ETV Bharat / state

Anubrata Mondal: অনুব্রতর গ্রেফতারির ১ বছর, জেলবন্দি 'কেষ্ট' এখনও বহাল দলীয় পদে - অনুব্রতর গ্রেফতারির এক বছর

গত বছর আজকের তারিখেই গরুপাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল ৷ এই এক মামলায় বর্তমানে ইডির দায়ের করা কেসে তিহাড় জেলেবন্দি রয়েছেন অনুব্রত ৷ তবে গ্রেফতারির পরেও তিনি বহাল আছেন তৃণমূলের জেলা সভাপতি পদে ৷

ETV Bharat
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Aug 11, 2023, 3:39 PM IST

Updated : Aug 11, 2023, 5:16 PM IST

অনুব্রতর গ্রেফতারির ১ বছর

বোলপুর, 11 অগস্ট: গত এক বছরে 'অনুব্রতহীন' বীরভূমে বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট । 2022 সালের 11 অগস্ট বোলপুরের নীচুপট্টীর বাড়ি থেকে গরু পাচার মামলায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই । বর্তমানে তিহাড় জেলে বন্দি একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ তাঁকে ছাড়াই এবার বসেছিল পঞ্চায়েত নির্বাচনের আসর । ভোট পর্বজুড়ে ছিল না অনুব্রতর বিভিন্ন নিদান ও হুঁশিয়ারি ৷ তবে এক বছর ধরে জেলে থাকলেও দলীয় সব পদেই আগের মতো একই ভাবে এখনও বহাল রয়েছেন তিনি ৷

2011 সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর নাম জেলা তথা রাজ্য রাজনীতিতে প্রবলভাবে উঠে এসেছে বারবার ৷ বিরোধীদের অভিযোগ, অনুব্রতর জামানায় বীরভূমে দুর্নীতিটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল ৷ সেই দোর্দণ্ডপ্রতাপ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে 2022 সালের 11 অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই । তাঁর বোলপুরের নীচুপট্টীর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় । ওই দিনই তাঁকে তোলা হয় আসানসোল সিবিআই আদালতে৷ কিছুদিন সিবিআই হেফাজতে থাকার পরে আসানসোল সংশোধনাগারে ছিলেন তিনি । তার আগে 2022 সালের 9 জুন গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন ।

এরই মাঝে 2022 সালের 17 নভেম্বর তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিজেদের হেফাজতে নেয় ইডিও ৷ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে এবছরের 7 মার্চ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হয় । ইডির সদর দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । 14 মার্চ অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারীকে গ্রেফতার করে ইডি ৷ 21 মার্চ অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে পাঠানো হয় । পরে 26 এপ্রিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি৷ বর্তমানে তাঁরা সবাই তিহাড় জেলেই বন্দি ।

এক নজরে :

  • ২০২২ সালের ৯ জুন গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন ।
  • ২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল ।
  • ২০২২ সালের ১৭ মার্চ মানি লন্ডারিং মামলায় ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত ।
  • ২০২৩ সালের ৭ মার্চ অনুব্রতকে দিল্লি নিয়ে যায় ইডি ।
  • ২০২৩ সালের ১৪ মার্চ ইডির হাতে গ্রেফতার হন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারী ।
  • ২০২৩ সালের ২১ মার্চ অনুব্রতকে তিহাড় জেলে পাঠায় রাউস অ্যাভিনিউ আদালত ।
  • ২০২৩ সালের ২৬ এপ্রিল অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি ।

আরও পড়ুন: আমার মামলা দিল্লি যাচ্ছে কেন, বিচারককে প্রশ্ন অনুব্রতর

তবে গ্রেফতারের এক বছর পরেও সব পদেই বহাল রয়েছেন কেষ্ট ৷ খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'প্রিয় কেষ্ট'র প্রশংসা করেছেন বহুবার । তাই জেলে বসেই তৃণমূলের দলীয় পদে বহাল অনুব্রত । গত এক বছরে অনুব্রতহীন বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপট যে বহু অংশে বদলে গিয়েছে তা বলাই যায় ৷ অনুব্রতকে ছাড়াই হল পঞ্চায়েত নির্বাচন । ছিল না চড়াম চড়াম স্লোগান, গুড়-বাতাসা, বিরোধীদের হুমকি, ছিল না নির্বাচন কমিশনের নজরবন্দি ৷ তবে অনুব্রতহীন বীরভূমে বেশকিছু জায়গায় এই প্রথম দাঁত ফোটাতে সক্ষম হয়েছে বিরোধীরা ।

