রামপুরহাট, 18 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নিহার মুখোপাধ্যায় । লোকসভা ভোটের আগে রদবদলের পর বীরভূমের রামপুরহাট 1 নং ব্লকের সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি ৷ এর আগে এই পদের দায়িত্বে ছিলেন সৈয়দ সিরাজ জিম্মি ৷
রামপুরহাট সংলগ্ন বগটুই গ্রামে উপপ্রধান ভাদু শেখ খুনের বদলায় প্রাণ যায় শিশু-সহ 10 জন নিরীহ গ্রামাবাসীর। ঘটনার দু’দিন পর পরিস্থিতি দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ওঠে, রামপুরহাট 1নং-এর তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনের উপর। এরপর মুখ্যমন্ত্রী তাঁকে পদ থেকে সরিয়ে গ্রেফতার করার নির্দেশ দেয়। বীরভূমের জেলা সভাপতি ও দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে ব্লক সভাপতির দায়িত্ব পান সৈয়দ সিরাজ জিম্মি ৷ তারপর থেকেই রামপুরহাট 1 নং ব্লকের সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি ৷
বিগত কয়েক বছর ধরে কুসুম্বা পঞ্চায়েতে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন অভিষেকের মামা নিহার মুখোপাধ্যায় ও মামী পম্পা মুখোপাধ্যায়। যদিও এবার পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত সীমিত থেকে দাঁড়িয়ে বিজেপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন অভিষেকের মামী পম্পা মুখোপাধ্যায় । তার উপর এই বছর নবজোয়ার যাত্রার সময় বীরভূমে গেলে মামার বাড়িও গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তারপরই নিহার মুখোপাধ্যায়কে সভাপতি পদে দায়িত্ব পান ৷ যাকে স্বজন পোষণের রাজনীতির বলেও কটাক্ষ করেছেন বিরোধীরা।
এই প্রসঙ্গেই সিপিএম নেতা সঞ্জীব বর্মন বলেন, "তৃণমূল কংগ্রেসে নূন্যতম গণতন্ত্র নেই। এরা জমিদারি প্রথায় বিশ্বাসী, জমিদাররা দল চালায়। সেই প্রথা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা পদে বসলেন। এতে তেমন কোনও আশ্চর্য হওয়ার কিছু নেই। যখন জিম্মিকে ব্লক সভাপতি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও জমিদারি প্রথা মেনে। আর এখন দলের সিদ্ধান্ত তো ভাইপো নেয় ৷ এবার মামাকে দায়িত্ব দেওয়া হলো।" ব্লকের প্রাক্তন সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি তা পালন করব। পদের লোভে রাজনীতি করি না। মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। তাই আমার এই বিষয়ে কোনও আক্ষেপ নেই।"
আরও পড়ুন: