পাড়ুই, 23 সেপ্টেম্বর : তৃণমূল নেতাদের নামে মাওবাদী পোস্টার পড়ল বীরভূমের পাড়ুইয়ে । পোস্টারে লেখা রয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের নাম । আরও লেখা হয়েছে, "জনগণের টাকা ফেরত দাও"। খবর পেয়ে পুলিশ গিয়ে পোস্টারগুলি সরিয়ে ফেলে ।
বীরভূমের পাড়ুই থানার গোলাপবাগ গ্রামে দেখা যায় মাওবাদী পোস্টারগুলি ৷ সেখানে তৃণমূলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সহ 14 জন তৃণমূল নেতার নাম রয়েছে । প্রত্যেকটি নামের পাশে কাটা চিহ্ন দেওয়া হয়েছে । পাড়ুই গ্রামের এই পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । সত্যিই এটি মাওবাদী পোস্টার কি না তদন্ত করে দেখছে পুলিশ ।
এই প্রসঙ্গে তৃণমূল ব্লক সভাপতি ফজলুল রহমান বলেন, "এই এলাকা আগে অশান্ত করেছিল BJP । BJP-ই মাওবাদীদের নামে এই ধরনের পোস্টার দিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে । আমরা পুলিশকে বলেছি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে ।"
যদিও, BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "তৃণমূলের এক গোষ্ঠী জনগণের টাকা আত্মসাৎ করেছে । তাই অন্য গোষ্ঠী এই পোস্টার দিয়েছে ।"