ETV Bharat / state

শান্তিনিকেতনে শুরু নন্দনমেলা

শান্তিনিকেতনে বিশ্বভারতীতে 46 তম নন্দন মেলার সূচনা হল । প্রতি বছরই 1 ডিসেম্বর কলাভবন চত্বরে মেলা বসে । এখানে পড়ুয়াদের হাতে তৈরি শিল্প সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয় । আর এই শিল্পকলার পসার দেখতে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের মানুষেরা ।

image
নন্দনমেলা
author img

By

Published : Dec 1, 2019, 9:48 PM IST

শান্তিনিকেতন, 1 ডিসেম্বর : শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শুরু হল 46তম নন্দন মেলা । কলাভবন চত্বরে অনুষ্ঠিত এই মেলা চলবে দু'দিন । এদিন মেলা প্রাঙ্গন ঘুরে দেখলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা ।

বিশ্বভারতীর প্রাক্তন প্রয়াত উপাচার্য তথা প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত হয় এই মেলা । তাঁর নামানুসারেই মেলার নাম দেওয়া হয়েছে ‘নন্দন মেলা’ । প্রতি বছরই 1 ডিসেম্বর কলাভবন চত্বরে মেলা বসে ।

এখানে রয়েছে কলাভবনের ছ’টি বিভাগ তথা সেরামিক, গ্রাফিক্স, টেক্সস্টাইল, স্কাল্পচার, পেন্টিং, হিস্ট্রি অফ আর্টের স্টল । এই স্টলগুলিতে পড়ুয়াদের হাতে তৈরি শিল্প সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয় । খাবারের স্টলের পাশাপাশি শিল্প কলার উপর লেখা বইয়েরও স্টল রয়েছে । অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে মেলায় ।

image
শিল্প সামগ্রীর পসরা সাজিয়ে পড়ুয়ারা

প্রসঙ্গত, সম্প্রতি কলাভবনের শতবর্ষ পূর্তি হয়েছে । নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, কেজি সুব্রহ্মণ্যম, যোগেন চৌধুরীর মতো শিল্পীরা এই কলাভবনকে সমৃদ্ধ করেছেন । প্রাঙ্গনে অনুষ্ঠিত 'নন্দন মেলা'-য় শিল্পকলার পসার দেখতে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের মানুষেরা ।

শান্তিনিকেতন, 1 ডিসেম্বর : শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শুরু হল 46তম নন্দন মেলা । কলাভবন চত্বরে অনুষ্ঠিত এই মেলা চলবে দু'দিন । এদিন মেলা প্রাঙ্গন ঘুরে দেখলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা ।

বিশ্বভারতীর প্রাক্তন প্রয়াত উপাচার্য তথা প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত হয় এই মেলা । তাঁর নামানুসারেই মেলার নাম দেওয়া হয়েছে ‘নন্দন মেলা’ । প্রতি বছরই 1 ডিসেম্বর কলাভবন চত্বরে মেলা বসে ।

এখানে রয়েছে কলাভবনের ছ’টি বিভাগ তথা সেরামিক, গ্রাফিক্স, টেক্সস্টাইল, স্কাল্পচার, পেন্টিং, হিস্ট্রি অফ আর্টের স্টল । এই স্টলগুলিতে পড়ুয়াদের হাতে তৈরি শিল্প সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয় । খাবারের স্টলের পাশাপাশি শিল্প কলার উপর লেখা বইয়েরও স্টল রয়েছে । অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে মেলায় ।

image
শিল্প সামগ্রীর পসরা সাজিয়ে পড়ুয়ারা

প্রসঙ্গত, সম্প্রতি কলাভবনের শতবর্ষ পূর্তি হয়েছে । নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, কেজি সুব্রহ্মণ্যম, যোগেন চৌধুরীর মতো শিল্পীরা এই কলাভবনকে সমৃদ্ধ করেছেন । প্রাঙ্গনে অনুষ্ঠিত 'নন্দন মেলা'-য় শিল্পকলার পসার দেখতে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের মানুষেরা ।

Intro:শান্তিনিকেতন, ১ ডিসেম্বরঃ বিশ্বভারতীতে শুরু হল দুদিনের ৪৬ তম নন্দন মেলা। কলাভবনের শতবর্ষ পূর্তি হয়েছে এবছর। এদিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। Body:শান্তিনিকেতন, ১ ডিসেম্বরঃ বিশ্বভারতীতে শুরু হল দুদিনের ৪৬ তম নন্দন মেলা। কলাভবনের শতবর্ষ পূর্তি হয়েছে এবছর। এদিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা।

উল্লেখ্য, বিশ্বভারতীর প্রাক্তন প্রয়াত উপাচার্য তথা প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর জন্মদিনকে স্মরণে রাখতে প্রতি বছর ১ ডিসেম্বর কলাভবন চত্ত্বরে বসে তাঁর নামানুসারে এই ‘নন্দন মেলা’। পড়ুয়াদের সারা বছরের হাতে তৈরি শিল্প সামগ্রী মেলার প্রদর্শিত হয় ও বিক্রি হয়। কলাভবনের ছ’টি বিভাগ সেরামিক, গ্রাফিক্স, টেক্সস্টাইল, স্কাল্পচার, পেন্টিং, হিস্ট্রি অফ আর্টের স্টল রয়েছে। এছাড়া, প্রাক্তনীদের স্টল, খাবারের স্টলের পাসাপাশি শিল্প কলার উপর লেখা বইয়ের স্টলও মেলায় রয়েছে। একদিকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
১৯১৫ সালে কলাভবনের সূচনা হয়। কিন্তু, ১৯১৯ সালে দ্বারিক বাড়িতে এই ভবন স্থানান্তর হয়। তাই এই বছরটিকেই কলাভবনের প্রতিষ্ঠা হিসাবে ধরা হয়। নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, কেজি সুব্রহ্মণ্যম, যোগেন চৌধুরী মত শিল্পীরা এই কলাভবনকে সমৃদ্ধ করেছেন। নন্দনমেলায় শিল্পকলার পসার দেখতে দেশ বিদেশের মানুষ ভিড় জমিয়েছেন।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.