বোলপুর, 20 সেপ্টেম্বর: বোলপুরে এ বার বাগুইআটির ছায়া (Child Body Recovered)৷ অপহরণের পর খুনের অভিযোগ উঠল 5 বছরের এক শিশুকে ৷ নিঁখোজ শিশুর দেহ উদ্ধার হওয়ার পরই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে শান্তিনিকেতন (Shantiniketan agitation)৷ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে ৷
মোলডাঙা গ্রাম থেকে রুবি বিবি নামে এক প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে বস্তাবন্দি পচাগলা দেহটি আজ উদ্ধার হয় ৷ 18 সেপ্টেম্বর সকাল থেকে শান্তিনিকেতন থানার মোলডাঙা গ্রামের টালিপাড়ায় নিখোঁজ হয়ে যায় বছর পাঁচের শিবম ঠাকুর । দুই অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তিনদিন ধরে চিরুনি তল্লাশি চালানো হয় ৷
আরও পড়ুন: বাগুইআটি জোড়া খুন কাণ্ডে ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজত
এ দিন দুপুরে প্রতিবেশী রুবি বিবির বাড়ির অ্যাসবেস্টাসের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় শিশুটির পচাগলা দেহ ৷ ঘটনার পরেই গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ যে বাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধার হয়েছে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয় ৷ সেই বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয় ৷ গ্রাম উত্তাল হয়ে ওঠায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । গ্রেফতার হয়েছেন দুজন ৷