বোলপুর, 29 এপ্রিল : রেশন দুর্নীতি রুখতে ও রেশন সামগ্রী যেন ঠিক মতো মানুষের কাছে পৌঁছায় সেই কারণে আজ একটি বৈঠক করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । পুলিশ আধিকারিক, প্রশাসনের কর্তাব্যক্তি, রেশন ডিলারদের নিয়ে বোলপুরে আজ এই বৈঠক হয় । বৈঠক শেষে একটি তালিকা প্রকাশ করা হয় ৷ সেখানে উল্লেখ করা হয় কোন রেশন কার্ডে কে, কতটা পরিমাণ কী কী খাদ্য সামগ্রী পাবে ।
কেন্দ্রীয় সরকারের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার আওতাধীন অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডে (AAY) পরিবার পিছু 15 কেজি করে চাল বিনামূল্যে, পাঁচ কেজি মাথাপিছু (অতিরিক্ত) বিনামূল্যে, 20 কেজি গম বা 19 কেজি আটা পরিবার পিছু বিনামূল্যে, সাড়ে 13 টাকা কেজি দরে এক কেজি করে চিনি পরিবার পিছু মিলবে ।
অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (PHH) কার্ডে মিলবে চাল (অতিরিক্ত) মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে, আটা তিন কেজি মাথা পিছু বিনামূল্যে ।
বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (SPHH) কার্ডে মিলবে মাথা পিছু দুই কেজি করে চাল বিনামূল্যে, চাল (অতিরিক্ত) মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে, আটা মাথা পিছু দুই কেজি 850 গ্রাম বা গম তিন কেজি বিনামূল্যে ।
রাজ্য সরকারের তরফে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক (RKSY - 1) কার্ডে মিলবে মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে । রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দুই (RKSY - 2) কার্ডে মিলবে চাল পাঁচ কেজি করে মাথা পিছু বিনামূল্যে । বিশেষ উপজাতি (Special Tribal Card) কার্ডে মিলবে প্রাপ্তবয়স্কদের আট কেজি করে চাল বিনামূল্যে ও অপ্রাপ্তবয়স্কদের চার কেজি করে চাল বিনামূল্যে ।
গম প্রাপ্তবয়স্কদের জন্য তিন কেজি করে বিনামূল্যে ও অপ্রাপ্তবয়স্কদের জন্য দেড় কেজি করে বিনামূল্যে । এই তালিকা অনুযায়ী খাদ্য সামগ্রী পাবেন উপভোক্তারা ।