ETV Bharat / state

নোবেলপ্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে জমিবিবাদ মামলায় অমর্ত্যকে আক্রমণ বিশ্বভারতীর আইনজীবীর - Amartya Sen Land Dispute

Amartya Sen Land Dispute: অমর্ত্য সেনের জমি বিবাদের মামলার শুনানি শেষ ৷ আগামী 31 জানুয়ারি এই মামলার রায় ৷ শনিবার মামলার শুনানি শেষের পর বিশ্বভীরতীর আইনজীবী নোবেলজয়ীকে বেনজির আক্রমণ করেন ৷ তিনি বলেন, "অমর্ত্য সেন যদি মনে করেন গুরুদেবের জমি নেবেন, তবে সেটা তাঁর নির্লজ্জতা ও অসভ্যতামির পরিচয়।"

31 জানুয়ারি অমর্ত্য সেনের জমি বিবাদের মামলার রায়
Amartya Sen Land Dispute
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 8:42 PM IST

Updated : Jan 6, 2024, 9:04 PM IST

জমিবিবাদ মামলায় অমর্ত্যকে আক্রমণ বিশ্বভারতীর আইনজীবীর

সিউড়ি, 6 জানুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদের মামলার শুনানি শেষ। আগামী 31 জানুয়ারি এই মামলার রায় সিউড়ি জেলা আদালতে। তবে শনিবার শুনানি শেষে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাষাতেই 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে বেনজির আক্রমণ করলেন বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস ৷ তিনি বলেন, "অমর্ত্য সেন যদি মনে করেন গুরুদেবের জমি নেবেন তবে, সেটা তাঁর নির্লজ্জতা ও অসভ্যতামির পরিচয়।"

তবে অমর্ত্য সেনের আইনজীবী সৌমেন্দ্র রায় চৌধুরী বলেন, "দু'পক্ষের সওয়াল-জবাব শেষ হয় এদিন ৷ 31 জানুয়ারি রায় দেবে আদালত ৷ বিশ্বভারতী আজও বলতে পারেনি কোন জায়গা অমর্ত্য সেন দখল করে রেখেছে। আর উচ্ছেদ চাইছেন ৷ এবার রায়ের অপেক্ষা। দেখা যাক।" নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'জমি দখলকারী' বলে উল্লেখ করেছিলেন বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনকী, শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়ি থেকে 'ভারতরত্ন'কে উচ্ছেদের নোটিশও লাগিয়ে দেওয়া হয়েছিল ৷

বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ ছিল, 'প্রতীচী' বাড়িতে 13 ডেসিমেল অতিরিক্ত জমি ঢুকে আছে। তবে বিশ্বভারতীর অভিযোগকে চ্যালেঞ্জ করে প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী সিউড়ি জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন অধ্যাপক সেন ৷ সেই মামলার শুনানি এদিন শেষ হয় ৷ দু'পক্ষের সওয়াল-জবাব শেষ জমি বিবাদ মামলায় ৷ 31 জানুয়ারি এই মামলার রায় দেবে সিউড়ি জেলা আদালত। তবে শুনানি শেষে বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাসকে মামলা সংক্রান্ত প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ তাতে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাষাতেই নোবেলজয়ীকে বেনজির আক্রমণ করেন বিশ্বভারতীর আইনজীবী।

আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, "পুরো মামলাজুড়ে মিথ্যাচার করছেন অমর্ত্য সেন। বিশ্বের দরবারে দেশকে যিনি নিয়ে গেলেন সেই কবিগুরুর জমি হাতাতে চাইছেন তিনি ৷ উনি যদি মনে করেন গুরুদেবের জমি নেবেন সেটা তাঁর নির্লজ্জতা ও অসভ্যতার পরিচয়।" মামলা সংক্রান্ত বিষয়ের বাইরে গিয়েও বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস মন্তব্য করেন, "ভারতের উন্নয়নের ক্ষেত্রে অমর্ত্য সেনের কোনও অবদান নেই ৷ তিনি বিশ্বভারতীতে একদিনও পড়াননি।" এমনকী, অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়েও প্রশ্ন তোলেন ৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন:

