ETV Bharat / state

Koushiki Amavasya কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে নিষিদ্ধ অনলাইনে পুজো - Koushiki Amavasya

তারাপীঠে কৌশিকী অমাবস্যার (Koushiki Amavasya 2022) একদিন আগেই নিষিদ্ধ করা হল মা তারার অনলাইনে পুজো ৷ এবার তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) এসেই পুজো দিতে হবে পুণ্যার্থীদের ৷ মন্দির চত্বরে এক শ্রেণির অসাধু চক্র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মন্দির কমিটির ।

Kaushik Amavasya 2022
Tarapith Temple
author img

By

Published : Aug 24, 2022, 10:06 PM IST

Updated : Aug 24, 2022, 10:46 PM IST

রামপুরহাট, 24 অগস্ট: কৌশিকী অমাবস্যার ঠিক আগেই তারাপীঠের মন্দিরে (Tarapith Temple) মায়ের অনলাইন পুজো নিষিদ্ধ করল মন্দির কমিটি । বুধবার মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামিদিনে আর মা তারাকে অনলাইনে পুজো করা যাবে না । আর একদিন পরই তারাপীঠে হবে কৌশিকী অমাবস্যা (Koushiki Amavasya 2022) । ফলে ইতিমধ্যে তারাপীঠে সাজসাজ রব । প্রশাসনের পক্ষ থেকেও শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নেওয়া হচ্ছে ।

এদিকে কৌশিকী অমাবস্যায় অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে এক শ্রেণির অসাধু চক্র অনলাইনে পুজো কর‍ে দেওয়ার নামে পুণ্যার্থীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ মন্দির কমিটির (online puja system banned) । অসাধু চক্রের খপ্পর থেকে সাবধান হওয়ার আবেদন জানিয়েছে তারা ।

কথিত আছে মহিষাসুর বধের পর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্বর্গের দেবতারা । শেষে দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী নিজ কোষ থেকে উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত করে এক পরমাসুন্দরী মূর্তিতে আবির্ভূত হন । নিজ কোষ শরীর থেকে বের হওয়ার জন্য তিনি হলেন কৌশিকী । কৌশিকীদেবী আবার তারা ও কালীতে রূপান্তরিত হন।

আবার শোনা যায়, কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। ফলে ওই দিন মা তারার পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পুণ্যলাভ হয় এবং কুম্ভস্নান করা হয় । এই বিশ্বাসে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ওই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন।

করোনা অতিমারির কারণে বছর দুয়েক কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মন্দির ছিল বন্ধ । ফলে এবার পুণ্যার্থীদের ভিড় পাঁচ লক্ষাধিক হবে বলে মনে করছে প্রশাসন। সেই মতো সমস্তরকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন । কিন্তু মন্দির চত্বরে এক শ্রেণির অসাধু চক্র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মন্দির কমিটির । সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "কিছু অসাধু চক্র অনলাইনে পুজো দেওয়ার নামে সমাজমাধ্যমে প্রচার করে পুণ্যার্থীদের সঙ্গে প্রতারণা করছে । আমরা পুণ্যার্থীদের উদ্দেশ্যে সতর্ক করছি । কেউ প্রতারণায় পা দেবেন না।"

আরও পড়ুন: 2 বছর পর কৌশিকী অমাবস্যায় খুলছে তারাপীঠের দরজা, 5 লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনা

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "কোনওরকম অনলাইন পুজোর ব্যবস্থা তারাপীঠ মন্দিরে নেই । যারা দূরদুরান্ত থেকে পুজো দিতে চান তারা নিজ নিজ সেবাইতের সঙ্গে যোগাযোগ করে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে পারেন ।"

রামপুরহাট, 24 অগস্ট: কৌশিকী অমাবস্যার ঠিক আগেই তারাপীঠের মন্দিরে (Tarapith Temple) মায়ের অনলাইন পুজো নিষিদ্ধ করল মন্দির কমিটি । বুধবার মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামিদিনে আর মা তারাকে অনলাইনে পুজো করা যাবে না । আর একদিন পরই তারাপীঠে হবে কৌশিকী অমাবস্যা (Koushiki Amavasya 2022) । ফলে ইতিমধ্যে তারাপীঠে সাজসাজ রব । প্রশাসনের পক্ষ থেকেও শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নেওয়া হচ্ছে ।

এদিকে কৌশিকী অমাবস্যায় অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে এক শ্রেণির অসাধু চক্র অনলাইনে পুজো কর‍ে দেওয়ার নামে পুণ্যার্থীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ মন্দির কমিটির (online puja system banned) । অসাধু চক্রের খপ্পর থেকে সাবধান হওয়ার আবেদন জানিয়েছে তারা ।

কথিত আছে মহিষাসুর বধের পর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্বর্গের দেবতারা । শেষে দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী নিজ কোষ থেকে উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত করে এক পরমাসুন্দরী মূর্তিতে আবির্ভূত হন । নিজ কোষ শরীর থেকে বের হওয়ার জন্য তিনি হলেন কৌশিকী । কৌশিকীদেবী আবার তারা ও কালীতে রূপান্তরিত হন।

আবার শোনা যায়, কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। ফলে ওই দিন মা তারার পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পুণ্যলাভ হয় এবং কুম্ভস্নান করা হয় । এই বিশ্বাসে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ওই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন।

করোনা অতিমারির কারণে বছর দুয়েক কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মন্দির ছিল বন্ধ । ফলে এবার পুণ্যার্থীদের ভিড় পাঁচ লক্ষাধিক হবে বলে মনে করছে প্রশাসন। সেই মতো সমস্তরকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন । কিন্তু মন্দির চত্বরে এক শ্রেণির অসাধু চক্র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মন্দির কমিটির । সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "কিছু অসাধু চক্র অনলাইনে পুজো দেওয়ার নামে সমাজমাধ্যমে প্রচার করে পুণ্যার্থীদের সঙ্গে প্রতারণা করছে । আমরা পুণ্যার্থীদের উদ্দেশ্যে সতর্ক করছি । কেউ প্রতারণায় পা দেবেন না।"

আরও পড়ুন: 2 বছর পর কৌশিকী অমাবস্যায় খুলছে তারাপীঠের দরজা, 5 লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনা

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "কোনওরকম অনলাইন পুজোর ব্যবস্থা তারাপীঠ মন্দিরে নেই । যারা দূরদুরান্ত থেকে পুজো দিতে চান তারা নিজ নিজ সেবাইতের সঙ্গে যোগাযোগ করে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে পারেন ।"

Last Updated : Aug 24, 2022, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.