শান্তিনিকেতন, 1 ডিসেম্বর : শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শুরু হল 46তম নন্দন মেলা । কলাভবন চত্বরে অনুষ্ঠিত এই মেলা চলবে দু'দিন । এদিন মেলা প্রাঙ্গন ঘুরে দেখলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা ।
বিশ্বভারতীর প্রাক্তন প্রয়াত উপাচার্য তথা প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত হয় এই মেলা । তাঁর নামানুসারেই মেলার নাম দেওয়া হয়েছে ‘নন্দন মেলা’ । প্রতি বছরই 1 ডিসেম্বর কলাভবন চত্বরে মেলা বসে ।
এখানে রয়েছে কলাভবনের ছ’টি বিভাগ তথা সেরামিক, গ্রাফিক্স, টেক্সস্টাইল, স্কাল্পচার, পেন্টিং, হিস্ট্রি অফ আর্টের স্টল । এই স্টলগুলিতে পড়ুয়াদের হাতে তৈরি শিল্প সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয় । খাবারের স্টলের পাশাপাশি শিল্প কলার উপর লেখা বইয়েরও স্টল রয়েছে । অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে মেলায় ।
প্রসঙ্গত, সম্প্রতি কলাভবনের শতবর্ষ পূর্তি হয়েছে । নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, কেজি সুব্রহ্মণ্যম, যোগেন চৌধুরীর মতো শিল্পীরা এই কলাভবনকে সমৃদ্ধ করেছেন । প্রাঙ্গনে অনুষ্ঠিত 'নন্দন মেলা'-য় শিল্পকলার পসার দেখতে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের মানুষেরা ।