ETV Bharat / state

Rampurhat Municipality : শপথ নিলেন রামপুরহাট পৌরসভার নতুন চেয়ারপার্সন - Rampurhat Municipality Chairman oath

রামপুরহাট পৌরসভায় চেয়ারপার্সন পদে শপথ নিলেন সৌমেন ভকত ৷ তিনি স্থানীয় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৷ বুধবার রামপুরহাট পৌরসভার সভাকক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করান রামপুরহাট মহকুমার শাসক সাদ্দাম নাভাস (Rampurhat Municipality Chairman oath) ৷

Rampurhat Municipality News
চেয়ারপার্সন পদে শপথ সৌমেন ভকতের
author img

By

Published : Mar 16, 2022, 10:29 PM IST

রামপুরহাট, 16 মার্চ : রামপুরহাট পৌরসভায় চেয়ারপার্সন পদে শপথ নিলেন রামপুরহাট পুরসভা 18 নং ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন ভকত । রামপুরহাট পৌরসভার সভা কক্ষে এদিন তাঁকে শপথ পাঠ করান রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস । পাশাপাশি উপপৌরপতি হিসেবে শপথ নেন 12 নং ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত মাহারা (Rampurhat Municipality Chairman oath) ।

এদিন শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারপার্সন সৌমেন ভকত বলেন, "আগামী দিনে উন্নয়নই একমাত্র লক্ষ্য । রামপুরহাট শহরে জনসংখ্যা বাড়ছে, তাই পানীয় জলের ঘাটতি দেখা যাচ্ছে, গারবেজ সিস্টেমেও ঘাটতি আছে । আমরা রামপুরহাট শহরকে আবর্জনা মুক্ত করব এবং পানীয় জল যাতে প্রতিটি শহরবাসী পর্যাপ্ত পায় তার দিকে নজর রাখবো ।" রামপুরহাট শহরে পুকুর ভরাট হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নব নির্বাচিত চেয়ারপার্সন সৌমেন ভকত ।

রামপুরহাট পৌরসভার চেয়ারপার্সন পদে শপথ নিলেন সৌমেন ভকত

আরও পড়ুন: Minors rescued From Rampurhat Station : রামপুরহাট স্টেশন থেকে উদ্ধার নাবালকের দল, নেপথ্যে পাচার চক্র ?

তিনি আরও উল্লেখ করেন, "পৌরসভার নুতন বোর্ড পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে । আমরা পুকুর সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগী হব ।" রামপুরহাট শহরে একমাত্র সাংস্কৃতিক মঞ্চ "রক্তকরবী" প্রায় বছর পাঁচেক থেকে নির্মীয়মাণ । অসুবিধায় পড়তে হচ্ছে সাংকৃতিকপ্রেমীদের । একটি অনুষ্ঠান করতে হলে মুক্ত মঞ্চে ঝড় জল মাথায় নিয়ে করতে হয় । সেই বিষয়ে নতুন চেয়ারপার্সন বলেন, "রক্তকরবীর কাজের বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আছে । টাকা খুব তাড়াতাড়ি আসবে । আমরা শীঘ্রই রক্তকরবীর কাজ সম্পূর্ণ করতে পারব ।"

রামপুরহাট, 16 মার্চ : রামপুরহাট পৌরসভায় চেয়ারপার্সন পদে শপথ নিলেন রামপুরহাট পুরসভা 18 নং ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন ভকত । রামপুরহাট পৌরসভার সভা কক্ষে এদিন তাঁকে শপথ পাঠ করান রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস । পাশাপাশি উপপৌরপতি হিসেবে শপথ নেন 12 নং ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত মাহারা (Rampurhat Municipality Chairman oath) ।

এদিন শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারপার্সন সৌমেন ভকত বলেন, "আগামী দিনে উন্নয়নই একমাত্র লক্ষ্য । রামপুরহাট শহরে জনসংখ্যা বাড়ছে, তাই পানীয় জলের ঘাটতি দেখা যাচ্ছে, গারবেজ সিস্টেমেও ঘাটতি আছে । আমরা রামপুরহাট শহরকে আবর্জনা মুক্ত করব এবং পানীয় জল যাতে প্রতিটি শহরবাসী পর্যাপ্ত পায় তার দিকে নজর রাখবো ।" রামপুরহাট শহরে পুকুর ভরাট হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নব নির্বাচিত চেয়ারপার্সন সৌমেন ভকত ।

রামপুরহাট পৌরসভার চেয়ারপার্সন পদে শপথ নিলেন সৌমেন ভকত

আরও পড়ুন: Minors rescued From Rampurhat Station : রামপুরহাট স্টেশন থেকে উদ্ধার নাবালকের দল, নেপথ্যে পাচার চক্র ?

তিনি আরও উল্লেখ করেন, "পৌরসভার নুতন বোর্ড পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে । আমরা পুকুর সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগী হব ।" রামপুরহাট শহরে একমাত্র সাংস্কৃতিক মঞ্চ "রক্তকরবী" প্রায় বছর পাঁচেক থেকে নির্মীয়মাণ । অসুবিধায় পড়তে হচ্ছে সাংকৃতিকপ্রেমীদের । একটি অনুষ্ঠান করতে হলে মুক্ত মঞ্চে ঝড় জল মাথায় নিয়ে করতে হয় । সেই বিষয়ে নতুন চেয়ারপার্সন বলেন, "রক্তকরবীর কাজের বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আছে । টাকা খুব তাড়াতাড়ি আসবে । আমরা শীঘ্রই রক্তকরবীর কাজ সম্পূর্ণ করতে পারব ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.