ময়ূরেশ্বর (বীরভূম), 20 ডিসেম্বর: রাতের অন্ধকারে বীরভূম (Birbhum) জুড়ে বালি পাচার (Sand Smuggling) চলছে বলে অভিযোগ ৷ সেই পাচার রুখতে অভিযান চালাচ্ছে বীরভূম প্রশাসন । গতকাল, সোমবার রাতে বালি পাচার রুখতে তদন্তকারী দলের উপর হামলা চালাল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে, সাঁইথিয়া-বহরমপুর সড়কের উপরে ।
এই রাস্তার উপর দিয়ে বালি পাথরের গাড়িতে সঠিক চালান দিয়ে সঠিক পরিমাণে মাল বহন করছে কি না তার তদন্ত চালাচ্ছিল জেলা প্রশাসনের একটি ভিজিল্যান্স দল (Vigilance Team) । অভিযোগ, একটি অবৈধ বালির লরি চালান ছাড়া বালি নিয়ে যাচ্ছিল, সেই লরিতে তদন্ত চালাতেই সেখানে লাঠি, রড, আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটে আসে বেশ কিছু দুষ্কৃতী । তাদের আক্রমণে একজন ব্লক ভূমি আধিকারিক-সহ ভূমি দফতরের (Land Department) বেশ কয়েকজন কর্মী জখম হন । ভাঙচুর চালানো হয় সরকারি গাড়িটিতে । রাতে ময়ূরেশ্বর থানার পুলিশ অভিযুক্ত বালি ভর্তি ডাম্পারটি বাজেয়াপ্ত করেছে । আটক করা হয়েছে তিনজনকে । প্রশাসনের পক্ষ থেকে আজ লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে ।
অভিযোগ, প্রায় নিয়ম করে রাতের অন্ধকারে চালান ছাড়া বালি ও পাথরের গাড়ি যাতায়াত করছে । জেলাশাসক বিধান রায় রাস্তায় নেমে গাড়িতে চালান ও ওভারলোড পরীক্ষার জন্য দল গঠন করে দেন । সূত্রের খবর, এমন একটি দল, তাতে ছিলেন দুবরাজপুর ব্লক ভূমি আধিকারিক উত্তীয় চন্দ্র-সহ বেশ কয়েকজন ভূমি দফতরের কর্মী, রেভিনিউ অফিসার ৷ তাঁরা সাঁইথিয়া-বহরমপুর রাস্তায় অভিযান চালাচ্ছিলেন ।
প্রশাসনের দাবি, রাত 11 টা নাগাদ একটি পেট্রল পাম্পের কাছে অমুয়া গ্রামের মুজতবা হোসেনের একটি বালি ভর্তি ডাম্পার বিনা চালানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল । কিন্তু গাড়িটিকে ওই পেট্রল পাম্পের সামনে আটক করেন আধিকারিকেরা । সেই নিয়ে চালক আধিকারিকদের সঙ্গে বচসা শুরু করেন । ডাম্পারটিকে পাম্পের মধ্যে নিয়ে গিয়ে রাখে ভিজিল্যান্স দল । তখনই 20 থেকে 25 জন লোক লাঠি, লোহার রড নিয়ে আক্রমণ চালায় ।
উল্লেখ্য, কিছুদিন আগেই ওই পথে অভিযানে নামেন অতিরিক্ত জেলাশাসক তথা জেলা ভূমি আধিকারিক অসীম পাল ৷ তাঁকে রাস্তায় ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে একটি ডাম্পার । সে যাত্রায় তিনি প্রাণে বাঁচেন । কিন্তু বেশ কিছু এলাকায় এভাবেই রাত জেগে গাড়ি পাচারের চক্র গড়ে উঠেছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ।
আরও পড়ুন: ট্রাক্টরের পিছনে ধাওয়া করে বালি চুরি রুখলেন ভূমি দফতরের আধিকারিক