দুবরাজপুর, 5 অগাস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে মিষ্টিমুখ ৷ তাৎক্ষণিক তিন তালাক বিল পাশের খুশিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে মিষ্টিমুখ করালেন মুসলিম মহিলারা ৷ বীরভূমের দুবরাজপুরের ঘটনা ৷
আরও পড়ুন: রাজ্যসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিল, ঐতিহাসিক জয় বলছে কেন্দ্র
গতমাসে রাজ্যসভায় পাশ হয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিল ৷ রাষ্ট্রপতির সম্মতিতে বিলটি ইতিমধ্যেই আইনে পরিণত হয়েছে ৷ এই বিল পাশ হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় ৷ তবে মুসলিম মহিলাদের একটা বিরাট অংশ এই বিল পাশ হওয়ায় খুশি ৷ গতকাল দুবরাজপুরে তেমনই ছবি চোখে পড়ে ৷ সেখানকার মুসলিম মহিলারা প্রধানমন্ত্রীর ছবিতে মিষ্টিমুখ করান ৷ অনেকেই বলেন, বিলটি আরও আগেই পাশ হওয়া উচিত ছিল ৷
আরও পড়ুন: তাৎক্ষণিক তিন তালাক বিলে অনুমোদন রাষ্ট্রপতির