ETV Bharat / state

"অচেনাকে ভয় কী আমার", শান্তিনিকেতনের আড্ডার প্রিয় গান ছিল নবনীতা দেবসেনের - অমর্ত্য সেনের মা অমিতা সেন

অমিতা ভবন। কাজের ফাঁকে প্রায়ই শান্তিনিকেতনের এই বাড়িতে আসতেন নবনীতা দেবসেন। বসত আড্ডা । প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, মোহন সিং খাঙ্গুরা থেকে শুরু করে আশ্রমিক শ্যামলী খাস্তগির, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্রতীন সেন সকলে থাকতেন সেই আড্ডায় ।

ছবি
author img

By

Published : Nov 17, 2019, 2:11 AM IST

Updated : Nov 17, 2019, 6:05 AM IST

শান্তিনিকেতন, 17 নভেম্বর : "অচেনাকে ভয় কী আমার"। গানটি সবচেয়ে প্রিয় ছিল বউদির । সাহিত্যিক নবনীতা দেবসেনের প্রয়াণে স্মৃতিচারণ করলেন দেওর শান্তভানু সেন । অমর্ত্য সেন ও নবনীতা দেবসেনের বিয়েতেও গেছিলেন তিনি । উঠে এল নানা স্মৃতি ।

অমিতা ভবন। নোবেলজয়ী অমর্ত্য সেনের মা অমিতা সেনের নামে শান্তিনিকেতন এন্ড্রুজ়পল্লির এই বাড়ির নাম । এখান থেকেই অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের সমস্ত কাজকর্ম হয়ে থাকে । কাজের ফাঁকে প্রায়ই শান্তিনিকেতনের এই বাড়িতে আসতেন নবনীতা দেবসেন । 2017 সালে শেষবার এসেছিলেন । প্রতীচী ট্রাস্টের অনুষ্ঠানেই এসেছিলেন । ট্রাস্টের উপদেষ্টা ছিলেন তিনি ।

অমর্ত্য সেনের মামা ক্ষেমেন্দ্রমোহন সেনের ছেলে শান্তভানু সেন বউদির স্মৃতিচারণ করেন । শান্তিনিকেতনে অন্য একটি ঘরানা তৈরি করেছিলেন নবনীতা । এখানে এলেই বাড়িতে আড্ডা বসত । প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, মোহন সিং খাঙ্গুরা থেকে শুরু করে আশ্রমিক শ্যামলী খাস্তগির, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্রতীন সেন সকলে থাকতেন সেই আড্ডায় । কালের নিয়মে আড্ডার সেই আসর থেকে বিদায় নিয়েছেন নবনীতা । থেকে গেছে প্রিয় গান, কিছু স্মৃতি ।

শান্তিনিকেতন, 17 নভেম্বর : "অচেনাকে ভয় কী আমার"। গানটি সবচেয়ে প্রিয় ছিল বউদির । সাহিত্যিক নবনীতা দেবসেনের প্রয়াণে স্মৃতিচারণ করলেন দেওর শান্তভানু সেন । অমর্ত্য সেন ও নবনীতা দেবসেনের বিয়েতেও গেছিলেন তিনি । উঠে এল নানা স্মৃতি ।

অমিতা ভবন। নোবেলজয়ী অমর্ত্য সেনের মা অমিতা সেনের নামে শান্তিনিকেতন এন্ড্রুজ়পল্লির এই বাড়ির নাম । এখান থেকেই অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের সমস্ত কাজকর্ম হয়ে থাকে । কাজের ফাঁকে প্রায়ই শান্তিনিকেতনের এই বাড়িতে আসতেন নবনীতা দেবসেন । 2017 সালে শেষবার এসেছিলেন । প্রতীচী ট্রাস্টের অনুষ্ঠানেই এসেছিলেন । ট্রাস্টের উপদেষ্টা ছিলেন তিনি ।

