বোলপুর, 15 মার্চ: ভূমি ও ভূমি সংস্কার দফতরের দ্বিতীয় দিনের শুনানিতেও অমর্ত্য সেনের জমি নিয়ে জট অব্যাহত রইল (Amartya Sen Land Tangled Case) ৷ তবে, নতুন তথ্য দিলেন বিশ্বভারতীর আইনজীবী ৷ তিনি জানান, অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনের সময় থেকেই 13 ডেসিমেল জমি দখলীকৃত ৷ প্রশ্ন উঠেছে, তাহলে বিশ্বভারতী বারবার প্রেস বিজ্ঞপ্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Nobel laureate economist Amartya Sen) জমি জবর দখল করে রেখেছেন বলে উল্লেখ করছে কেন ? এদিন প্রায় 2 ঘণ্টা বোলপুর ভূমি আধিকারিকের উপস্থিতিতে দুই পক্ষের আইনজীবীর মধ্যে জোর সওয়াল-জবাব হয় ৷ ছিলেন, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত ৷
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ একাধিকবার এই অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এই মর্মে অমর্ত্য সেন শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে থাকাকালীন 3টি চিঠি দিয়ে জমি ফেরত চাওয়া হয়েছে ৷ এমনকি, ভারতরত্নের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র ৷
এই বিষয়ে তাঁর বাবা আশুতোষ সেনের উইলে বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে পেশ করে 1.38 একর জমি রেকর্ড করে দেওয়ার আর্জি জানান অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী ৷ পালটা জমি মাপঝোঁকের দাবি জানান বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস ৷ দু’তরফের আবেদনের প্রেক্ষিতে প্রথম দিনের শুনানিতে জট কাটেনি ৷ তাই এদিন ফের শুনানির দিন ধার্য করা হয়েছিল ৷ বোলপুর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় দাসের উপস্থিতিতে দু’পক্ষের আইনজীবীর মধ্যে জোর সওয়াল-জবাব হয় ৷ শুনানির জন্য বোলপুর থানার তরফে পুলিশ মোতায়েন করা হয়েছিল ৷ তবে, দ্বিতীয় দিনের শুনানির পরেও জমি জট অব্যাহত।
কিন্তু, উঠে এল নতুন তথ্য ৷ শুনানি শেষে বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস জানান, অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেনের সময় থেকেই বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল হয়ে রয়েছে ৷ প্রশ্ন উঠেছে, তাহলে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কেন বারবার বলছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করেছে ? এই পরিপ্রেক্ষিতে বিশ্বভারতীর আইনজীবীর ব্যাখ্যা, পিতা প্রয়াত ৷ তাই পিতার কথা না-টেনে অমর্ত্য সেন জমি দখল করে রেখেছেন সেটাই বলা হচ্ছে ৷
আরও পড়ুন: অমর্ত্য সেনের নামেই সম্পূর্ণ জমি রেকর্ড করল রাজ্য, বিদেশে যাওয়ার আগে জানালেন নোবেলজয়ী
অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী বলেন, ‘‘আমরা আবেদন করালাম আশুতোষ সেনের উইল অনুযায়ী ছেলে অমর্ত্য সেনের নামেই সম্পূর্ণ জমি অর্থাৎ 1.38 একর জমি রেকর্ড করে দেওয়া হোক ৷ বিশ্বভারতী নানান যুক্তি দেখাচ্ছে ৷ কিন্তু, বাবার জমির অধিকার ছেলের আছে ৷’’ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত বলেন, ‘‘শুধু অমর্ত্য সেন নন, আরও বহু মানুষ বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন ৷ আমরা তাঁদেরও নোটিশ দিয়েছি ৷ ভেঙেও দিয়েছি অনেক নির্মাণ ৷ দখল হওয়া জমি উদ্ধার করেছি ৷ অমর্ত্য সেন যেহেতু সম্মানীয় ব্যক্তি, তাই ওনাকে আমরা নোটিশ দিয়েছি মাত্র ৷’’