সিউড়ি, 29 ডিসেম্বর : রেলসেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে সিউড়িতে সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ৷ বুধবার বীরভূম লোকসভার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় এলাকা পরিদর্শনে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা (MP Satabdi Roy faces protest in Suri)। সাংসদের সঙ্গে এদিন ছিলেন সিউড়ি পৌরসভার আধিকারিক-সহ তৃণমূল কর্মীরা । শতাব্দী রায় রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন ৷
দীর্ঘ প্রায় সাত বছর ধরে বীরভূমের সদর শহর সিউড়ি ঢোকার মুখে রেলের ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে ৷ যানজট এড়াতে এই প্রকল্পটি নেওয়া হলেও শহরে ঢোকার মূল রাস্তায় হাটজনবাজারে এই সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে সম্পূর্ণ না হওয়ায় যানজটে নাকাল হতে হচ্ছে সিউড়ির বাসিন্দাদের ।
উল্লেখ্য, সদ্য লোকসভার শীতকালীন অধিবেশনে এই রেলসেতু নিয়ে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন সাংসদ শতাব্দী রায় ৷ রেলসেতুর কাজ ধীরে হচ্ছে অভিযোগ জানিয়ে দ্রুত কাজ করার দাবি জানান তৃণমূল সাংসদ ৷
আরও পড়ুন : লোকসভার আসন্ন অধিবেশনে বীরভূমের সমস্যা তুলে ধরবেন শতাব্দী