ETV Bharat / state

Amartya Sen on NEP: কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বিস্ফোরক অমর্ত্য সেন - বিশ্বভারতী

বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি থেকে কেন্দ্রীয় শিক্ষানীতি, কী মত নোবেলজয়ী (Nobel Laureate) অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) ! ইটিভি ভারতের প্রতিনিধি অভিষেক দত্ত রায়কে জানালেন সব প্রশ্নের উত্তর ৷

Amartya Sen
Amartya Sen
author img

By

Published : Jan 23, 2023, 7:50 PM IST

Updated : Jan 24, 2023, 1:26 PM IST

বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি থেকে কেন্দ্রীয় শিক্ষানীতি, ইটিভি ভারতের মুখোমুখি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

বোলপুর (বীরভূম), 23 জানুয়ারি: বিশ্বভারতীর (Visva Bharati) মান থেকে কেন্দ্রীয় শিক্ষানীতি (NEP) নিয়ে বিস্ফোরক নোবেলজয়ী অর্থনীতিবিদ (Economist) অমর্ত্য সেন । এদিন শান্তিনিকেতনের বাড়িতে বসে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে তিনি বিশ্বভারতীর শিক্ষার মান, উপাচার্যের ভূমিকা, দেশের ঐক্যবাদের অবনমন, অসহিষ্ণুতা বৃদ্ধি-সহ শিক্ষানীতিতে গুণের অভাব প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ । পাশাপাশি বেশকিছু ক্ষেত্রে তাঁর আক্ষেপ, আপত্তির কথাও তুলে ধরেন তিনি ।

ইটিভি ভারত: কাজের ফাঁকে যখনই সময় পান প্রিয় শান্তিনিকেতনে ছুটে আসেন, কতটা আবেগ ?

মজার ছলে অমর্ত্য সেন বললেন: ছুটে আসি কি না, এটা বলা মুশকিল । কারণ, ছুটে এলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে । আমার ধারণা, এই যে যোগাযোগ আছে তার মধ্যে নৈকট্য খুবই বেশি ।

ইটিভি ভারত: সময়ের সঙ্গে কতটা বদল দেখছেন শান্তিনিকেতন ও বিশ্বভারতীর ?

অমর্ত্য সেন: এখানে বড় বড় প্রাচীর হচ্ছে । দেখা যায় না কিছুই । এখানে বড় বাড়িগুলো, ছোট বাড়িগুলো অদৃশ্য হয়ে গেল, এইরকম অনেক সময় চোখে পড়ে । সেগুলোকে বদলানোর লোক কমে যাবে, নিশ্চয়ই ভাবা যায় ।

Amartya Sen on Intolerance
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

ইটিভি ভারত: যত দিন যাচ্ছে বিশ্বভারতীর শিক্ষার মান কমছে । কীভাবে দেখছেন বিষয়টি, কী পরামর্শ দেবেন মান উন্নয়নে ?

অমর্ত্য সেন: শিক্ষার মান কমে যাচ্ছে কি না, আমি জানি না । এবং চিরকালই খুব বড় রকম ছিল এটাও মনে করার কারণ নেই । শিক্ষার মান যদি সত্যিই কমে থাকে, তাহলে আমাদের নিশ্চয়ই ভাবতে হবে । সেটাকে কীভাবে ধরে রাখা ও তার উপরে কীভাবে আমরা প্রভাব দিতে পারি ।

ইটিভি ভারত: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে একাধিক বিতর্ক ৷ বিতর্কের জন্য সংবাদ শিরোনামে থাকেন তিনি ৷ কখনও ছাত্রদের ভর্তি নিচ্ছেন না, পড়ুয়ারাও আপনার সঙ্গে বহুবার যোগাযোগ করেছে ৷ এই সব কিছুতে বিশ্বভারতীর কতটা ক্ষতি হচ্ছে ?

অমর্ত্য সেন: বিশ্বভারতী যে আদর্শ নিয়ে তৈরি হয়েছিল তা থেকে বিচ্যুত হওয়ার নানা রকম কারণ থাকতে পারে । এবং বিচ্যুত যে একেবারে হয়নি এটাও বলা যাবে না । নানা ছোটখাটো বিষয় রয়েছে । যেমন কিছু ছাত্রকে খুবই নগণ্য কারণে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হল । অথবা কেউ তাঁর বক্তব্য পেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিষয়ে, তাতে যদি উপাচার্য উষ্মা প্রকাশ করে থাকেন, এটা বলা যেতে পারে এর মধ্যে অসহনীয়তা আছে । এবং সেটা কীভাবে কমানো যায় ভাবা দরকার ।

ইটিভি ভারত: কোথাও রেলের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে । রাজ্যের বহু জায়গায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে । স্কুলছুটের সংখ্যা বাড়তে ৷ এই প্রসঙ্গে রাজ্য ও কেন্দ্রকে কী পরামর্শ দেবেন ?

