রামপুরহাট, 7 ফেব্রুয়ারি: রামপুরহাট শহরের 4 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর আব্বাস হোসেন তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। 24 ঘণ্টা পেরোতে না-পেরোতেই পুনরায় তৃণমূলের ফিরে এলেন বিক্ষুব্ধ এই তৃণমূল নেতা। আসন্ন পৌরসভা নির্বাচনে রামপুরহাটের 4 নম্বর ওয়ার্ড তপশিলি মহিলা সংরক্ষিত আসন। তাই এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর আব্বাস হোসেনের দাবি ছিল তাঁকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12 নম্বর ওয়ার্ডে টিকিট দেওয়া হোক। কিন্তু সেই দাবি মেনে নেয়নি জেলা নেতৃত্ব। তারপরেই জনাকয়েক কর্মী-সমর্থক নিয়ে কংগ্রেসে যোগদান করেন বিক্ষুব্ধ এই বিদায়ী কাউন্সিলর। কিন্তু 24 ঘণ্টা পেরোতে না-পেরোতেই ভোলবদল করলেন আব্বাস হোসেন। ফের তৃণমূলে যোগদান করলেন তিনি (Offended Councillor Back TMC At Rampurhat)।
তৃণমূলে ফেরার পর তিনি বলেন, "চলার পথে তো মানুষের ভুল হয়, ভুল না হলে সংশোধন হয় না। আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক তাই তাঁর কথা মেনেই আমি আবার তৃণমূলে যোগ দিলাম।" এই বিষয়ে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "দলকে ভালবেসে আব্বাস আবার ফিরে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ডে যোগ দিয়েছে। আবেগের বশে সে ভুল করেছিল সুতরাং ভুল বুঝে সংশোধনের রাস্তা নিয়েছে এতে কোনও শর্ত নেই।"
আরও পড়ুন: দেরিতে আসায় অশালীন ভাষায় তৃণমূল প্রার্থীকে ধমক অনুব্রতর
বীরভূম জেলার জাতীয় কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ বলেন, "আব্বাস হোসেন নিজে থেকে এসেছিলেন, নিজে থেকেই চলে গেলেন। এই বিষয়ে আমার সেরকম কোনও বক্তব্য নেই।" যদিও, আব্বাস হোসেনের তৃণমূল ত্যাগ এবং পুনরায় দলে ফিরে আসা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল-সহ জেলা তৃণমূল নেতৃত্ব। তবে, আব্বাস হোসেন তৃণমূলে ফিরলেও তাঁকে দলীয় কোনও দায়িত্ব বা প্রার্থী করার বিষয়ে কিছু জানাননি রামপুরহাটের বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায়।