কীর্ণাহার, 25 সেপ্টেম্বর : বীরভূমের লাভপুর থানার ব্রাহ্মণ পাড়ায় বৃদ্ধ দম্পতিকে খুনের অভিযোগ । মৃতের নাম পূর্ণেন্দু চট্টোপাধ্যায় ও স্বপ্না চট্টোপাধ্যায় । পূর্ণেন্দুবাবু অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্বপ্নাদেবী অবসরপ্রাপ্ত রেলকর্মী । খবর পেয়ে ঘটনাস্থানে আসেন পুলিশ সুপার শ্যাম সিং ।
আজ সকালে কাজ করতে এসে খাটের উপর তাঁদের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা ফুলি বাগদি । তাঁর চিৎকার শুনে সেখানে আসেন প্রতিবেশীরা । খবর দেওয়া হয় লাভপুর থানায় ৷ খাটের পাশ থেকে উদ্ধার হয়েছে হাতুড়ি জাতীয় ভারী বস্তু । আর তা দিয়েই আঘাত করে ওই দম্পতিকে খুন করা হয় বলে অনুমান ।
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থানে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) শিবপ্রসাদ পাত্র, বোলপুরের SDPO অভিষেক রায় । পরে ঘটনাস্থানে আসেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং । পুলিশ কুকুর এনে তদন্তের দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা ।
সেই বাড়িতে একাই থাকতেন ওই দম্পতি । তাঁদের ছেলে কল্লোল চট্টোপাধ্যায় কর্মসূত্রে আসানসোলে থাকেন । খবর পেয়ে আসেন তিনি । তিনি বলেন, "পুলিশ ঘটনার সঠিক তদন্ত করুক । দোষীদের কঠোর শাস্তি চাই ।"