অমর্ত্য সেন: এটা বড় প্রশ্ন । আমাদের দেশে বহু পরিবর্তন হচ্ছে তাতে কিছু কিছু ভুল হচ্ছে এটা মনে করার কারণ থাকতে পারে । আমাদের দেশে 'ঐক্যবাদের' উপর যে জোর ছিল, সেটা যদি কমে গিয়ে থাকে, তাহলে তা নিয়ে আমাদের চিন্তা করার কারণ আছে । তবে সবদিক দিয়ে যে খারাপ হচ্ছে এটা বোধহয় ঠিক নাও হতে পারে ।

Amartya Sen on Intolerance
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

ইটিভি ভারত: আপনি প্রতীচী ট্রাস্টের বহু আলোচনায় বলেছেন দেশে সহিষ্ণুতা কমে যাচ্ছে । এর কারণ কী ? কীভাবে সহিষ্ণুতা ফিরে আসতে পারে, কী পরামর্শ আপনার ?

অমর্ত্য সেন: অসহিষ্ণুতা (Intolerance) সব সময় খারাপ জিনিস । এবং পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভাবে খারাপ জিনিস । এটা আমরা সহজেই মানতে পারি । আর এটার প্রকাশ যদি আমরা নানাভাবে দেখি তাহলে চিন্তা করার কারণ আছে । বিশ্ববিদ্যালয় চালানোর কাজে যারা যুক্ত তাদের মধ্যে অনেক সময় অসহিষ্ণুতার প্রকাশ আমরা দেখতে পাই । সেগুলো কি আমি খুশি হয়ে দেখি ? উত্তর 'না' ৷ এগুলো নিয়ে আমার আপত্তি থাকতে পারে, অনেক সময় আছে ।

ইটিভি ভারত: কেন্দ্রীয় শিক্ষানীতির কতটা সঠিক ? কেন্দ্রীয় শিক্ষানীতি প্রসঙ্গে আপনার পরামর্শ কী ?

অমর্ত্য সেন: কেন্দ্রীয় শিক্ষানীতি কতটা আছে আমি জানি না । তাদের মধ্যে অনেক সময় 'গুণের' অভাব দেখা যায় । যেটাকে শেষ অব্দি আলোচনার অভাব বলে মানতে পারি । সেই জিনিসগুলো যখন ঘটে, তা নিয়ে আমাদের আক্ষেপ করার অনেক কারণ আছে ।

আরও পড়ুন: দেশে জাতিসঙ্কট নিয়ে শঙ্কিত অমর্ত্য সেন, দিলেন দাওয়াই

বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি থেকে কেন্দ্রীয় শিক্ষানীতি, ইটিভি ভারতের মুখোমুখি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

বোলপুর (বীরভূম), 23 জানুয়ারি: বিশ্বভারতীর (Visva Bharati) মান থেকে কেন্দ্রীয় শিক্ষানীতি (NEP) নিয়ে বিস্ফোরক নোবেলজয়ী অর্থনীতিবিদ (Economist) অমর্ত্য সেন । এদিন শান্তিনিকেতনের বাড়িতে বসে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে তিনি বিশ্বভারতীর শিক্ষার মান, উপাচার্যের ভূমিকা, দেশের ঐক্যবাদের অবনমন, অসহিষ্ণুতা বৃদ্ধি-সহ শিক্ষানীতিতে গুণের অভাব প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেন বর্ষীয়ান এই অর্থনীতিবিদ । পাশাপাশি বেশকিছু ক্ষেত্রে তাঁর আক্ষেপ, আপত্তির কথাও তুলে ধরেন তিনি ।

ইটিভি ভারত: কাজের ফাঁকে যখনই সময় পান প্রিয় শান্তিনিকেতনে ছুটে আসেন, কতটা আবেগ ?

মজার ছলে অমর্ত্য সেন বললেন: ছুটে আসি কি না, এটা বলা মুশকিল । কারণ, ছুটে এলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে । আমার ধারণা, এই যে যোগাযোগ আছে তার মধ্যে নৈকট্য খুবই বেশি ।

ইটিভি ভারত: সময়ের সঙ্গে কতটা বদল দেখছেন শান্তিনিকেতন ও বিশ্বভারতীর ?

অমর্ত্য সেন: এখানে বড় বড় প্রাচীর হচ্ছে । দেখা যায় না কিছুই । এখানে বড় বাড়িগুলো, ছোট বাড়িগুলো অদৃশ্য হয়ে গেল, এইরকম অনেক সময় চোখে পড়ে । সেগুলোকে বদলানোর লোক কমে যাবে, নিশ্চয়ই ভাবা যায় ।

Amartya Sen on Intolerance
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

ইটিভি ভারত: যত দিন যাচ্ছে বিশ্বভারতীর শিক্ষার মান কমছে । কীভাবে দেখছেন বিষয়টি, কী পরামর্শ দেবেন মান উন্নয়নে ?

