ETV Bharat / state

লকডাউন ; রক্ত সংকট বীরভূমে, অমিল নেগেটিভ গ্রুপের রক্ত

পুলিশ প্রশাসনের তরফে পুলিশকর্মীদের নিয়ে রক্তদান শিবির করা হলেও তা জেলার জন্য পর্যাপ্ত নয় ৷ বীরভূম বোলপুর, রামপুরহাট ও সিউড়ি মহাকুমার ব্লাড ব্যাঙ্কগুলিতেও একই অবস্থা। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত অমিল।

blood crisis
blood crisis
author img

By

Published : May 5, 2020, 8:47 PM IST

বীরভূম, 5 মে : লকডাউনের জেরে বীরভূম জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিয়েছে রক্ত সংকট । বিশেষ করে প্রায় অমিল নেগেটিভ গ্রুপের রক্ত। আজ বীরভূম জেলার তিন মহকুমার তিনটি ব্লাড ব্যাঙ্কে মাত্র 13 বোতল নেগেটিভ গ্রুপের রক্ত রয়েছে। লকডাউনের জেরে বন্ধ রক্তদান শিবিরও ৷ আয়োজন করার উদ্যোগ নিতে দেখা যাচ্ছেনা জেলা স্বাস্থ্য বিভাগকে।

রাজ্য স্বাস্থ্য বিভাগের নির্দেশ রয়েছে রক্তদান শিবিরের আয়োজন করতে হলে যিনি রক্ত দেবেন তাঁকে আগে স্যানিটাইজ় করে নিতে হবে। যে শয্যায় শুয়ে রক্ত দেবেন সেই শয্যার চাদর বদলে দিতে হবে প্রতিবার। রক্ত দাতার শারীরিক তাপমাত্রা সবার আগে পরীক্ষা করে নিতে হবে ৷ এই রকম একাধিক নিয়মাবলী। কিন্তু তা সত্ত্বেও কার্যত বন্ধ বীরভূম জেলায় রক্তদান শিবির । পুলিশ প্রশাসনের তরফে পুলিশকর্মীদের নিয়ে রক্তদান শিবির করা হলেও তা জেলার জন্য পর্যাপ্ত নয় ৷ বীরভূম বোলপুর, রামপুরহাট ও সিউড়ি মহকুমার ব্লাড ব্যাঙ্কগুলিতেও একই অবস্থা। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত অমিল। A নেগেটিভ, AB নেগেটিভ গ্রুপের রক্ত মাত্র রয়েছে দুই বোতল। সব মিলে বীরভূম জেলায় নেগেটিভ গ্রুপের রক্ত রয়েছে মাত্র 13 বোতল।

lockdown
রামপুরহাটে নেগেটিভ গ্রুপের রক্তের সংকট
বীরভূম জেলা ভলান্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সম্পাদক নুরুল হক বলেন, "আমরা চাই রক্তদান শিবির করতে। অনেক দাতা রক্ত দিতে ইচ্ছুক। স্বাস্থ্য বিভাগের সমস্ত নির্দেশিকা মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা শিবির করতে আগ্রহী। সেই মতো আবেদনও করা হয়েছে কিন্তু জেলা স্তরের স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকে অনুমতি মিলছে না। এই সবের জেরে দেখা দিয়েছে রক্ত সংকট।" এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি বলেন, "বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। দ্রুত রক্তের সংকট মেটানোর জন্য শিবির করতে হবে। সকল স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনকে নিয়েই আমরা এই উদ্যোগ নেব।"
lockdown
বোলপুরে নেগেটিভ গ্রুপের রক্তের সংকট

বীরভূম, 5 মে : লকডাউনের জেরে বীরভূম জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিয়েছে রক্ত সংকট । বিশেষ করে প্রায় অমিল নেগেটিভ গ্রুপের রক্ত। আজ বীরভূম জেলার তিন মহকুমার তিনটি ব্লাড ব্যাঙ্কে মাত্র 13 বোতল নেগেটিভ গ্রুপের রক্ত রয়েছে। লকডাউনের জেরে বন্ধ রক্তদান শিবিরও ৷ আয়োজন করার উদ্যোগ নিতে দেখা যাচ্ছেনা জেলা স্বাস্থ্য বিভাগকে।

রাজ্য স্বাস্থ্য বিভাগের নির্দেশ রয়েছে রক্তদান শিবিরের আয়োজন করতে হলে যিনি রক্ত দেবেন তাঁকে আগে স্যানিটাইজ় করে নিতে হবে। যে শয্যায় শুয়ে রক্ত দেবেন সেই শয্যার চাদর বদলে দিতে হবে প্রতিবার। রক্ত দাতার শারীরিক তাপমাত্রা সবার আগে পরীক্ষা করে নিতে হবে ৷ এই রকম একাধিক নিয়মাবলী। কিন্তু তা সত্ত্বেও কার্যত বন্ধ বীরভূম জেলায় রক্তদান শিবির । পুলিশ প্রশাসনের তরফে পুলিশকর্মীদের নিয়ে রক্তদান শিবির করা হলেও তা জেলার জন্য পর্যাপ্ত নয় ৷ বীরভূম বোলপুর, রামপুরহাট ও সিউড়ি মহকুমার ব্লাড ব্যাঙ্কগুলিতেও একই অবস্থা। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত অমিল। A নেগেটিভ, AB নেগেটিভ গ্রুপের রক্ত মাত্র রয়েছে দুই বোতল। সব মিলে বীরভূম জেলায় নেগেটিভ গ্রুপের রক্ত রয়েছে মাত্র 13 বোতল।

lockdown
রামপুরহাটে নেগেটিভ গ্রুপের রক্তের সংকট
বীরভূম জেলা ভলান্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সম্পাদক নুরুল হক বলেন, "আমরা চাই রক্তদান শিবির করতে। অনেক দাতা রক্ত দিতে ইচ্ছুক। স্বাস্থ্য বিভাগের সমস্ত নির্দেশিকা মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা শিবির করতে আগ্রহী। সেই মতো আবেদনও করা হয়েছে কিন্তু জেলা স্তরের স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকে অনুমতি মিলছে না। এই সবের জেরে দেখা দিয়েছে রক্ত সংকট।" এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি বলেন, "বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। দ্রুত রক্তের সংকট মেটানোর জন্য শিবির করতে হবে। সকল স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনকে নিয়েই আমরা এই উদ্যোগ নেব।"
lockdown
বোলপুরে নেগেটিভ গ্রুপের রক্তের সংকট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.