অমর্ত্য সেনের মামা ক্ষেমেন্দ্রমোহন সেনের ছেলে শান্তভানু সেন বউদির স্মৃতিচারণ করেন । শান্তিনিকেতনে অন্য একটি ঘরানা তৈরি করেছিলেন নবনীতা । এখানে এলেই বাড়িতে আড্ডা বসত । প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, মোহন সিং খাঙ্গুরা থেকে শুরু করে আশ্রমিক শ্যামলী খাস্তগির, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্রতীন সেন সকলে থাকতেন সেই আড্ডায় । কালের নিয়মে আড্ডার সেই আসর থেকে বিদায় নিয়েছেন নবনীতা । থেকে গেছে প্রিয় গান, কিছু স্মৃতি ।

Intro:শান্তিনিকেতন, ৮ নভেম্বরঃ "অচেনা কে ভয় কি আমার" গানটি সবচেয়ে প্রিয় ছিল বৌদির। সাহিত্যিক নবনীতা দেবসেনের প্রয়াণে স্মৃতিচারণ করলেন দেওর শান্ত ভানু সেন। অমর্ত্য সেন ও নবনীতা দেবসেনের বিয়েতেও গিয়েছিলেন তিনি সেসব কথাও বলেন। শান্তিনিকেতনে অন্য একটি ঘরানা তৈরি করেছিলেন নবনীতাদেবী। পেশাগত কাজের ফাঁকে প্রায় আসতেন শান্তিনিকেতনে অমিতা ভবন বাড়িতে। ২০১৭ সালে শেষবার শান্তিনিকেতন এসেছিলেন প্রতীচী ট্রাস্টের অনুষ্ঠানে। Body:শান্তিনিকেতন, ৮ নভেম্বরঃ "অচেনা কে ভয় কি আমার" গানটি সবচেয়ে প্রিয় ছিল বৌদির। সাহিত্যিক নবনীতা দেবসেনের প্রয়াণে স্মৃতিচারণ করলেন দেওর শান্ত ভানু সেন। অমর্ত্য সেন ও নবনীতা দেবসেনের বিয়েতেও গিয়েছিলেন তিনি সেসব কথাও বলেন। শান্তিনিকেতনে অন্য একটি ঘরানা তৈরি করেছিলেন নবনীতাদেবী। পেশাগত কাজের ফাঁকে প্রায় আসতেন শান্তিনিকেতনে অমিতা ভবন বাড়িতে। ২০১৭ সালে শেষবার শান্তিনিকেতন এসেছিলেন প্রতীচী ট্রাস্টের অনুষ্ঠানে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা অমিতা সেনের নামে শান্তিনিকেতন এন্ড্রুজপল্লীর বাড়ির নাম অমিতা ভবন। এই ভবন থেকেই অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের সমস্ত কাজকর্ম হয়ে থাকে। এই প্রতীচী ট্রাস্টের উপদেষ্টা ছিলেন নবনীতা দেবী। পেশাগত কাজের ফাঁক পেলেই শান্তিনিকেতন ছুটে আসতে সাহিত্যিক নবনীতা দেবসেন। এখানে এলেই প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, মোহন সিং খাঙ্গুরা, আশ্রমিক শ্যামলী খাস্তগীর, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্রতীন সেন প্রমুখ বিশিষ্টজনেদের বাড়িতে বসত আড্ডা।
তাঁর প্রয়াণে শোকাহত শান্তিনিকেতন। এদিন, অমর্ত্য সেনের মা অমিতা দেবীর দাদা ক্ষেমেন্দ্রমোহন সেনের ছেলে শান্ত ভানু সেন বৌদির প্রয়াণে স্মৃতিচারণ করেন। খুব ছোট বয়সে অমর্ত্য সেন ও নবনীতা দেবসেনের বিয়েতে গিয়েছেন তিনি। এছাড়া বউদির প্রিয় গান, কিভাবে কাটাতেন প্রভৃতি দুঃখের সঙ্গে জানান শান্তবাবু।Conclusion:
Last Updated : Nov 17, 2019, 6:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.