  1. বিশ্বভারতীর উপাচার্যের কাছে অমর্ত্য সেনের জমি বিবাদ নিষ্পত্তির আর্জি অনুপম হাজরার
  2. জন্মদিনে নোবেলজয়ী অমর্ত্য সেনকে ফুল-মিষ্টি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  3. অমর্ত্যর পাশে দাঁড়ানোয় ছাত্রকে সাসপেন্ড, বিশ্বভারতীর বিরুদ্ধে দেশ-বিদেশ থেকে চিঠি রাষ্ট্রপতিকে

জমিবিবাদ মামলায় অমর্ত্যকে আক্রমণ বিশ্বভারতীর আইনজীবীর

সিউড়ি, 6 জানুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদের মামলার শুনানি শেষ। আগামী 31 জানুয়ারি এই মামলার রায় সিউড়ি জেলা আদালতে। তবে শনিবার শুনানি শেষে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাষাতেই 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে বেনজির আক্রমণ করলেন বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস ৷ তিনি বলেন, "অমর্ত্য সেন যদি মনে করেন গুরুদেবের জমি নেবেন তবে, সেটা তাঁর নির্লজ্জতা ও অসভ্যতামির পরিচয়।"

তবে অমর্ত্য সেনের আইনজীবী সৌমেন্দ্র রায় চৌধুরী বলেন, "দু'পক্ষের সওয়াল-জবাব শেষ হয় এদিন ৷ 31 জানুয়ারি রায় দেবে আদালত ৷ বিশ্বভারতী আজও বলতে পারেনি কোন জায়গা অমর্ত্য সেন দখল করে রেখেছে। আর উচ্ছেদ চাইছেন ৷ এবার রায়ের অপেক্ষা। দেখা যাক।" নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'জমি দখলকারী' বলে উল্লেখ করেছিলেন বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনকী, শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়ি থেকে 'ভারতরত্ন'কে উচ্ছেদের নোটিশও লাগিয়ে দেওয়া হয়েছিল ৷

বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ ছিল, 'প্রতীচী' বাড়িতে 13 ডেসিমেল অতিরিক্ত জমি ঢুকে আছে। তবে বিশ্বভারতীর অভিযোগকে চ্যালেঞ্জ করে প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী সিউড়ি জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন অধ্যাপক সেন ৷ সেই মামলার শুনানি এদিন শেষ হয় ৷ দু'পক্ষের সওয়াল-জবাব শেষ জমি বিবাদ মামলায় ৷ 31 জানুয়ারি এই মামলার রায় দেবে সিউড়ি জেলা আদালত। তবে শুনানি শেষে বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাসকে মামলা সংক্রান্ত প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ তাতে প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাষাতেই নোবেলজয়ীকে বেনজির আক্রমণ করেন বিশ্বভারতীর আইনজীবী।

আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, "পুরো মামলাজুড়ে মিথ্যাচার করছেন অমর্ত্য সেন। বিশ্বের দরবারে দেশকে যিনি নিয়ে গেলেন সেই কবিগুরুর জমি হাতাতে চাইছেন তিনি ৷ উনি যদি মনে করেন গুরুদেবের জমি নেবেন সেটা তাঁর নির্লজ্জতা ও অসভ্যতার পরিচয়।" মামলা সংক্রান্ত বিষয়ের বাইরে গিয়েও বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস মন্তব্য করেন, "ভারতের উন্নয়নের ক্ষেত্রে অমর্ত্য সেনের কোনও অবদান নেই ৷ তিনি বিশ্বভারতীতে একদিনও পড়াননি।" এমনকী, অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়েও প্রশ্ন তোলেন ৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন:

  1. বিশ্বভারতীর উপাচার্যের কাছে অমর্ত্য সেনের জমি বিবাদ নিষ্পত্তির আর্জি অনুপম হাজরার
  2. জন্মদিনে নোবেলজয়ী অমর্ত্য সেনকে ফুল-মিষ্টি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  3. অমর্ত্যর পাশে দাঁড়ানোয় ছাত্রকে সাসপেন্ড, বিশ্বভারতীর বিরুদ্ধে দেশ-বিদেশ থেকে চিঠি রাষ্ট্রপতিকে
Last Updated : Jan 6, 2024, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.