ETV Bharat / state

নানুরে মহিলা বিজেপি কর্মীকে ধর্ষণের অভিযোগ ভুয়ো, বললেন পুলিশ সুপার

সাংবাদিক বৈঠক করে বীরভূমের পুলিশ সুপার বলেন, নানুরের বিজেপি মহিলা কর্মী ধর্ষণের খবর সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়ানো হয়েছে তা মিথ্যা ৷ কে বা কারা এই খবর রটিয়েছে তার তদন্ত চলছে ৷

নানুরে মহিলা বিজেপি কর্মী ধর্ষনের অভিযোগ মিথ্যা, বললেন জেলা পুলিশ সুপার
নানুরে মহিলা বিজেপি কর্মী ধর্ষনের অভিযোগ মিথ্যা, বললেন জেলা পুলিশ সুপার
author img

By

Published : May 5, 2021, 7:20 AM IST

নানুর, 5 মে: "জেলা জুড়ে বিক্ষিপ্ত অশান্তি চলছে, তবে মিথ্যা খবর রটালে ব্যবস্থা নেওয়া হবে৷" সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে জেলায় 11 টি আসনের মধ্যে 10টিতে জয়ী হয়েছে তৃণমূল । এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়াতে শুরু করে, নানুরে বিজেপি মহিলা কর্মী ধর্ষিতা হয়েছেন । এই মর্মে টুইট করেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত । এই প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী ।

সাংবাদিক বৈঠকে নগেন্দ্র ত্রিপাঠী বলেন, "নানুরের বিজেপি মহিলা কর্মী ধর্ষণের খবর ঠিক নয় ৷ আমরা তদন্ত করে দেখেছি ৷ এমনকি বিজেপির কর্মীরাও বলছেন তাঁরা এমন কোনও খবর জানেন না ৷ মিথ্যা খবর রটাবেন না । টুইট করবেন না । মিথ্যা খবর রটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।" তিনি আরও বলেন, "তদন্ত চলছে ৷ কে বা কারা এই মিথ্যা খবর রটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ খোঁজ মিললে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷"

সাংবাদিক বৈঠকে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী

এমনকি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকেও টুইট করে জানানো হয় খবরটি মিথ্যা ৷

ধর্ষণের অভিযোগ মিথ্যে বললেও জেলায় হিংসার কথা স্বীকার করে নিয়েছেন জেলা পুলিশ সুপার । তিনি বলেন, "বেশ কিছু জায়গায় বাড়ি ভাঙচুর হয়েছে । পুলিশ টহল দিচ্ছে । মোবাইল ভ্যান আছে ৷ থানা ভিত্তিক পুলিশ সব দলের নেতাদের সঙ্গে কথা বলছে । শান্তি বজায় রাখতে বলা হয়েছে ।" প্রসঙ্গত সদ্য ভোটের ফল পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ।

আরও পড়ুন : বাংলার মেয়েকে অপমানের জবাব দিল মানুষ : অনুব্রত

নানুর, 5 মে: "জেলা জুড়ে বিক্ষিপ্ত অশান্তি চলছে, তবে মিথ্যা খবর রটালে ব্যবস্থা নেওয়া হবে৷" সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে জেলায় 11 টি আসনের মধ্যে 10টিতে জয়ী হয়েছে তৃণমূল । এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়াতে শুরু করে, নানুরে বিজেপি মহিলা কর্মী ধর্ষিতা হয়েছেন । এই মর্মে টুইট করেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত । এই প্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী ।

সাংবাদিক বৈঠকে নগেন্দ্র ত্রিপাঠী বলেন, "নানুরের বিজেপি মহিলা কর্মী ধর্ষণের খবর ঠিক নয় ৷ আমরা তদন্ত করে দেখেছি ৷ এমনকি বিজেপির কর্মীরাও বলছেন তাঁরা এমন কোনও খবর জানেন না ৷ মিথ্যা খবর রটাবেন না । টুইট করবেন না । মিথ্যা খবর রটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।" তিনি আরও বলেন, "তদন্ত চলছে ৷ কে বা কারা এই মিথ্যা খবর রটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷ খোঁজ মিললে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷"

সাংবাদিক বৈঠকে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী

এমনকি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকেও টুইট করে জানানো হয় খবরটি মিথ্যা ৷

ধর্ষণের অভিযোগ মিথ্যে বললেও জেলায় হিংসার কথা স্বীকার করে নিয়েছেন জেলা পুলিশ সুপার । তিনি বলেন, "বেশ কিছু জায়গায় বাড়ি ভাঙচুর হয়েছে । পুলিশ টহল দিচ্ছে । মোবাইল ভ্যান আছে ৷ থানা ভিত্তিক পুলিশ সব দলের নেতাদের সঙ্গে কথা বলছে । শান্তি বজায় রাখতে বলা হয়েছে ।" প্রসঙ্গত সদ্য ভোটের ফল পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ।

আরও পড়ুন : বাংলার মেয়েকে অপমানের জবাব দিল মানুষ : অনুব্রত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.