ETV Bharat / state

Locket at Santiniketan: গো ব্যাক স্লোগান, ধাক্কাধাক্কিতে শান্তিনিকেতনের গ্রামে ঢুকতে পারলেন না লকেট - লকেট চট্টোপাধ্যায়

নিখোঁজ শিশুর খুনের (Child murder incident) ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুলে শান্তিনিকেতন থানায় বিক্ষোভ দেখালেন লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা (Locket at Santiniketan)৷

locket-chatterjee-protests-at-santiniketan-ps-in-child-murder-incident
গো ব্যাক স্লোগান, ধাক্কাধাক্কিতে শান্তিনিকেতনের গ্রামে ঢুকতে পারলেন না লকেট
author img

By

Published : Sep 21, 2022, 2:25 PM IST

Updated : Sep 21, 2022, 3:48 PM IST

বোলপুর, 21 সেপ্টেম্বর: বিধানসভায় দাঁড়িয়ে আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Protest)৷ শান্তিনিকেতনে শিশু খুনের ঘটনায় বিধানসভায় তুমুল হই-হট্টগোল ও ওয়াক-আউটের পর জানিয়েছিলেন যে, দলের তরফে প্রতিনিধিরা মৃত শিশুর (Child murder incident) পরিবারের সঙ্গে দেখা করতে যাবে ৷ সেই মতোই আজ বোলপুরে গিয়েছেন বিজেপির হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) নেতৃত্বে দলীয় প্রতিনিধিরা । শান্তিনিকেতনের (Locket at Santiniketan) মোলডাঙা গ্রামে নিঁখোজ শিশুর খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শান্তিনিকেতন থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা । এ দিন লকেট চট্টোপাধ্যায়কে পুলিশের সামনে গো ব্যাক স্লোগান দিয়ে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ ধাক্কাধাক্কিতে গ্রামে ঢুকতে পারেননি বিজেপি সাংসদ ৷

locket-chatterjee-protests-at-santiniketan-ps-in-child-murder-incident
গো ব্যাক স্লোগান লকেটকে

এ দিন বিধানসভার অধিবেশনেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেনে আনেন শান্তিনিকেতনের শিশু খুনের প্রসঙ্গ ৷ বাগুইআটি থেকে বোলপুর, যে ভাবে পর কিশোর ও শিশুকে খুনের ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন তিনি ৷ অধ্যক্ষ সেই দাবি মেনে না নেওয়ায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী দলের বিধায়করা ৷ এরপর তাঁরা বিধানভা থেকে ওয়াক-আউট করে কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন ৷ বিধানসভার বাইরেও ওই শিশুর ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷

আরও পড়ুন: শান্তিনিকেতনে শিশু-খুনের আঁচ বিধানসভায়, ওয়াক-আউট বিজেপির

শুভেন্দু জানান, দলের তরফে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে ওই শিশুর পরিবারের কাছে যাওয়া হচ্ছে ৷ বিধানসভার অধিবেশন শেষ হলে, দলীয় বিধায়কদের প্রতিনিধিরাও শান্তিনিকেতনের শিশুর বাড়িতে যাবে বলে জানান তিনি ৷ এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন বিরোধী দলনেতা ৷

বোলপুর, 21 সেপ্টেম্বর: বিধানসভায় দাঁড়িয়ে আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Protest)৷ শান্তিনিকেতনে শিশু খুনের ঘটনায় বিধানসভায় তুমুল হই-হট্টগোল ও ওয়াক-আউটের পর জানিয়েছিলেন যে, দলের তরফে প্রতিনিধিরা মৃত শিশুর (Child murder incident) পরিবারের সঙ্গে দেখা করতে যাবে ৷ সেই মতোই আজ বোলপুরে গিয়েছেন বিজেপির হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) নেতৃত্বে দলীয় প্রতিনিধিরা । শান্তিনিকেতনের (Locket at Santiniketan) মোলডাঙা গ্রামে নিঁখোজ শিশুর খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শান্তিনিকেতন থানায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা । এ দিন লকেট চট্টোপাধ্যায়কে পুলিশের সামনে গো ব্যাক স্লোগান দিয়ে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ ধাক্কাধাক্কিতে গ্রামে ঢুকতে পারেননি বিজেপি সাংসদ ৷

locket-chatterjee-protests-at-santiniketan-ps-in-child-murder-incident
গো ব্যাক স্লোগান লকেটকে

এ দিন বিধানসভার অধিবেশনেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেনে আনেন শান্তিনিকেতনের শিশু খুনের প্রসঙ্গ ৷ বাগুইআটি থেকে বোলপুর, যে ভাবে পর কিশোর ও শিশুকে খুনের ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন তিনি ৷ অধ্যক্ষ সেই দাবি মেনে না নেওয়ায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী দলের বিধায়করা ৷ এরপর তাঁরা বিধানভা থেকে ওয়াক-আউট করে কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন ৷ বিধানসভার বাইরেও ওই শিশুর ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷

আরও পড়ুন: শান্তিনিকেতনে শিশু-খুনের আঁচ বিধানসভায়, ওয়াক-আউট বিজেপির

শুভেন্দু জানান, দলের তরফে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে ওই শিশুর পরিবারের কাছে যাওয়া হচ্ছে ৷ বিধানসভার অধিবেশন শেষ হলে, দলীয় বিধায়কদের প্রতিনিধিরাও শান্তিনিকেতনের শিশুর বাড়িতে যাবে বলে জানান তিনি ৷ এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন বিরোধী দলনেতা ৷

Last Updated : Sep 21, 2022, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.