরহাট স্টেশনে পুলিশ গ্রেফতার করেছে ৷ ঈদেল শেখকে কটক রেল পুলিশ উদ্ধারের পর হাসপাতালে ভরতি করেছে ৷ পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷

আরও পড়ুন: বব বিশ্বাসের ছায়া বাস্তবে ! চলন্ত ট্রেন থেকে যুবককে ঠেলে ফেলে 'নমস্কার' সহযাত্রীর

উল্লেখ্য, গতবছর 15 অক্টোবর হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে সজল শেখ নামে এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় ৷ সেই ঘটনার ভিডিয়ো করেছিলেন মূক ও বধির এক যুবক ৷ রাতেই তাঁকে গুরুতর জখম অবস্থায় তারাপীঠ স্টেশনের কাছ থেকে উদ্ধার করে জিআরপি ৷ তার কয়েকদিন পর কলকাতা পুলিশে কর্মরত বোলপুরের বাসিন্দা অভিযুক্ত মন্টু মণ্ডলকে গ্রেফতার করে রেল পুলিশ ৷

চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা দেওয়ার ঘটনায় গ্রেফতার 2

রামপুরহাট, 21 জানুয়ারি: বীরভূম রামপুরহাটের বাসিন্দা এক ব্যক্তিকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটল (Passenger Pushes from Train in Cuttack ) ৷ রামপুরহাট থানার দাদপুর গ্রামের বাসিন্দা ঈদেল শেখ চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন ৷ ট্রেনে বাড়ি ফিরছিলেন তিনি ৷ সঙ্গে ছিলেন তাঁর শ্যালক নেকবার শেখ ৷ জানা গিয়েছে, ঈদেল শেখকে কটকে রেললাইনের ধার থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ কটক রেল পুলিশের তরফে পরিজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ এই ঘটনা 2 জনকে রামপুরহাট জিআরপি গ্রেফতার করেছে ৷

রেল পুলিশের তরফে জানানো হয়েছে, ওড়িশার কটকের কাছে কয়েকজন যাত্রীর সঙ্গে ঈদেল শেখের বচসা হয় ৷ সেই সময় ঈদেল শেখকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁর শ্যালক নেকবার শেখ ৷ এদিন দুপুরে ট্রেন রামপুরহাটে ঢুকলে নেকবার শেখ রেল পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ পেশায় রাজমিস্ত্রি ঈদেল শেখ রামপুরহাট 1 ব্লকের আয়াস পঞ্চায়েতের দাদপুর গ্রামের বাসিন্দা ৷ তিনি এবং তাঁর শ্যালক আপ গুয়াহাটি-তিনসুকিয়া এক্সপ্রেসে রামপুরহাটে ফিরছিলেন ৷

জানা গিয়েছে, কামরায় অসমের কয়েকজন ব্যক্তি ছিলেন ৷ নেকবার শেখের অভিযোগ, তাঁরা ট্রেনে বসে মদ্যপান করছিলেন ৷ পাশে তাঁদের খাবার রাখা ছিল ৷ ঈদেল শেখ শৌচালয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে সেগুলি পড়ে যায় ৷ যে ঘটনায় ঈদেল শেখের থেকে 1000 টাকা চায় ওই মদ্যপরা ৷ তিনি টাকা দিয়েও দেন ৷ কিন্তু, তারপর তাঁকে মারধর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্তরা ৷ এই ঘটনা 2 জনকে রামপুরহাট স্টেশনে পুলিশ গ্রেফতার করেছে ৷ ঈদেল শেখকে কটক রেল পুলিশ উদ্ধারের পর হাসপাতালে ভরতি করেছে ৷ পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷

আরও পড়ুন: বব বিশ্বাসের ছায়া বাস্তবে ! চলন্ত ট্রেন থেকে যুবককে ঠেলে ফেলে 'নমস্কার' সহযাত্রীর

উল্লেখ্য, গতবছর 15 অক্টোবর হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে সজল শেখ নামে এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় ৷ সেই ঘটনার ভিডিয়ো করেছিলেন মূক ও বধির এক যুবক ৷ রাতেই তাঁকে গুরুতর জখম অবস্থায় তারাপীঠ স্টেশনের কাছ থেকে উদ্ধার করে জিআরপি ৷ তার কয়েকদিন পর কলকাতা পুলিশে কর্মরত বোলপুরের বাসিন্দা অভিযুক্ত মন্টু মণ্ডলকে গ্রেফতার করে রেল পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.