ETV Bharat / state

Dr Sushovan Banerjee Dies: প্রয়াত '1 টাকার ডাক্তার' পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায় - প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় (Doctor Sushovan Banerjee) । এলাকায় 'এক টাকার চিকিৎসক'(One rupee Doctor) হিসাবেই জনপ্রিয় ছিলেন তিনি । দীর্ঘ দিন রাষ্ট্রপতি (President) মনোনীত বিশ্বভারতীর কর্ম সমিতির সদস্য ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় ।

One rupee Doctor Padma Shri Sushovan Banerjee dies in Kolkata
Dr Sushovan Banerjee Dies
author img

By

Published : Jul 26, 2022, 1:49 PM IST

Updated : Jul 26, 2022, 3:50 PM IST

বোলপুর, 26 জুলাই: প্রয়াত পদ্মশ্রী (Padma Shri) প্রাপ্ত '1 টাকার চিকিৎসক' সুশোভন বন্দ্যোপাধ্যায় (Doctor Sushovan Banerjee) । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । 57 বছর তিনি মাত্র 1টাকা ফি নিয়ে চিকিৎসা করে গিয়েছেন ।

দীর্ঘ দিন রাষ্ট্রপতি (President) মনোনীত বিশ্বভারতীর(Visva Bharati) কর্ম সমিতির সদস্য ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় । বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা তিনি ৷ এলাকায় 'এক টাকার চিকিৎসক' (One rupee Doctor) হিসাবে জনপ্রিয় ছিলেন । নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখতেন । ডাক্তারি (MBBS) পাশ করে এমএফপিএ (MFPA) ও ডিসিপি (DCP) (ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেছিলেন ৷ অনেক বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করেছেন সুশোভন বন্দ্যোপাধ্যায় ৷ যাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) ।

One rupee Doctor Padma Shri Sushovan Banerjee dies in Kolkata
এক টাকার চিকিৎসক হিসাবেই জনপ্রিয় ছিলেন তিনি

আরও পড়ুন: বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

One rupee Doctor Padma Shri Sushovan Banerjee dies in Kolkata
তিনি 'পদ্মশ্রী' সম্মান পান

প্রান্তিক মানুষকে মাত্র 1 টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য 2021 সালের 8 নভেম্বর বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) তাঁর হাতে 'পদ্মশ্রী' সম্মান তুলে দেন । বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি ৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । এ দিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর । তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতন ৷ এই এলাকার কয়েক হাজার মানুষের চিকিৎসা করেছেন তিনি ৷ তাঁর হাত ধরে সুস্থ হয়ে উঠেছেন হাজার হাজার মানুষ ৷

57 বছর মাত্র 1টাকা ফি নিয়ে চিকিৎসা করে গিয়েছেন

বোলপুর, 26 জুলাই: প্রয়াত পদ্মশ্রী (Padma Shri) প্রাপ্ত '1 টাকার চিকিৎসক' সুশোভন বন্দ্যোপাধ্যায় (Doctor Sushovan Banerjee) । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । 57 বছর তিনি মাত্র 1টাকা ফি নিয়ে চিকিৎসা করে গিয়েছেন ।

দীর্ঘ দিন রাষ্ট্রপতি (President) মনোনীত বিশ্বভারতীর(Visva Bharati) কর্ম সমিতির সদস্য ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় । বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা তিনি ৷ এলাকায় 'এক টাকার চিকিৎসক' (One rupee Doctor) হিসাবে জনপ্রিয় ছিলেন । নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখতেন । ডাক্তারি (MBBS) পাশ করে এমএফপিএ (MFPA) ও ডিসিপি (DCP) (ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেছিলেন ৷ অনেক বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করেছেন সুশোভন বন্দ্যোপাধ্যায় ৷ যাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) ।

One rupee Doctor Padma Shri Sushovan Banerjee dies in Kolkata
এক টাকার চিকিৎসক হিসাবেই জনপ্রিয় ছিলেন তিনি

আরও পড়ুন: বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

One rupee Doctor Padma Shri Sushovan Banerjee dies in Kolkata
তিনি 'পদ্মশ্রী' সম্মান পান

প্রান্তিক মানুষকে মাত্র 1 টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য 2021 সালের 8 নভেম্বর বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind) তাঁর হাতে 'পদ্মশ্রী' সম্মান তুলে দেন । বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি ৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । এ দিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর । তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতন ৷ এই এলাকার কয়েক হাজার মানুষের চিকিৎসা করেছেন তিনি ৷ তাঁর হাত ধরে সুস্থ হয়ে উঠেছেন হাজার হাজার মানুষ ৷

57 বছর মাত্র 1টাকা ফি নিয়ে চিকিৎসা করে গিয়েছেন
Last Updated : Jul 26, 2022, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.