BJP Leader Quits Party: বীরভূম বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন মল্লারপুর পঞ্চায়েতের উপপ্রধান - BJP Leader Quits Party
দল তাঁকে গুরুত্ব দিচ্ছে না অভিযোগ করে বিজেপি ছাড়লেন মল্লারপুর পঞ্চায়েতের উপপ্রধান ৷ এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি ৷
মল্লারপুর, 19 এপ্রিল: পঞ্চায়েত ভোটের আগে এবার বীরভূম বিজেপিতে ভাঙন ৷ অমিত শাহের বীরভূম সফরের কয়েক দিনের মধ্যেই দল ছাড়লেন বিজেপির পঞ্চায়েত উপপ্রধান সমীর লোহার । "নামমাত্র পার্টিতে থাকা । তার থেকে না-থাকা অনেক ভালো । তাই বিজেপি থেকে বিদায় নিলাম ।" দলের প্রতি সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন সমীর লোহার । তিনি বীরভূমের ময়ুরেশ্বর বিধানসভার মল্লারপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ।
অনুব্রতহীন বীরভূমকে পাখির চোখ করে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে রাজ্যে আসরে নেমেছে বিজেপির হাইকমান্ড ৷ সেই জেলায় বিজেপির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দল ছাড়ার বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল । সমীর লোহার 2011 সাল থেকে বিজেপি দলের সঙ্গে যুক্ত । 12 বছর বিজেপিতে থাকলেও দলে তাঁকে গুরুত্ব দেওয়া হত না বলে তিনি অভিযোগ করেন । দলের উর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টি বারবার জানালেও তারা কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁর । তাই তিনি দলের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন । মঙ্গলবার বিকেলে ক্ষুব্ধ এই বিজেপি নেতা তাঁর ফেসবুকে ওয়ালে দলের নেতাদের প্রতি ক্ষোভপ্রকাশ করে একটি পোস্ট করেন ।
বুধবার সমীর লোহার বলেন , "আজ দেড় বছর হল দলের পক্ষ থেকে কোন ডাক পাচ্ছি না । যারা পঞ্চায়েত দেখাশোনা করে তারা কোন মিটিং মিছিলে আমাকে ডাকে না । আমি বিষয়টি উর্দ্ধতন নেতৃত্বকে জানিয়েছি ৷ কিন্তু তারাও আমাকে গুরুত্ব দিল না । তাই বাধ্য হয়ে আমি দল ছাড়লাম ।" তবে তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়েছেন ।
তিনি জানান, এখনই কোনও রাজনৈতিক দলে যোগদান করছেন না । তবে তিনি দল ছাড়ার বিষয়ে কাউকে দোষারোপ করবেন না । তিনি 2011 সাল থেকে বিজেপি দলটাকে দাঁড় করিয়েছেন । জেলা সভাপতি, ব্লক সভাপতি কেউ তাঁর কথা শুনলেন না বলে ক্ষোভ উগরে দেন সমীর । তিনি বলেন, "হয়তো জেলা সভাপতি ভেবেছেন যে আমাকে সরিয়ে দিলেই বিজেপির ভালো ফল করবে ।" তবে বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: বাবাকেও জেলে পাঠানোর হুমকি দিয়েছিল জীবনকৃষ্ণ, অভিযোগ বিশ্বনাথ সাহার