বোলপুর, 19 ফেব্রুয়ারি : দেউচা-পাচামি খোলামুখ কয়লাখনির বিরুদ্ধে বোলপুরে মিছিল করল বাম-সমর্থিত 'বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চ'। ‘জনস্বার্থ বিরোধী কয়লা খনি চাই না’, এই দাবিতে 15 ফেব্রুয়ারি কলকাতা থেকে যাত্রা শুরু করেছে এই সংগঠন (Organization start protesing against Deucha Pachami Project) ৷
গতকাল এই মঞ্চের সদস্যদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল বাম-সমর্থিত অন্যান্য সংগঠনগুলি ৷ সেই পথসভায় পুলিশি বাধার অভিযোগ ওঠে । এমনকি, মাইক বাজেয়াপ্ত করার পাশাপাশি সিপিআইএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ-সহ তিন বাম নেতাকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ ।
এদিন আদিবাসী নৃত্য সহযোগে বোলপুরের শান্তিনিকেতনের রোডের বকুলতলা মোড় থেকে শ্রীনিকেতন পর্যন্ত মিছিল করে মঞ্চের সদস্যরা । জানা গিয়েছে, সেখান থেকে পাড়ুই হয়ে সিউড়ি যায় মিছিলটি ৷ 21 ফেব্রুয়ারি দেউচা-পাচামিতে গিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলবেন তাঁরা ৷
আরও পড়ুন : Deucha Pachami Project : দেউচা-পাচামি কয়লাখনি বিরোধী পথসভায় পুলিশি-বাধা, গ্রেফতার সিপিআইএম নেতারা
প্রসঙ্গত, আমেরিকার উত্তর অ্যান্টিলোপ রোচেল মাইনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লাখনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামি । এই খনির জন্য বিস্তীর্ণ বন ও জলাভূমি ধ্বংস করতে হবে । যাতে স্বাভাবিক ভাবেই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে । এছাড়াও, 21 হাজারের বেশি মানুষের বসতি সরাতে হবে । এই এলাকায় মূলত আদিবাসীদের বাস ৷ অধিকাংশ বাসিন্দাই প্রস্তাবিত এই কয়লাখনির জন্য জমি দিতে নারাজ ৷ যদিও, কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের পরেই খনির কাজ শুরু করে রাজ্য সরকার । এরপরেই স্থানীয় মানুষজনকে নিয়ে প্রতিবাদে সরব হয় বামেরা ৷