শান্তিনিকেতন, 17 নভেম্বর : "অচেনাকে ভয় কী আমার"। গানটি সবচেয়ে প্রিয় ছিল বউদির । সাহিত্যিক নবনীতা দেবসেনের প্রয়াণে স্মৃতিচারণ করলেন দেওর শান্তভানু সেন । অমর্ত্য সেন ও নবনীতা দেবসেনের বিয়েতেও গেছিলেন তিনি । উঠে এল নানা স্মৃতি ।
অমিতা ভবন। নোবেলজয়ী অমর্ত্য সেনের মা অমিতা সেনের নামে শান্তিনিকেতন এন্ড্রুজ়পল্লির এই বাড়ির নাম । এখান থেকেই অমর্ত্য সেনের প্রতীচী ট্রাস্টের সমস্ত কাজকর্ম হয়ে থাকে । কাজের ফাঁকে প্রায়ই শান্তিনিকেতনের এই বাড়িতে আসতেন নবনীতা দেবসেন । 2017 সালে শেষবার এসেছিলেন । প্রতীচী ট্রাস্টের অনুষ্ঠানেই এসেছিলেন । ট্রাস্টের উপদেষ্টা ছিলেন তিনি ।
অমর্ত্য সেনের মামা ক্ষেমেন্দ্রমোহন সেনের ছেলে শান্তভানু সেন বউদির স্মৃতিচারণ করেন । শান্তিনিকেতনে অন্য একটি ঘরানা তৈরি করেছিলেন নবনীতা । এখানে এলেই বাড়িতে আড্ডা বসত । প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, মোহন সিং খাঙ্গুরা থেকে শুরু করে আশ্রমিক শ্যামলী খাস্তগির, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্রতীন সেন সকলে থাকতেন সেই আড্ডায় । কালের নিয়মে আড্ডার সেই আসর থেকে বিদায় নিয়েছেন নবনীতা । থেকে গেছে প্রিয় গান, কিছু স্মৃতি ।