ETV Bharat / state

বিশ্বভারতীতে পড়ুয়া হামলা, ঝাড়খণ্ড থেকে ধৃত 1 অভিযুক্ত - news about birbhum

ঝাড়খণ্ড থেকে শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেপ্তার করে সুলভ কর্মকারকে ৷ সে বিশ্বভারতীর ইতিহাস বিভাগের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে বাম সমর্থককে মারধরের অভিযোগ রয়েছে ৷

shantiniketan
বিশ্বভারতী
author img

By

Published : Jan 19, 2020, 2:40 PM IST

শান্তিনিকেতন, ১৯ জানুয়ারি : বিশ্বভারতীতে বাম পড়ুয়াকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হল সুলভ কর্মকার নামে এক ছাত্রকে । তাকে আজ ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ আগেই অচিন্ত্য বাগদি এবং সাবির আলিকে গ্রেপ্তার করেছিল। সেই সময় থেকেই পলাতক ছিল সুলভ ৷ বিশ্বভারতীর ইতিহাস বিভাগের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র সুলভ ৷ তবে ABVP এর দাবি, সুলভ তাদের সংগঠনের সদস্য নয়।

এই সংক্রান্ত খবর :"এ'টা লঘু পাপে গুরুদণ্ড", বলছে বিশ্বভারতীর ঘটনায় ধৃতরা

15 জানুয়ারি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন পড়ুয়া। অভিযোগ, সেইসময় বিশ্ববিদ্যালয়ের ABVP-সংগঠনের সদস্য অচিন্ত্য বাগদি ও সাবির আলি তাদের উপর হামলা করে । ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনি পাল। কোনওরকমে তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয়। অভিযোগ, হামলাকারীরা হাসপাতালে পৌঁছায় । সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনিদের উপর চড়াও হয় তারা। সুলভের বিরুদ্ধেও পড়ুয়া মারধরের অভিযোগ দায়ের হয় ৷

পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয় ।

আরও পড়ুন: বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের অভিযোগ ABVP-র বিরুদ্ধে, আক্রান্ত 2

শান্তিনিকেতন, ১৯ জানুয়ারি : বিশ্বভারতীতে বাম পড়ুয়াকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হল সুলভ কর্মকার নামে এক ছাত্রকে । তাকে আজ ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ আগেই অচিন্ত্য বাগদি এবং সাবির আলিকে গ্রেপ্তার করেছিল। সেই সময় থেকেই পলাতক ছিল সুলভ ৷ বিশ্বভারতীর ইতিহাস বিভাগের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র সুলভ ৷ তবে ABVP এর দাবি, সুলভ তাদের সংগঠনের সদস্য নয়।

এই সংক্রান্ত খবর :"এ'টা লঘু পাপে গুরুদণ্ড", বলছে বিশ্বভারতীর ঘটনায় ধৃতরা

15 জানুয়ারি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন পড়ুয়া। অভিযোগ, সেইসময় বিশ্ববিদ্যালয়ের ABVP-সংগঠনের সদস্য অচিন্ত্য বাগদি ও সাবির আলি তাদের উপর হামলা করে । ঘটনায় জখম হন বাম ছাত্র সংগঠনের সমর্থক স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনি পাল। কোনওরকমে তাঁদের উদ্ধার করে বিশ্বভারতীর পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয়। অভিযোগ, হামলাকারীরা হাসপাতালে পৌঁছায় । সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনেই স্বপ্ননীল ও ফাল্গুনিদের উপর চড়াও হয় তারা। সুলভের বিরুদ্ধেও পড়ুয়া মারধরের অভিযোগ দায়ের হয় ৷

পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয় ।

আরও পড়ুন: বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের অভিযোগ ABVP-র বিরুদ্ধে, আক্রান্ত 2

Intro:শান্তিনিকেতন, ১৯ জানুয়ারিঃ বিশ্বভারতীতে বাম পড়ুয়াকে মারধরের ঘটনায় গ্রেপ্তার আরেক অভিযুক্ত সুলভ কর্মকার। তাকে ঝাড়খণ্ড রাজ্য থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

১৫ জানুয়ারি বিশ্বভারতীর বাম ছাত্রদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ ওঠে এবিভিপির বিরুদ্ধে। পরে আহত ছাত্রদের বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও চড়াও হয়েও মারধর করা হয়৷ এই ঘটনায় পুলিশ আগেই অচিন্ত্য বাগদি, সাবির আলিকে গ্রেপ্তার করে। আরেক অভিযুক্ত সুলভ কর্মকার পলাতক ছিল। এদিন ঝাড়খণ্ড রাজ্য থেকে শান্তিনিকেতন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সুলভ বিশ্বভারতীর ইতিহাস বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।
যদিও, এবিভিপির দাবি, সুলভ তাদের সংগঠনের সদস্য নয়।Body:শান্তিনিকেতন, ১৯ জানুয়ারিঃ বিশ্বভারতীতে বাম পড়ুয়াকে মারধরের ঘটনায় গ্রেপ্তার আরেক অভিযুক্ত সুলভ কর্মকার। তাকে ঝাড়খণ্ড রাজ্য থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

১৫ জানুয়ারি বিশ্বভারতীর বাম ছাত্রদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ ওঠে এবিভিপির বিরুদ্ধে। পরে আহত ছাত্রদের বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও চড়াও হয়েও মারধর করা হয়৷ এই ঘটনায় পুলিশ আগেই অচিন্ত্য বাগদি, সাবির আলিকে গ্রেপ্তার করে। আরেক অভিযুক্ত সুলভ কর্মকার পলাতক ছিল। এদিন ঝাড়খণ্ড রাজ্য থেকে শান্তিনিকেতন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। সুলভ বিশ্বভারতীর ইতিহাস বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।
যদিও, এবিভিপির দাবি, সুলভ তাদের সংগঠনের সদস্য নয়।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.