তবে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে কি অনুব্রত মণ্ডল জেলায় ফিরতে পারবেন? সেই প্রশ্নটাই সব মহলে । মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "খারাপ লাগছে এত দিন ধরে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে বন্দি করে রেখেছে ৷ তবে সংগঠন শক্তিশালী । পঞ্চায়েত নির্বাচনে তো দেখলেন কোনও সন্ত্রাস, হানাহানি হয়নি । সুষ্ঠুমতো ভোট হয়েছে । তৃণমূল ভালো ফল করেছে৷ তবে আমাদের দলের নেতা অনুব্রত, আমরা চাই উনি দ্রুত ফিরে আসুন ।"

অনুব্রতর গ্রেফতারির ১ বছর

বোলপুর, 11 অগস্ট: গত এক বছরে 'অনুব্রতহীন' বীরভূমে বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট । 2022 সালের 11 অগস্ট বোলপুরের নীচুপট্টীর বাড়ি থেকে গরু পাচার মামলায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই । বর্তমানে তিহাড় জেলে বন্দি একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ তাঁকে ছাড়াই এবার বসেছিল পঞ্চায়েত নির্বাচনের আসর । ভোট পর্বজুড়ে ছিল না অনুব্রতর বিভিন্ন নিদান ও হুঁশিয়ারি ৷ তবে এক বছর ধরে জেলে থাকলেও দলীয় সব পদেই আগের মতো একই ভাবে এখনও বহাল রয়েছেন তিনি ৷

2011 সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর নাম জেলা তথা রাজ্য রাজনীতিতে প্রবলভাবে উঠে এসেছে বারবার ৷ বিরোধীদের অভিযোগ, অনুব্রতর জামানায় বীরভূমে দুর্নীতিটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল ৷ সেই দোর্দণ্ডপ্রতাপ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে 2022 সালের 11 অগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই । তাঁর বোলপুরের নীচুপট্টীর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় । ওই দিনই তাঁকে তোলা হয় আসানসোল সিবিআই আদালতে৷ কিছুদিন সিবিআই হেফাজতে থাকার পরে আসানসোল সংশোধনাগারে ছিলেন তিনি । তার আগে 2022 সালের 9 জুন গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন ।

এরই মাঝে 2022 সালের 17 নভেম্বর তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নিজেদের হেফাজতে নেয় ইডিও ৷ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশে এবছরের 7 মার্চ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হয় । ইডির সদর দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । 14 মার্চ অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারীকে গ্রেফতার করে ইডি ৷ 21 মার্চ অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে পাঠানো হয় । পরে 26 এপ্রিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি৷ বর্তমানে তাঁরা সবাই তিহাড় জেলেই বন্দি ।

এক নজরে :

  • ২০২২ সালের ৯ জুন গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন ।
  • ২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল ।
  • ২০২২ সালের ১৭ মার্চ মানি লন্ডারিং মামলায় ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত ।
  • ২০২৩ সালের ৭ মার্চ অনুব্রতকে দিল্লি নিয়ে যায় ইডি ।
  • ২০২৩ সালের ১৪ মার্চ ইডির হাতে গ্রেফতার হন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারী ।
  • ২০২৩ সালের ২১ মার্চ অনুব্রতকে তিহাড় জেলে পাঠায় রাউস অ্যাভিনিউ আদালত ।
  • ২০২৩ সালের ২৬ এপ্রিল অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি ।

আরও পড়ুন: আমার মামলা দিল্লি যাচ্ছে কেন, বিচারককে প্রশ্ন অনুব্রতর

তবে গ্রেফতারের এক বছর পরেও সব পদেই বহাল রয়েছেন কেষ্ট ৷ খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'প্রিয় কেষ্ট'র প্রশংসা করেছেন বহুবার । তাই জেলে বসেই তৃণমূলের দলীয় পদে বহাল অনুব্রত । গত এক বছরে অনুব্রতহীন বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপট যে বহু অংশে বদলে গিয়েছে তা বলাই যায় ৷ অনুব্রতকে ছাড়াই হল পঞ্চায়েত নির্বাচন । ছিল না চড়াম চড়াম স্লোগান, গুড়-বাতাসা, বিরোধীদের হুমকি, ছিল না নির্বাচন কমিশনের নজরবন্দি ৷ তবে অনুব্রতহীন বীরভূমে বেশকিছু জায়গায় এই প্রথম দাঁত ফোটাতে সক্ষম হয়েছে বিরোধীরা ।

তবে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে কি অনুব্রত মণ্ডল জেলায় ফিরতে পারবেন? সেই প্রশ্নটাই সব মহলে । মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "খারাপ লাগছে এত দিন ধরে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে বন্দি করে রেখেছে ৷ তবে সংগঠন শক্তিশালী । পঞ্চায়েত নির্বাচনে তো দেখলেন কোনও সন্ত্রাস, হানাহানি হয়নি । সুষ্ঠুমতো ভোট হয়েছে । তৃণমূল ভালো ফল করেছে৷ তবে আমাদের দলের নেতা অনুব্রত, আমরা চাই উনি দ্রুত ফিরে আসুন ।"

Last Updated : Aug 11, 2023, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.