ETV Bharat / state

Sand Smuggling: বীরভূমে বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত ভূমি আধিকারিকরা, আটক তিন

বীরভূমে (Birbhum) রাতের অন্ধকারে বালি পাচারের (Sand Smuggling) অভিযোগ ৷ সোমবার রাতে তদন্তে যায় ভিজিল্য়ান্স দল (Vigilance Team) ৷ আটক করা হয় একটি ডাম্পার ৷ তখনই ভূমি দফতরের আধিকারিকদের হামলা করা হয় বলে অভিযোগ ৷

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর
author img

By

Published : Dec 20, 2022, 12:57 PM IST

ময়ূরেশ্বর (বীরভূম), 20 ডিসেম্বর: রাতের অন্ধকারে বীরভূম (Birbhum) জুড়ে বালি পাচার (Sand Smuggling) চলছে বলে অভিযোগ ৷ সেই পাচার রুখতে অভিযান চালাচ্ছে বীরভূম প্রশাসন । গতকাল, সোমবার রাতে বালি পাচার রুখতে তদন্তকারী দলের উপর হামলা চালাল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে, সাঁইথিয়া-বহরমপুর সড়কের উপরে ।

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর

এই রাস্তার উপর দিয়ে বালি পাথরের গাড়িতে সঠিক চালান দিয়ে সঠিক পরিমাণে মাল বহন করছে কি না তার তদন্ত চালাচ্ছিল জেলা প্রশাসনের একটি ভিজিল্যান্স দল (Vigilance Team) । অভিযোগ, একটি অবৈধ বালির লরি চালান ছাড়া বালি নিয়ে যাচ্ছিল, সেই লরিতে তদন্ত চালাতেই সেখানে লাঠি, রড, আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটে আসে বেশ কিছু দুষ্কৃতী । তাদের আক্রমণে একজন ব্লক ভূমি আধিকারিক-সহ ভূমি দফতরের (Land Department) বেশ কয়েকজন কর্মী জখম হন । ভাঙচুর চালানো হয় সরকারি গাড়িটিতে । রাতে ময়ূরেশ্বর থানার পুলিশ অভিযুক্ত বালি ভর্তি ডাম্পারটি বাজেয়াপ্ত করেছে । আটক করা হয়েছে তিনজনকে । প্রশাসনের পক্ষ থেকে আজ লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে ।

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর

অভিযোগ, প্রায় নিয়ম করে রাতের অন্ধকারে চালান ছাড়া বালি ও পাথরের গাড়ি যাতায়াত করছে । জেলাশাসক বিধান রায় রাস্তায় নেমে গাড়িতে চালান ও ওভারলোড পরীক্ষার জন্য দল গঠন করে দেন । সূত্রের খবর, এমন একটি দল, তাতে ছিলেন দুবরাজপুর ব্লক ভূমি আধিকারিক উত্তীয় চন্দ্র-সহ বেশ কয়েকজন ভূমি দফতরের কর্মী, রেভিনিউ অফিসার ৷ তাঁরা সাঁইথিয়া-বহরমপুর রাস্তায় অভিযান চালাচ্ছিলেন ।

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর
Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর

প্রশাসনের দাবি, রাত 11 টা নাগাদ একটি পেট্রল পাম্পের কাছে অমুয়া গ্রামের মুজতবা হোসেনের একটি বালি ভর্তি ডাম্পার বিনা চালানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল । কিন্তু গাড়িটিকে ওই পেট্রল পাম্পের সামনে আটক করেন আধিকারিকেরা । সেই নিয়ে চালক আধিকারিকদের সঙ্গে বচসা শুরু করেন । ডাম্পারটিকে পাম্পের মধ্যে নিয়ে গিয়ে রাখে ভিজিল্যান্স দল । তখনই 20 থেকে 25 জন লোক লাঠি, লোহার রড নিয়ে আক্রমণ চালায় ।

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর
Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর

উল্লেখ্য, কিছুদিন আগেই ওই পথে অভিযানে নামেন অতিরিক্ত জেলাশাসক তথা জেলা ভূমি আধিকারিক অসীম পাল ৷ তাঁকে রাস্তায় ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে একটি ডাম্পার । সে যাত্রায় তিনি প্রাণে বাঁচেন । কিন্তু বেশ কিছু এলাকায় এভাবেই রাত জেগে গাড়ি পাচারের চক্র গড়ে উঠেছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ।

