বোলপুর, 27 মে : স্পেনের প্রিন্সেস অফ অস্টুরিয়াস সম্মানে ভূষিত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । সমাজবিজ্ঞানে এটি স্পেনের সর্বোচ্চ সম্মান । বুধবার স্প্যানিশ প্রাইজ় ফাউন্ডেশন তাঁকে এই সম্মানে ভূষিত করে ।
প্রিন্সেস অফ অস্টুরিয়াস ফাউন্ডেশনের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 20 টি দেশের 41 জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে থেকে অমর্ত্য সেনকে বেছে নেওয়া হয়েছে সমাজবিজ্ঞানের এই সম্মানের জন্য ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ভিক্ষের উপর তাঁর যে গবেষণা এবং তাঁর থিওরি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, জনহিতকর অর্থনীতি এবং দারিদ্র দূরীকরণ নিয়ে তিনি অনেক কাজ করেছেন । এগুলিসমাজে অবিচার, অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা সাহায্য করেছে ।
পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে জোয়ান মিরোর একটি মূর্তি, একটি শংসাপত্র ও 50 হাজার ইউরো । তাঁর নাম মনোনীত করেছিলেন বার্সেলোনায় কাসা এশিয়ার ডিরেক্টর জেনেরাল জেভিয়ার প্যারানডো । বর্তমান করোনা পরিস্থিতির কারণে এবারে বিচারকমণ্ডলী বিজেতার নাম অনলাইনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করা হয়েছে ।