ETV Bharat / state

বীরভূমের প্রত্যন্ত এলাকার কথা উঠে এসেছিল নোবেলজয়ী অভিজিতের গবেষণায়

2012-2015 ৷ MIT-র নেতৃত্বে বীরভূমের ইলামবাজার, লাভপুর ও সাঁইথিয়ার মত প্রত্যন্ত এলাকায় সমীক্ষা চালিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । চিকিৎসক অভিজিৎ চৌধুরির স্বেচ্ছাসেবী সংস্থা লিভার ফাউন্ডেশনের জন্য একের পর এক সমীক্ষা করেছেন ৷ সেদিনের কাঁচাপাকা চুলের নিরলস পরিশ্রমী মানুষটি আজকের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷

ছবি
author img

By

Published : Oct 16, 2019, 9:26 PM IST

সিউড়ি, 16 অক্টোবর : বছর তিন চার আগের কথা ৷ বীরভূমের প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়িয়েছেন তিনি ৷ কথা বলেছেন সেখানকার মানুষজনের সঙ্গে ৷ খতিয়ে দেখেছেন তাঁদের অর্থনৈতিক অবস্থা ৷ ওই এলাকায় থেকেই নিরন্তর চালিয়ে গেছেন গবেষণার কাজ ৷ আর পাঁচটা ছাত্রের মতো ছাত্র শিবিরে বসে প্রশিক্ষকদের বক্তব্য শুনেছেন৷ একসময় সাঁইথিয়া, ইলামবাজারের অলিগলিতে লেখা সেই গবেষণার খসড়াতেই আজ নোবেলের স্বীকৃতি ৷ সেদিনের কাঁচাপাকা চুলের নিরলস পরিশ্রমী মানুষটি আজকের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ সেদিন তিনি একা ছিলেন না ৷ সঙ্গী ছিলেন স্ত্রী এস্থার ডুফলোও ৷

2012-2015 ৷ MIT-র নেতৃত্বে বীরভূমের ইলামবাজার, লাভপুর ও সাঁইথিয়ার মত প্রত্যন্ত এলাকায় সমীক্ষা চালিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । চিকিৎসক অভিজিৎ চৌধুরির স্বেচ্ছাসেবী সংস্থা লিভার ফাউন্ডেশনের জন্য একের পর এক সমীক্ষা করেছেন ৷ সেই সময় সিউড়ির রামকৃষ্ণ সভাগৃহেও যাতায়াত ছিল তাঁর ৷ এই রামকৃষ্ণ সভাগৃহেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশিক্ষণ দিতেন চিকিৎসক শৈবাল মজুমদার । প্রশিক্ষণ শিবিরে অন্য ছাত্রদের সঙ্গে বসে চুপচাপ শুনতেন শৈবাল মজুমদারের কথা ৷

2015 সালে তাঁকে শেষ দেখা গেছিল৷ পেরিয়ে গেছে অনেকটা বছর ৷ আজ তিনি অর্থনীতিতে নোবেলজয়ী ৷ ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহল থেকে অর্থনৈতিক মহলের বহু ব্যক্তিত্ব তাঁকে শুভেচ্ছা পাঠিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী তাঁর পরামর্শে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ৷ তবে সবকিছুর ঊর্ধ্বে তাঁর অধ্যাবসায়, তাঁর নিরন্তর গবেষণার তাগিদ, যার প্রাপ্তি এই নোবেল ৷ বীরভূমের সেই প্রত্যন্ত এলাকা হয়তো রাতারাতি ভোল বদলাতে পারেনি ৷ পারেনি নিজেদের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাতে ৷ তবে ওঁদের নিয়ে কাজ করেই একজন আজ নোবেল পেলেন ৷ এটুকুই হাসি ফুটিয়েছে ওই মানুষদের মুখে ৷

