ETV Bharat / state

পুকুর থেকে উদ্ধার দেহ, CID তদন্তের দাবি - ক্ষামেড্ডা গ্রাম

বীরভূমের ক্ষামেড্ডা গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার মৃতদেহ ৷ স্থানীয় পুলিশকে ঘিরে CID তদন্তের দাবি তোলে গ্রামবাসীরা ৷ তবে তদন্তের দায়ভার পুলিশের হাতেই ৷

birbhum
মৃত
author img

By

Published : Mar 20, 2020, 2:51 PM IST

Updated : Mar 20, 2020, 4:03 PM IST

বোলপুর, 20 মার্চ : গ্রামের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার । বীরভূমের তারাপীঠ থানার ক্ষামেড্ডা গ্রামের ঘটনা । মৃত ব্যক্তি চন্দন মাল, (34) ৷ স্থানীয় পুলিশ তদন্ত নেমেছে ৷ যদিও গ্রামবাসীরা দাবি তোলে CID তদন্তের ৷ অতিরিক্ত জেলা (বীরভূম ) সুপার সুবিমল পাল ঘটনাস্থানে যান এবং পুলিশের হাতেই তদন্তের দায়ভার ন্যস্ত করেন ৷ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

আজ প্রাতঃভ্রমণে যাওয়ার সময় গ্রামের একটি পুকুরে মৃতদেহ পড়ে থাকতে দেখে কয়েকজন গ্রামবাসী । মৃতদেহটি ক্ষামেড্ডা গ্রামের চন্দন মালের বলে শনাক্ত করা হয় ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তারপীঠ থানার পুলিশকে ৷ পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে ৷ মৃতদেহের উদ্ধারকার্যে বাধা দেওয়া হয় ৷ সকলে মিলে দাবি জানায় CID তদন্তের ৷ মৃতদেহ ঘিরে শুরু হয় স্থানীয় তৃণমূলের নেতা এবং BJP নেতাদের বচসা ৷ TMC নেতৃত্বের দাবি, মৃত চন্দন মাল তাদের সক্রিয় কর্মী । অন্যদিকে BJP এর দাবি, মৃত ব্যক্তি তাঁদের সমর্থক ।

রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিৎ বড়ুয়া ঘটনাস্থানে যান এবং মৃত দেহটি উদ্ধার করেন । দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷

বোলপুর, 20 মার্চ : গ্রামের পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার । বীরভূমের তারাপীঠ থানার ক্ষামেড্ডা গ্রামের ঘটনা । মৃত ব্যক্তি চন্দন মাল, (34) ৷ স্থানীয় পুলিশ তদন্ত নেমেছে ৷ যদিও গ্রামবাসীরা দাবি তোলে CID তদন্তের ৷ অতিরিক্ত জেলা (বীরভূম ) সুপার সুবিমল পাল ঘটনাস্থানে যান এবং পুলিশের হাতেই তদন্তের দায়ভার ন্যস্ত করেন ৷ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

আজ প্রাতঃভ্রমণে যাওয়ার সময় গ্রামের একটি পুকুরে মৃতদেহ পড়ে থাকতে দেখে কয়েকজন গ্রামবাসী । মৃতদেহটি ক্ষামেড্ডা গ্রামের চন্দন মালের বলে শনাক্ত করা হয় ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তারপীঠ থানার পুলিশকে ৷ পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে ৷ মৃতদেহের উদ্ধারকার্যে বাধা দেওয়া হয় ৷ সকলে মিলে দাবি জানায় CID তদন্তের ৷ মৃতদেহ ঘিরে শুরু হয় স্থানীয় তৃণমূলের নেতা এবং BJP নেতাদের বচসা ৷ TMC নেতৃত্বের দাবি, মৃত চন্দন মাল তাদের সক্রিয় কর্মী । অন্যদিকে BJP এর দাবি, মৃত ব্যক্তি তাঁদের সমর্থক ।

রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিৎ বড়ুয়া ঘটনাস্থানে যান এবং মৃত দেহটি উদ্ধার করেন । দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ৷

Last Updated : Mar 20, 2020, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.