রামপুরহাট, 28 মার্চ : রামপুরহাটের বগটুই গণহত্যাকাণ্ডে (Rampurhat Bagtui Massacre) মৃত্যু হল আরও একজনের ৷ মৃতের নাম নাজিমা বিবি (40) ৷ এর ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 9 (death toll in Bagtui incident raises to 9) ৷ গত সোমবার রাতের ঘটনার পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন মপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরের দিকে তাঁর মৃত্যু হয় ৷ তাঁর শরীরের 65 শতাংশই পুড়ে গিয়েছিল ৷ তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ।
মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর নাজিমা বিবির মেয়ে সাজেমা বিবি বলেন, "আমার মা মারা গিয়েছেন । যারা আমার মাকে মারল, আমাদের বাড়িতে আগুন লাগিয়ে ছিল তাদের যেন ফাঁসি হয় ।" উল্লেখ্য, বগটুইকাণ্ডে আগেই উদ্ধার হয়েছিল অগ্নিদগ্ধ 7 জনের মৃত দেহ ৷ গত মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের ৷ ঘটনার এক সপ্তাহ পর হাসপাতালে মৃত্যু হল আরও আকজনের ৷ মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ৷ রয়েছে শিশুও ৷ নাজিমা বিবিকে গত বৃহস্পতিবার হাসপাতালে দেখতেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন : রামপুরহাট-কাণ্ডে অনুব্রতকে পুলিশ কুকুরের সঙ্গে তুলনা শতরূপের
কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সিটের থেকে বগটুইকাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই ৷ গত সোমবার রাতে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয় রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (TMC leader killed in rampurhat) ৷ বগটুই গ্রামে নিজের বাড়ির কাছেই খুন হন তিনি ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ অভিযোগ, সোমবার রাতেই বগটুই গ্রামের 10-12টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