ETV Bharat / state

ঘরে বসে রাজনীতি নয়, বোমাবাজি প্রসঙ্গে মন্তব্য অনুব্রতর - anubrata mondal

নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী সেন্টার তৈরি হচ্ছিল । এটা কোরোনার হাসপাতাল হচ্ছিল না । কোরোনা ভাইরাসকে তাড়াতে গেলে সবাইকে সহযোগিতা করতে হবে । এর ভিতরে যেন কেউ না উসকায় ।

birbhum
অনুব্রত
author img

By

Published : Apr 5, 2020, 8:02 PM IST

বোলপুর, 5 এপ্রিল : বোমাবাজি কাণ্ডে উসকানিতে কান দিতে মানা করলেন আঙুল তৃণমূলের বীরভূম জেলা সভাপতির ৷ "BJP এর লোক উসকে এই ঘটনা ঘটিয়েছে ।" আজ সাংবাদিক বৈঠক করে এই কথাটাই বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কোয়ারান্টাইন সেন্টার গড়া নিয়ে বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন, "হাতজোড় করে বলছি উসকানির রাজনীতি করবেন না ঘরে বসে, সরকারকে সাহায্য করুন । বিভ্রান্তি ছড়াবেন না ।"

গতকাল রাতে পারুই থানার বনশঙ্কা গ্রাম পঞ্চায়েতের তালিবপুর গ্রামের উচ্চ বিদ্যালয় কোয়ারান্টাইন সেন্টার গড়ে ওঠাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় চলে বোমাবাজি । চলে গুলিও । ঘটনায় বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের । একজনের পায়ে গুলি লেগেছে ৷ সাতজন তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গ্রাম ।

নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী সেন্টার তৈরি হচ্ছিল । এটা কোরোনার হাসপাতাল হচ্ছিল না । কোরোনা ভাইরাসকে তাড়াতে গেলে সবাইকে সহযোগিতা করতে হবে । এর ভেতরে যেন কেউ না উসকায় । গ্রামগঞ্জে কিছু BJP আছে যারা উসকে দিচ্ছে । তারা বলছে এখানে কোরোনা সেন্টার হলে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়বে ।" কোনও সময় কোল স্কুলে কোয়ারান্টাইন সেন্টার হয় না ৷ এই সেন্টার তৈরিতে ICU ,ভেন্টিলেটর চাই ৷ আর সবার তো কোরোনা হয় না ৷ মানুষের সর্দি-কাশি হলে তাঁকে তো ভরতি করাতে হবে ৷ তাই এই সেন্টার ৷"

তিনি আরও বলেন, "আমি জোড় হাত করে বলছি, অনুরোধ করে বলছি, কেউ ভুল কথা ছড়াবেন না । সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেন্টার গড়তে সরকারকে সাহায্য করুন, এগিয়ে আসুন । ঘরে বসে রাজনীতি করবেন না, উসকানির রাজনীতি করবেন না । জোড়হাত করছি সরকারকে সহযোগিতা করুন ।"

পারুই নিয়ে কী বলেন অনুব্রত ? দেখুন ভিডিয়োয়...

বোলপুর, 5 এপ্রিল : বোমাবাজি কাণ্ডে উসকানিতে কান দিতে মানা করলেন আঙুল তৃণমূলের বীরভূম জেলা সভাপতির ৷ "BJP এর লোক উসকে এই ঘটনা ঘটিয়েছে ।" আজ সাংবাদিক বৈঠক করে এই কথাটাই বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কোয়ারান্টাইন সেন্টার গড়া নিয়ে বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন, "হাতজোড় করে বলছি উসকানির রাজনীতি করবেন না ঘরে বসে, সরকারকে সাহায্য করুন । বিভ্রান্তি ছড়াবেন না ।"

গতকাল রাতে পারুই থানার বনশঙ্কা গ্রাম পঞ্চায়েতের তালিবপুর গ্রামের উচ্চ বিদ্যালয় কোয়ারান্টাইন সেন্টার গড়ে ওঠাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় চলে বোমাবাজি । চলে গুলিও । ঘটনায় বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের । একজনের পায়ে গুলি লেগেছে ৷ সাতজন তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গ্রাম ।

নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "স্বাস্থ্য ভবনের অর্ডার অনুযায়ী সেন্টার তৈরি হচ্ছিল । এটা কোরোনার হাসপাতাল হচ্ছিল না । কোরোনা ভাইরাসকে তাড়াতে গেলে সবাইকে সহযোগিতা করতে হবে । এর ভেতরে যেন কেউ না উসকায় । গ্রামগঞ্জে কিছু BJP আছে যারা উসকে দিচ্ছে । তারা বলছে এখানে কোরোনা সেন্টার হলে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়বে ।" কোনও সময় কোল স্কুলে কোয়ারান্টাইন সেন্টার হয় না ৷ এই সেন্টার তৈরিতে ICU ,ভেন্টিলেটর চাই ৷ আর সবার তো কোরোনা হয় না ৷ মানুষের সর্দি-কাশি হলে তাঁকে তো ভরতি করাতে হবে ৷ তাই এই সেন্টার ৷"

তিনি আরও বলেন, "আমি জোড় হাত করে বলছি, অনুরোধ করে বলছি, কেউ ভুল কথা ছড়াবেন না । সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেন্টার গড়তে সরকারকে সাহায্য করুন, এগিয়ে আসুন । ঘরে বসে রাজনীতি করবেন না, উসকানির রাজনীতি করবেন না । জোড়হাত করছি সরকারকে সহযোগিতা করুন ।"

পারুই নিয়ে কী বলেন অনুব্রত ? দেখুন ভিডিয়োয়...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.