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর
Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর

আরও পড়ুন: ট্রাক্টরের পিছনে ধাওয়া করে বালি চুরি রুখলেন ভূমি দফতরের আধিকারিক

ময়ূরেশ্বর (বীরভূম), 20 ডিসেম্বর: রাতের অন্ধকারে বীরভূম (Birbhum) জুড়ে বালি পাচার (Sand Smuggling) চলছে বলে অভিযোগ ৷ সেই পাচার রুখতে অভিযান চালাচ্ছে বীরভূম প্রশাসন । গতকাল, সোমবার রাতে বালি পাচার রুখতে তদন্তকারী দলের উপর হামলা চালাল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে, সাঁইথিয়া-বহরমপুর সড়কের উপরে ।

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর

এই রাস্তার উপর দিয়ে বালি পাথরের গাড়িতে সঠিক চালান দিয়ে সঠিক পরিমাণে মাল বহন করছে কি না তার তদন্ত চালাচ্ছিল জেলা প্রশাসনের একটি ভিজিল্যান্স দল (Vigilance Team) । অভিযোগ, একটি অবৈধ বালির লরি চালান ছাড়া বালি নিয়ে যাচ্ছিল, সেই লরিতে তদন্ত চালাতেই সেখানে লাঠি, রড, আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটে আসে বেশ কিছু দুষ্কৃতী । তাদের আক্রমণে একজন ব্লক ভূমি আধিকারিক-সহ ভূমি দফতরের (Land Department) বেশ কয়েকজন কর্মী জখম হন । ভাঙচুর চালানো হয় সরকারি গাড়িটিতে । রাতে ময়ূরেশ্বর থানার পুলিশ অভিযুক্ত বালি ভর্তি ডাম্পারটি বাজেয়াপ্ত করেছে । আটক করা হয়েছে তিনজনকে । প্রশাসনের পক্ষ থেকে আজ লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে ।

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর

অভিযোগ, প্রায় নিয়ম করে রাতের অন্ধকারে চালান ছাড়া বালি ও পাথরের গাড়ি যাতায়াত করছে । জেলাশাসক বিধান রায় রাস্তায় নেমে গাড়িতে চালান ও ওভারলোড পরীক্ষার জন্য দল গঠন করে দেন । সূত্রের খবর, এমন একটি দল, তাতে ছিলেন দুবরাজপুর ব্লক ভূমি আধিকারিক উত্তীয় চন্দ্র-সহ বেশ কয়েকজন ভূমি দফতরের কর্মী, রেভিনিউ অফিসার ৷ তাঁরা সাঁইথিয়া-বহরমপুর রাস্তায় অভিযান চালাচ্ছিলেন ।

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর
Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর

প্রশাসনের দাবি, রাত 11 টা নাগাদ একটি পেট্রল পাম্পের কাছে অমুয়া গ্রামের মুজতবা হোসেনের একটি বালি ভর্তি ডাম্পার বিনা চালানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল । কিন্তু গাড়িটিকে ওই পেট্রল পাম্পের সামনে আটক করেন আধিকারিকেরা । সেই নিয়ে চালক আধিকারিকদের সঙ্গে বচসা শুরু করেন । ডাম্পারটিকে পাম্পের মধ্যে নিয়ে গিয়ে রাখে ভিজিল্যান্স দল । তখনই 20 থেকে 25 জন লোক লাঠি, লোহার রড নিয়ে আক্রমণ চালায় ।

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর
Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর

উল্লেখ্য, কিছুদিন আগেই ওই পথে অভিযানে নামেন অতিরিক্ত জেলাশাসক তথা জেলা ভূমি আধিকারিক অসীম পাল ৷ তাঁকে রাস্তায় ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে একটি ডাম্পার । সে যাত্রায় তিনি প্রাণে বাঁচেন । কিন্তু বেশ কিছু এলাকায় এভাবেই রাত জেগে গাড়ি পাচারের চক্র গড়ে উঠেছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ।

Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর
Land department officers attacked by miscreants
সরকারি গাড়ি ভাঙচুর

আরও পড়ুন: ট্রাক্টরের পিছনে ধাওয়া করে বালি চুরি রুখলেন ভূমি দফতরের আধিকারিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.