ETV Bharat / state

শান্তিনিকেতনে পৌষমেলার মাঠ ঘেরা নিয়ে বচসা ,  ঠিকাদারকে মারধর

author img

By

Published : Aug 16, 2020, 2:09 AM IST

ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরার কাজ শুরু করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । 'শান্তিনিকেতন পৌষমেলার মাঠ বাঁচাও' কমিটির সদস্যরা মাঠ ঘেরার কাজে বাধা দেয় । ঠিকাদারকে বেধড়ক মারধর করা হয় । মেলার মাঠ ঘিরলে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেয় মাঠ বাঁচাও কমিটির লোকজন ।

Local people resist to boundary around traditional Poushmela ground
পৌষমেলার মাঠ ঘেরায় ঠিকাদারকে মারধর

শান্তিনিকেতন, 16 অগাস্ট : ঘিরে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ । এখবর পেয়ে ঠিকাদারকে মারধর করে কাজ বন্ধ করে দেয় শান্তিনিকেতনের মাঠ বাঁচাও কমিটির লোকজন । পৌষমেলার মাঠ ঘিরতে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেয় তারা। পরে বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা আসে ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামলায়।

মুক্ত চিন্তার ভাবনা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন । কিন্তু, যত দিন যাচ্ছে কোটি টাকা ব্যায় করে প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হচ্ছে বিশ্বভারতী চত্ত্বর । এবার ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরার কাজ শুরু করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । যা নিয়ে ব্যপক ক্ষোভ রয়েছে এলাকার মানুষদের মধ্যে ।

'শান্তিনিকেতন পৌষমেলার মাঠ বাঁচাও' নামে একটি কমিটি গঠন করা হয়েছে । এই কমিটির সদস্যরা এদিন এসে মাঠ ঘেরার কাজে বাধা দেয় । না শুনলে ঠিকাদারকে বেধড়ক মারধর করা হয় । মেলার মাঠ ঘিরলে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেয় মাঠ বাঁচাও কমিটির লোকজন । বোলপুর ব্যবসায়ী সমিতি, পরিবেশপ্রেমী মানুষজন, আশ্রমিক, পড়ুয়াদের বড় অংশ, বোলপুর-শান্তিনিকেতনবাসী সকলেই এই মাঠ ঘেরার বিরোধী ।

ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ ঘেরায় ঠিকাদারকে মারধর

এদিন, উপাচার্যকে অপসারণ করার দাবি তোলে মাঠ বাঁচাও কমিটি । বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় মাঠ ঘেরার কাজ । পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেন । তবে মেলার মাঠ ঘেরা হলে আবারও আন্দোলন হবে বলে জানিয়েছে শান্তিনিকেতন পৌষমেলার মাঠ বাঁচাও কমিটি । এদিকে, এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

শান্তিনিকেতন, 16 অগাস্ট : ঘিরে ফেলা হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ । এখবর পেয়ে ঠিকাদারকে মারধর করে কাজ বন্ধ করে দেয় শান্তিনিকেতনের মাঠ বাঁচাও কমিটির লোকজন । পৌষমেলার মাঠ ঘিরতে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেয় তারা। পরে বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা আসে ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামলায়।

মুক্ত চিন্তার ভাবনা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন । কিন্তু, যত দিন যাচ্ছে কোটি টাকা ব্যায় করে প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হচ্ছে বিশ্বভারতী চত্ত্বর । এবার ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরার কাজ শুরু করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । যা নিয়ে ব্যপক ক্ষোভ রয়েছে এলাকার মানুষদের মধ্যে ।

'শান্তিনিকেতন পৌষমেলার মাঠ বাঁচাও' নামে একটি কমিটি গঠন করা হয়েছে । এই কমিটির সদস্যরা এদিন এসে মাঠ ঘেরার কাজে বাধা দেয় । না শুনলে ঠিকাদারকে বেধড়ক মারধর করা হয় । মেলার মাঠ ঘিরলে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেয় মাঠ বাঁচাও কমিটির লোকজন । বোলপুর ব্যবসায়ী সমিতি, পরিবেশপ্রেমী মানুষজন, আশ্রমিক, পড়ুয়াদের বড় অংশ, বোলপুর-শান্তিনিকেতনবাসী সকলেই এই মাঠ ঘেরার বিরোধী ।

ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ ঘেরায় ঠিকাদারকে মারধর

এদিন, উপাচার্যকে অপসারণ করার দাবি তোলে মাঠ বাঁচাও কমিটি । বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় মাঠ ঘেরার কাজ । পরে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেন । তবে মেলার মাঠ ঘেরা হলে আবারও আন্দোলন হবে বলে জানিয়েছে শান্তিনিকেতন পৌষমেলার মাঠ বাঁচাও কমিটি । এদিকে, এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.