অমর্ত্য সেন: শিক্ষার মান কমে যাচ্ছে কি না, আমি জানি না । এবং চিরকালই খুব বড় রকম ছিল এটাও মনে করার কারণ নেই । শিক্ষার মান যদি সত্যিই কমে থাকে, তাহলে আমাদের নিশ্চয়ই ভাবতে হবে । সেটাকে কীভাবে ধরে রাখা ও তার উপরে কীভাবে আমরা প্রভাব দিতে পারি ।

ইটিভি ভারত: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে একাধিক বিতর্ক ৷ বিতর্কের জন্য সংবাদ শিরোনামে থাকেন তিনি ৷ কখনও ছাত্রদের ভর্তি নিচ্ছেন না, পড়ুয়ারাও আপনার সঙ্গে বহুবার যোগাযোগ করেছে ৷ এই সব কিছুতে বিশ্বভারতীর কতটা ক্ষতি হচ্ছে ?

অমর্ত্য সেন: বিশ্বভারতী যে আদর্শ নিয়ে তৈরি হয়েছিল তা থেকে বিচ্যুত হওয়ার নানা রকম কারণ থাকতে পারে । এবং বিচ্যুত যে একেবারে হয়নি এটাও বলা যাবে না । নানা ছোটখাটো বিষয় রয়েছে । যেমন কিছু ছাত্রকে খুবই নগণ্য কারণে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হল । অথবা কেউ তাঁর বক্তব্য পেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিষয়ে, তাতে যদি উপাচার্য উষ্মা প্রকাশ করে থাকেন, এটা বলা যেতে পারে এর মধ্যে অসহনীয়তা আছে । এবং সেটা কীভাবে কমানো যায় ভাবা দরকার ।

ইটিভি ভারত: কোথাও রেলের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে । রাজ্যের বহু জায়গায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে । স্কুলছুটের সংখ্যা বাড়তে ৷ এই প্রসঙ্গে রাজ্য ও কেন্দ্রকে কী পরামর্শ দেবেন ?

অমর্ত্য সেন: এটা বড় প্রশ্ন । আমাদের দেশে বহু পরিবর্তন হচ্ছে তাতে কিছু কিছু ভুল হচ্ছে এটা মনে করার কারণ থাকতে পারে । আমাদের দেশে 'ঐক্যবাদের' উপর যে জোর ছিল, সেটা যদি কমে গিয়ে থাকে, তাহলে তা নিয়ে আমাদের চিন্তা করার কারণ আছে । তবে সবদিক দিয়ে যে খারাপ হচ্ছে এটা বোধহয় ঠিক নাও হতে পারে ।

Amartya Sen on Intolerance
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

ইটিভি ভারত: আপনি প্রতীচী ট্রাস্টের বহু আলোচনায় বলেছেন দেশে সহিষ্ণুতা কমে যাচ্ছে । এর কারণ কী ? কীভাবে সহিষ্ণুতা ফিরে আসতে পারে, কী পরামর্শ আপনার ?

অমর্ত্য সেন: অসহিষ্ণুতা (Intolerance) সব সময় খারাপ জিনিস । এবং পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভাবে খারাপ জিনিস । এটা আমরা সহজেই মানতে পারি । আর এটার প্রকাশ যদি আমরা নানাভাবে দেখি তাহলে চিন্তা করার কারণ আছে । বিশ্ববিদ্যালয় চালানোর কাজে যারা যুক্ত তাদের মধ্যে অনেক সময় অসহিষ্ণুতার প্রকাশ আমরা দেখতে পাই । সেগুলো কি আমি খুশি হয়ে দেখি ? উত্তর 'না' ৷ এগুলো নিয়ে আমার আপত্তি থাকতে পারে, অনেক সময় আছে ।

ইটিভি ভারত: কেন্দ্রীয় শিক্ষানীতির কতটা সঠিক ? কেন্দ্রীয় শিক্ষানীতি প্রসঙ্গে আপনার পরামর্শ কী ?

অমর্ত্য সেন: কেন্দ্রীয় শিক্ষানীতি কতটা আছে আমি জানি না । তাদের মধ্যে অনেক সময় 'গুণের' অভাব দেখা যায় । যেটাকে শেষ অব্দি আলোচনার অভাব বলে মানতে পারি । সেই জিনিসগুলো যখন ঘটে, তা নিয়ে আমাদের আক্ষেপ করার অনেক কারণ আছে ।

আরও পড়ুন: দেশে জাতিসঙ্কট নিয়ে শঙ্কিত অমর্ত্য সেন, দিলেন দাওয়াই

Last Updated : Jan 24, 2023, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.