সিউড়ি, 16 অক্টোবর : বছর তিন চার আগের কথা ৷ বীরভূমের প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়িয়েছেন তিনি ৷ কথা বলেছেন সেখানকার মানুষজনের সঙ্গে ৷ খতিয়ে দেখেছেন তাঁদের অর্থনৈতিক অবস্থা ৷ ওই এলাকায় থেকেই নিরন্তর চালিয়ে গেছেন গবেষণার কাজ ৷ আর পাঁচটা ছাত্রের মতো ছাত্র শিবিরে বসে প্রশিক্ষকদের বক্তব্য শুনেছেন৷ একসময় সাঁইথিয়া, ইলামবাজারের অলিগলিতে লেখা সেই গবেষণার খসড়াতেই আজ নোবেলের স্বীকৃতি ৷ সেদিনের কাঁচাপাকা চুলের নিরলস পরিশ্রমী মানুষটি আজকের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ সেদিন তিনি একা ছিলেন না ৷ সঙ্গী ছিলেন স্ত্রী এস্থার ডুফলোও ৷

2012-2015 ৷ MIT-র নেতৃত্বে বীরভূমের ইলামবাজার, লাভপুর ও সাঁইথিয়ার মত প্রত্যন্ত এলাকায় সমীক্ষা চালিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । চিকিৎসক অভিজিৎ চৌধুরির স্বেচ্ছাসেবী সংস্থা লিভার ফাউন্ডেশনের জন্য একের পর এক সমীক্ষা করেছেন ৷ সেই সময় সিউড়ির রামকৃষ্ণ সভাগৃহেও যাতায়াত ছিল তাঁর ৷ এই রামকৃষ্ণ সভাগৃহেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশিক্ষণ দিতেন চিকিৎসক শৈবাল মজুমদার । প্রশিক্ষণ শিবিরে অন্য ছাত্রদের সঙ্গে বসে চুপচাপ শুনতেন শৈবাল মজুমদারের কথা ৷

2015 সালে তাঁকে শেষ দেখা গেছিল৷ পেরিয়ে গেছে অনেকটা বছর ৷ আজ তিনি অর্থনীতিতে নোবেলজয়ী ৷ ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহল থেকে অর্থনৈতিক মহলের বহু ব্যক্তিত্ব তাঁকে শুভেচ্ছা পাঠিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী তাঁর পরামর্শে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ৷ তবে সবকিছুর ঊর্ধ্বে তাঁর অধ্যাবসায়, তাঁর নিরন্তর গবেষণার তাগিদ, যার প্রাপ্তি এই নোবেল ৷ বীরভূমের সেই প্রত্যন্ত এলাকা হয়তো রাতারাতি ভোল বদলাতে পারেনি ৷ পারেনি নিজেদের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটাতে ৷ তবে ওঁদের নিয়ে কাজ করেই একজন আজ নোবেল পেলেন ৷ এটুকুই হাসি ফুটিয়েছে ওই মানুষদের মুখে ৷

Intro:Body:

সিউড়ি, 16 অক্টোবর : অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরও এক বাঙ্গালির নোবেল প্রাপ্তি, অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে অমর্ত্য সেনের পরই নোবেল জয় তাঁর। আর এই সদ্য নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রত্যন্ত গ্রামগুলিতে এসে তিন বছরের বিভিন্ন সময়ে কাজ করে গিয়েছেন।

দারিদ্র দূরীকরণ নিয়ে গবেষণা করে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সদ্য সস্ত্রীক নোবেল পেয়েছেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বীরভূমের ইলামবাজার, লাভপুর ও সাঁইথিয়ার মত প্রত্যন্ত এলাকায় সমীক্ষা চালিয়েছেন। সেসময় সমীক্ষা চালানোর কাজ করেছিল তার নেতৃত্বে এমআইটি। তিনি এই সমীক্ষা চালিয়ে ছিলেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরীর স্বেচ্ছাসেবী সংস্থা লিভার ফাউন্ডেশনের জন্য।

এই সমীক্ষা চলাকালীন ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে বেশ কয়েকবার তাকে দেখাও গিয়েছিল সিউড়িতে। সেসময় রামকৃষ্ণ সভাগৃহে স্বাস্থ্যপরিসেবা নিয়ে প্রশিক্ষণ দিতেন চিকিৎসক শৈবাল মজুমদার। সেই প্রশিক্ষণ শিবিরে চুপচাপ ছাত্রদের সাথে মনোযোগ সহকারে শুনবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। যদিও এই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বীরভূম তথা সিউড়িতে শেষ দেখা গিয়েছিল ২০১৫ সালে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.