দুবরাজপুর, 3 জুলাই: কাশ্মীর ও মণিপুরকে ধ্বংস করতে বিভাজনের রাজনীতি করেছে বিজেপি ৷ এ বার তারা পশ্চিমবঙ্গে সেই রাজনীতি শুরু করেছে ৷ দুবরাজপুরে একটি নির্বাচনী সমাবেশে ভার্চুয়াল বক্তৃতায় এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, বাংলায় বিজেপি এখন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে উসকানি দিচ্ছে ৷
বীরভূম জেলার দুবরাজপুরে পঞ্চায়েত নির্বাচনী সমাবেশে ভার্চুয়াল ভাষণ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিজেপি রাজ্যের উত্তর এবং দক্ষিণ অংশে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে রাজ্যকে বিভক্ত করার জন্য প্ররোচিত করছে । মমতার কথায়, "বিজেপি তার বিভাজনমূলক রাজনীতির মাধ্যমে কাশ্মীর ও মণিপুরকে ধ্বংস করেছে এবং এখন তারা পশ্চিমবঙ্গের পেছনে পড়েছে । রাজ্যকে ভাগ করার জন্য তারা উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিভাজনবাদী শক্তি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন করে ও উসকে দেয় । আমরা রাজ্যকে বিভাজন হতে দেব না । এই ধরনের শক্তিকে পরাজিত করুন ৷" মমতার আরও অভিযোগ, বিজেপির নীতিগুলি মণিপুরকে অশান্তির দিকে ঠেলে দিয়েছে ৷ সেখানে সাম্প্রতিক সময়ে শতাধিক মানুষের প্রাণ গিয়েছে ।
আরও পড়ুন: 'একই কাজ করছেন শরদ-মমতা', মহারাষ্ট্র ও বাংলার কী মিল পেলেন সুকান্ত ?
100 দিনের কাজের টাকা নিয়েও এ দিন ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা ৷ তাঁর অভিযোগ, বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের 11.36 লক্ষ মানুষের এমজিনারেগা প্রকল্পের অধীনে তহবিল বন্ধ করে দিয়েছে । মমতার কথায়, "বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্পের অধীনে তহবিল বন্ধ করে দিয়েছে । তহবিলগুলি বিজেপি বা কেন্দ্রের অন্তর্গত নয়; এটি আমাদের অর্থ যা কেন্দ্রীয় সরকার কর হিসাবে কেটে নেয় এবং আমাদের কাছে সেই টাকা ফেরত দেওয়ার কথা । কিন্তু তারা বাংলার জন্য তহবিল বন্ধ করে দিয়েছে ৷"
দিনকয়েক আগেই শিলিগুড়ির কাছে জরুরি হেলিকপ্টার অবতরণের সময় আঘাত লাগে মুখ্যমন্ত্রীর ৷ এরপর তিনি সিদ্ধান্ত নেন যে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য আয়োজিত সমাবেশে তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ৷