ETV Bharat / state

CM Mamata Banerjee:'এত বড় মানুষকে নিয়ে কিছু বলি না', বাজেট প্রসঙ্গে মোদির মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া মমতার

author img

By

Published : Jan 31, 2023, 10:25 PM IST

Updated : Jan 31, 2023, 10:53 PM IST

বুধবার লোকসভায় পেশ হবে আগামী অর্থবর্ষের বাজেট ৷ এই বাজেট বিশ্বকে পথ দেখাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে এদিন এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

ETV Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বোলপুর, 31 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্নের জবাব এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে মমতা বলেন, "এত বড় মানুষকে নিয়ে আমি কিছু বলি না ৷" বুধবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার আগে, বাজেট পেপার না-দেখে তিনি কোনও মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Budget) ।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন ৷ বুধবার 2023-24 অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আগামী লোকসভা ভোটের আগে এটাই হতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷ তার আগে এদিন সংসদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ভারতের বাজেট বিশ্বকে আশার আলো দেখাবে ৷ বিশ্বের অর্থনীতিতে ভারত বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠছে ৷"

এদিন মালদায় প্রশাসনিক বৈঠক শেষে বোলপুরে ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বল্লভপুর ডাঙা মাঠে বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী হাত জোড় করে বলেন, "এত বড় মানুষ নিয়ে আমি কিছু বলি না ।" এরপর বাজেট প্রসঙ্গে তিনি বলেন, "আমি মালদা থেকে ফিরছি । বাজেট না-দেখে কিছু বলতে পারব না ৷ আমি বাজেট নিয়ে কিছুই জানি না ৷" এরপর হেলিপ্যাড থেকে বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান অতিথিশালায় যায় মুখ্যমন্ত্রীর কনভয় ৷

আরও পড়ুন: ভারতের বাজেট বিশ্বকে আশার আলো দেখাবে, মত প্রধানমন্ত্রীর

বিশ্বভারতীর পড়ুয়া-অধ্যপকেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন ৷ এদিন সেই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উল্লেখ্য, মঙ্গলবার লোকসভায় আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই রিপোর্টে বলা হয়েছে, আগামী অর্থবর্ষে দেশে গড় আর্থিক বৃদ্ধির হার থাকবে 6.5 শতাংশ ৷ যা বর্তমান আর্থিক বর্ষের গড় বৃদ্ধির হারের থেকে কম হবে ৷

বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বোলপুর, 31 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্নের জবাব এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে মমতা বলেন, "এত বড় মানুষকে নিয়ে আমি কিছু বলি না ৷" বুধবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার আগে, বাজেট পেপার না-দেখে তিনি কোনও মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Budget) ।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন ৷ বুধবার 2023-24 অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আগামী লোকসভা ভোটের আগে এটাই হতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷ তার আগে এদিন সংসদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "ভারতের বাজেট বিশ্বকে আশার আলো দেখাবে ৷ বিশ্বের অর্থনীতিতে ভারত বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠছে ৷"

এদিন মালদায় প্রশাসনিক বৈঠক শেষে বোলপুরে ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বল্লভপুর ডাঙা মাঠে বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী হাত জোড় করে বলেন, "এত বড় মানুষ নিয়ে আমি কিছু বলি না ।" এরপর বাজেট প্রসঙ্গে তিনি বলেন, "আমি মালদা থেকে ফিরছি । বাজেট না-দেখে কিছু বলতে পারব না ৷ আমি বাজেট নিয়ে কিছুই জানি না ৷" এরপর হেলিপ্যাড থেকে বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান অতিথিশালায় যায় মুখ্যমন্ত্রীর কনভয় ৷

আরও পড়ুন: ভারতের বাজেট বিশ্বকে আশার আলো দেখাবে, মত প্রধানমন্ত্রীর

বিশ্বভারতীর পড়ুয়া-অধ্যপকেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন ৷ এদিন সেই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উল্লেখ্য, মঙ্গলবার লোকসভায় আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এই রিপোর্টে বলা হয়েছে, আগামী অর্থবর্ষে দেশে গড় আর্থিক বৃদ্ধির হার থাকবে 6.5 শতাংশ ৷ যা বর্তমান আর্থিক বর্ষের গড় বৃদ্ধির হারের থেকে কম হবে ৷

Last Updated : Jan 31, 2023, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.