ধুপগুড়ি, ৩ মার্চ : ট্রেনেই সন্তান প্রসব যুবতির। আজ দুপুরে ধুপগুড়ি রেল স্টেশনের ঘটনা। যুবতির নাম রিঙ্কুদেবী। আজ তিনি ডাউন আগরতলা-হাবিবগঞ্জ এক্সপ্রেসে উঠেছিলেন। যাচ্ছিলেন নাবাদা। হঠাৎ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। ট্রেনের মধ্যেই তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।
রিঙ্কুদেবী আগরতলা থেকে ট্রেনে উঠেছিলেন। ধুপগুড়ি স্টেশনে ট্রেনটি ক্রসিং-এ দাঁড়িয়ে পড়ে। এরপরই ওই যুবতির প্রসব যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি ধুপগুড়ি স্টেশন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ততক্ষণে কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে কামরার বার্থ। চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক আসার আগেই রিঙ্কুদেবী প্রসব করেন।
চিকিৎসক এসে শিশু ও মায়ের প্রাথমিক চিকিৎসা করেন। দুজনেই সুস্থ থাকায় রিঙ্কুদেবী ওই ট্রেনেই আবার গন্তব্যে রওনা দেন। তিনি জানান, সদ্যোজাতের নাম দেওয়া হয়েছে বলবীর।
ট্রেনের গার্ড শংকর কুমার প্রসাদ জানান, দুপুর দেড়টা নাগাদ ট্রেনটি ক্রসিং-এ দাঁড়ালে দুই যাত্রী এসে রিঙ্কুদেবীর খবর দেয়। খবর দেওয়া হয় স্টেশন কর্তৃপক্ষকে। এরপর চিকিৎসক আসেন। বর্তমানে দুজনেই সুস্থ আছেন।