ETV Bharat / state

লকডাউনেও জমায়েত, দোকান খোলা বীরভূমে; লাঠিচার্জ - corona virus news

লকডাউন অমান্য করেও বীরভূমের একাধিক জায়গায় জমায়েত । দোকান-পাটও খোলা রয়েছে । এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও ভিড় সরাতে কড়া পদক্ষেপ পুলিশের । মোড়ে মোড়ে ব্যারিকেডও খোলা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 24, 2020, 6:45 PM IST

বীরভূম, 24 মার্চ : অন্য জায়গার মতো লকডাউন চলছে বীরভূম জেলাতেও। কিন্তু, প্রশাসনের নির্দেশিকা উপেক্ষা করে একাধিক জায়গায় জমায়েত চলছেই । কোথাও কোথাও খোলা রয়েছে দোকানও । তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করল পুলিশ ।

image
রাস্তার মোড়ে মোড়ে করা হয়েছে পুলিশ ব্যারিকেড

ভাইরাসের সংক্রমণ রুখতে 31 মার্চ পর্যন্ত পুরো রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে । মানুষজনকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হচ্ছে । কিন্তু, সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছেন অনেকে । খোলা অধিকাংশ দোকানপাটও । রাস্তায় ঘোরাঘুরি করছেন অনেকেই । তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামল বীরভূম জেলা পুলিশ ।

বীরভূমে ভিড় সরাতে লাঠিচার্জ পুলিশের

বীরভূমের সিউড়ি, বোলপুর, রামপুরহাট, দুবরাজপুর, সাঁইথিয়া, নলহাটি সহ একাধিক জায়গায় চলেছে পুলিশি টহল । দোকান বন্ধ করতে, জমায়েত এড়াতে কয়েকটি জায়গায় লাঠিচার্জও করে পুলিশ । রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড করে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদও করা হয় । অনেককে মাঝপথেই পাঠানো হয় বাড়িতে ।

বীরভূম, 24 মার্চ : অন্য জায়গার মতো লকডাউন চলছে বীরভূম জেলাতেও। কিন্তু, প্রশাসনের নির্দেশিকা উপেক্ষা করে একাধিক জায়গায় জমায়েত চলছেই । কোথাও কোথাও খোলা রয়েছে দোকানও । তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করল পুলিশ ।

image
রাস্তার মোড়ে মোড়ে করা হয়েছে পুলিশ ব্যারিকেড

ভাইরাসের সংক্রমণ রুখতে 31 মার্চ পর্যন্ত পুরো রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে । মানুষজনকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হচ্ছে । কিন্তু, সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছেন অনেকে । খোলা অধিকাংশ দোকানপাটও । রাস্তায় ঘোরাঘুরি করছেন অনেকেই । তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামল বীরভূম জেলা পুলিশ ।

বীরভূমে ভিড় সরাতে লাঠিচার্জ পুলিশের

বীরভূমের সিউড়ি, বোলপুর, রামপুরহাট, দুবরাজপুর, সাঁইথিয়া, নলহাটি সহ একাধিক জায়গায় চলেছে পুলিশি টহল । দোকান বন্ধ করতে, জমায়েত এড়াতে কয়েকটি জায়গায় লাঠিচার্জও করে পুলিশ । রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড করে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদও করা হয় । অনেককে মাঝপথেই পাঠানো হয় বাড়িতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.