ETV Bharat / state

Drug Patient Death: শান্তিনিকেতনে নেশামুক্তি কেন্দ্রে রোগীকে পিটিয়ে খুনের অভিযোগ, আটক 4

শান্তিনিকেতন থানার উত্তরনারায়ণপুরে এক নেশামুক্তি কেন্দ্রে আশিক আহমেদ (26) নামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 7:07 PM IST

শান্তিনিকেতনে নেশামুক্তি কেন্দ্রে রোগীকে পিটিয়ে খুনের অভিযোগ

বোলপুর, ৩০ সেপ্টেম্বর : নেশামুক্তি কেন্দ্রে এক রোগীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল। শনিবার ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার উত্তরনারায়ণপুরে। মৃত যুবকের নাম আশিক আহমেদ (26)। খবর পেয়ে তদন্তে পাঁড়ুই ও শান্তিনিকেতন থানার পুলিশ । ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁড়ুই থানার পলাশি গ্রামের বাসিন্দা আশিক আহমেদ প্রচণ্ড নেশা করতেন । নেশা ছাড়ানোর জন্য তাঁকে এক সপ্তাহ আগে শান্তিনিকেতন থানার উত্তরনারায়ণপুরে একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল ৷ অভিযোগ, এদিন নেশামুক্তি কেন্দ্র থেকে পরিবারকে ফোন করে বলা হয় যুবকটি মারা গিয়েছেন । খবর পেয়ে ওই নেশামুক্তি কেন্দ্রে ছুটে যান পরিবারের লোকজন ৷

তাঁদের অভিযোগ, চিকিৎসার নামে শারীরিক নির্যাতন করা হতো ৷ পিটিয়ে মেরে ফেলা হয়েছে যুবকটিকে ৷ তার পিঠে আঘার চিহ্ন লক্ষ্য করেছেন পরিবারের লোকজন । খবর পেয়েই পাঁড়ুই থানার ওসি পূর্ণেন্দু বিশ্বাস ও শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ যায় ঘটনাস্থলে । যুবকের মৃত্যুতে রীতিমতো উত্তেজনা ছড়ায় ওই এলাকায় । তদন্তে নেমে প্রথমেই পুলিশ 4 জনকে আটক করেছে ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । নেশামুক্তি কেন্দ্রটির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে । মৃত যুবকের প্রতিবেশী শেখ আনামূল বলেন, "আমরা এসে দেখছি ওকে খুন করা হয়েছে। পিটিয়ে মেরেছে । আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাই৷ চিকিৎসা করার নামে মারধর করা হতো এখানে ।"

আরও পড়ুন: ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ কার্তুজ-সহ অস্ত্র উদ্ধার বিএসএফের

মৃত যুবকের দাদা সোহেল আখতার বলেন,"আমার ভাইকে প্রচণ্ড অত্যাচার করা হত৷ ওকে খুন করা হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি ৷ ঘটনার সম্পূর্ণ তদন্ত চাই ৷ মারা যাওয়ার পর আমাদের খবর দেওয়া হয়েছে । দোষী ব্যাক্তিদের শান্তি চাই ।"

শান্তিনিকেতনে নেশামুক্তি কেন্দ্রে রোগীকে পিটিয়ে খুনের অভিযোগ

বোলপুর, ৩০ সেপ্টেম্বর : নেশামুক্তি কেন্দ্রে এক রোগীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল। শনিবার ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার উত্তরনারায়ণপুরে। মৃত যুবকের নাম আশিক আহমেদ (26)। খবর পেয়ে তদন্তে পাঁড়ুই ও শান্তিনিকেতন থানার পুলিশ । ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁড়ুই থানার পলাশি গ্রামের বাসিন্দা আশিক আহমেদ প্রচণ্ড নেশা করতেন । নেশা ছাড়ানোর জন্য তাঁকে এক সপ্তাহ আগে শান্তিনিকেতন থানার উত্তরনারায়ণপুরে একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল ৷ অভিযোগ, এদিন নেশামুক্তি কেন্দ্র থেকে পরিবারকে ফোন করে বলা হয় যুবকটি মারা গিয়েছেন । খবর পেয়ে ওই নেশামুক্তি কেন্দ্রে ছুটে যান পরিবারের লোকজন ৷

তাঁদের অভিযোগ, চিকিৎসার নামে শারীরিক নির্যাতন করা হতো ৷ পিটিয়ে মেরে ফেলা হয়েছে যুবকটিকে ৷ তার পিঠে আঘার চিহ্ন লক্ষ্য করেছেন পরিবারের লোকজন । খবর পেয়েই পাঁড়ুই থানার ওসি পূর্ণেন্দু বিশ্বাস ও শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ যায় ঘটনাস্থলে । যুবকের মৃত্যুতে রীতিমতো উত্তেজনা ছড়ায় ওই এলাকায় । তদন্তে নেমে প্রথমেই পুলিশ 4 জনকে আটক করেছে ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । নেশামুক্তি কেন্দ্রটির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে । মৃত যুবকের প্রতিবেশী শেখ আনামূল বলেন, "আমরা এসে দেখছি ওকে খুন করা হয়েছে। পিটিয়ে মেরেছে । আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাই৷ চিকিৎসা করার নামে মারধর করা হতো এখানে ।"

আরও পড়ুন: ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ কার্তুজ-সহ অস্ত্র উদ্ধার বিএসএফের

মৃত যুবকের দাদা সোহেল আখতার বলেন,"আমার ভাইকে প্রচণ্ড অত্যাচার করা হত৷ ওকে খুন করা হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি ৷ ঘটনার সম্পূর্ণ তদন্ত চাই ৷ মারা যাওয়ার পর আমাদের খবর দেওয়া হয়েছে । দোষী ব্যাক্তিদের শান্তি চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.