রামপুরহাট, 16 মার্চ : রামপুরহাট পৌরসভায় চেয়ারপার্সন পদে শপথ নিলেন রামপুরহাট পুরসভা 18 নং ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন ভকত । রামপুরহাট পৌরসভার সভা কক্ষে এদিন তাঁকে শপথ পাঠ করান রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস । পাশাপাশি উপপৌরপতি হিসেবে শপথ নেন 12 নং ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত মাহারা (Rampurhat Municipality Chairman oath) ।
এদিন শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারপার্সন সৌমেন ভকত বলেন, "আগামী দিনে উন্নয়নই একমাত্র লক্ষ্য । রামপুরহাট শহরে জনসংখ্যা বাড়ছে, তাই পানীয় জলের ঘাটতি দেখা যাচ্ছে, গারবেজ সিস্টেমেও ঘাটতি আছে । আমরা রামপুরহাট শহরকে আবর্জনা মুক্ত করব এবং পানীয় জল যাতে প্রতিটি শহরবাসী পর্যাপ্ত পায় তার দিকে নজর রাখবো ।" রামপুরহাট শহরে পুকুর ভরাট হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নব নির্বাচিত চেয়ারপার্সন সৌমেন ভকত ।
তিনি আরও উল্লেখ করেন, "পৌরসভার নুতন বোর্ড পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে । আমরা পুকুর সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগী হব ।" রামপুরহাট শহরে একমাত্র সাংস্কৃতিক মঞ্চ "রক্তকরবী" প্রায় বছর পাঁচেক থেকে নির্মীয়মাণ । অসুবিধায় পড়তে হচ্ছে সাংকৃতিকপ্রেমীদের । একটি অনুষ্ঠান করতে হলে মুক্ত মঞ্চে ঝড় জল মাথায় নিয়ে করতে হয় । সেই বিষয়ে নতুন চেয়ারপার্সন বলেন, "রক্তকরবীর কাজের বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আছে । টাকা খুব তাড়াতাড়ি আসবে । আমরা শীঘ্রই রক্তকরবীর কাজ সম্পূর্ণ করতে পারব ।"