শান্তিনিকেতন, 19 সেপ্টেম্বর: 18 সেপ্টেম্বর সকাল 9.30 মিনিট থেকে শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামের টালিপাড়া থেকে নিখোঁজ বছর পাঁচের এক নাবালক (Minor Boy Missing in Santiniketan)। নাম শিবম ঠাকুর ৷ বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মুদি দোকানে গিয়ে গ্রামের রাস্তা থেকে নিখোঁজ হয় ওই নাবালক।
সদ্য নিখোঁজ থাকার পর বাগুইআটিতে (Baguiati Double Murder Case) দুই যুবকের দেহ উদ্ধার হয় ৷ একইভাবে নিঁখোজ থাকার পর ইলামবাজার থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রের গলার নলি কাটা দেহ উদ্ধার হয় ৷ এই দুই ঘটনার পর এবার শান্তিনিকেতনে নাবালক নিখোঁজ। যা নিয়ে নাজেহাল পুলিশ প্রশাসন। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) অভিষেক রায় ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে-এর নেতৃত্বে তদন্তে নেমেছে পুলিশ।
ওই গ্রাম-সহ আশেপাশের গ্রামে চিরুনি তল্লাশি চালানো হয় ৷ পুলিশ কুকুর এনেও তদন্ত করা হয় ৷ কিন্তু ঘটনার 36 ঘণ্টা পরও কোনওরকম কিনারা করতে পারেনি বীরভূম পুলিশ (Birbhum Police)। এমনকী, নূন্যতম সূত্রও পাচ্ছে না পুলিশ ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা ৷ পুলিশকে ঘিরে ক্ষোভ প্রকাশও করেন গ্রামের লোকজন । ইতিমধ্যেই মুদিখানার দোকানদার-সহ গ্রামের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷
আরও পড়ুন: শান্তিনিকেতনে নাবালক নিঁখোজ, বাগুইআটি-ইলামবাজারের ছায়া দেখে তদন্তে পুলিশ